l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সরলেন নকুল মাহাতো, দায়িত্বে মণীন্দ্র গোপ
প্রশান্ত পাল • পুরুলিয়া
প্রায় পাঁচ দশক পর সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদকের পদ থেকে ‘অব্যাহতি’ নিলেন নকুল মাহাতো। নতুন জেলা সম্পাদক করা হয়েছে দলে মাওবাদী প্রতিরোধের ‘মুখ’ হিসাবে পরিচিত জেলার জঙ্গলমহলের ‘দাপুটে’ নেতা মণীন্দ্র গোপকে। শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুর উপস্থিতিতে দলের অষ্টাদশ জেলা সম্মেলনের শেষ দিনে সর্বসম্মতিক্রমে নকুলবাবুকে জেলা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা সিপিএম সূত্রের খবর, ৮৯ বছরের নকুলবাবু নিজেই দায়িত্ব ছাড়তে চান। নইলে এ বারও তাঁকে ‘সরানো’ সম্ভব ছিল না। এখন প্রশ্ন, নিজে সরে গিয়ে যে উদাহরণ নকুলবাবু রাখলেন, তা কি দলের অন্য ‘বয়স্ক এবং অশক্ত’ জেলা সম্পাদকেরাও অনুসরণ করবেন? দলই বা তাঁদের ক্ষেত্রে কী করবে? ইতিমধ্যেই দার্জিলিংয়ে সাঙ্গোপাল লেপচা (পাঁচ দফা), মালদহে জীবন মৈত্র (৮ দফা), কোচবিহারে চণ্ডী পাল (৫ দফা) বা নদিয়ায় আশু ঘোষের (৫ দফা) মতো প্রবীণ নেতা জেলা সম্পাদক হিসাবে পুনর্বহাল হয়েছেন।
বিস্তারিত...
অশোকনগরে প্রধান শিক্ষককে মার,
ধৃত তৃণমূলের নেতা-সহ ২
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
অশোকনগরের গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণচন্দ্র দাসকে মারধরের অভিযোগে তৃণমূলের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই স্থানীয় শান্তিনগর এলাকার বাসিন্দা স্বপন ভৌমিক নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। তিনি দলের স্থানীয় ৮৯ নম্বর বুথ কমিটির সভাপতি। তাঁকে জেরা করে শুক্রবার সকালে দীনবন্ধু ঘোষ নামে এক তৃণমূল কর্মীকে ধরে পুলিশ। তাঁর বাড়ি ছোট বামুনিয়া এলাকায়। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা অপরাধের কথা কবুল করেছেন। এ দিনই ধৃতদের বারাসত জেলা আদালতে তোলা হয়। বিচারক দু’জনকেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।অশোকনগর থানা সূত্রে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে কল্যাণবাবুকে গুরুতর আঘাত করা এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, “ধৃতেরা আমাদের দলের নেতা-কর্মী ঠিকই। তাঁদের ব্যাপারে দলীয় ভাবে তদন্ত করে জেলা নেতৃত্বকে জানানো হবে।”স্কুল পরিচালন সমিতির সম্পাদক কে হবেন, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার কল্যাণবাবু প্রহৃত হন।
বিস্তারিত...
অধীরকে ‘ক্রিমিনাল’ বলে
ফিরহাদ বিঁধলেন কংগ্রেসকে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
প্রত্যাশিত ভাবেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মন্তব্যের ‘কড়া’ জবাব দিল তৃণমূল। এবং তা দিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ফিরহাদ (ববি) হাকিম। বলা বাহুল্য, তাঁর বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুমোদন’ রয়েছে। বৃহস্পতিবার বহরমপুরের এক সভায় সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি অধীর সরাসরি প্রস্তাব দিয়েছিলেন, কংগ্রেস রাজ্যের জোট সরকার থেকে বেরিয়ে আসুক! শুক্রবার অধীরকে ‘বাস্তবতা’ মনে করিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে কংগ্রেস এ রাজ্যের জোট সরকার থেকে বেরিয়ে গেলেও সরকার বহাল তবিয়তে গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকবে। কিন্তু তৃণমূল কেন্দ্রের ইউপিএ-২ সরকারের উপর থেকে সমর্থন তুলে নিলে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকারের পতন হওয়ার সমূহ সম্ভাবনা। ববির কথায়, “অধীর চৌধুরী তো কংগ্রেসকে কালিদাস হওয়ার পরামর্শ দিচ্ছেন! কংগ্রেস সমর্থন তুলে নিলে এ রাজ্যের জোট সরকারের বিপদ নেই। কিন্তু আমরা কেন্দ্রে সমর্থন তুলে নিলে কিন্তু কেন্দ্রে কংগ্রেসের সরকার সংখ্যালঘু হয়ে পড়বে। জোটসঙ্গী হিসেবে ওঁর বিবৃতি আমাদের কাছে যথেষ্ট অপমানজনক।”
বিস্তারিত...
জমি-জটিলতায় থমকে চৌকি নির্মাণের কাজ
নমিতেশ ঘোষ • শিলিগুড়ি
ভারত-বাংলাদেশ সীমান্তে জমি জটিলতার জন্য ৪০টি সীমান্ত চৌকি বা বর্ডার আউট পোস্ট (বিওপি) তৈরির কাজ থমকে গিয়েছে। সমস্যা মেটাতে কৃষকদের থেকে সরাসরি জমি কেনার অনুমতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে বিএসএফ। শুক্রবার সকালে শালুগাড়ায় বিএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান উত্তরবঙ্গের আইজি কমল কেশোয়ানি। তিনি বলেন, “আমাদের জমি পেতে অনেক দেরি হচ্ছে। প্রথমে ডিএমকে জানাতে হয়। সেখান থেকে রাজ্য সরকারকে বলা হয়। রাজ্য সরকারের অনুমতি মিলতে সময় লাগে। তার পরে জেলা প্রশাসন সেই জমি কিনতে নামে। দাম নিয়ে সমস্যা হয়। জমি কিনতে অন্তত ২ বছর গড়িয়ে যায়। সরাসরি কৃষকদের কাছ থেকে যাতে জমি কেনা যায় সে জন্য অনুমতি চাওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।” সরাসরি জমি কেনার অনুমতি দেওয়া নিয়ে প্রসাসনের অফিসাররা কোনও মন্তব্য করতে চাননি।
বিস্তারিত...
ডাস্টারের ঘায়ে মাথা ফাটল পড়ুয়ার,
অভিযুক্ত বিধায়ক
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
পড়া বলতে না পারায় ডাস্টার দিয়ে মেরে নার্সারির ছাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বেসরকারি স্কুলের শিক্ষিকা, সিপিএম বিধায়ক জাহানারা খানের বিরুদ্ধে। চার বছরের ওই ছাত্রীর বাবা জামুড়িয়ার কেন্দা ফাঁড়িতে এ ব্যাপারে অভিযোগ করেছেন। বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সিপিএমের তরফে জানানো হয়েছে, দলের জেলা সম্মেলন উপলক্ষে গত তিন দিন ধরে তিনি দুর্গাপুরে রয়েছেন।জামুড়িয়ার দক্ষিণ পরাশিয়ায় একটি ইসিএলের আবাসনে চলা ওই স্কুলটি পরিচালনা করেন বিধায়ক জাহানারা খান নিজেই। নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় সেখানে। বছর পাঁচেক আগে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন ওই আবাসনে স্কুলটি চালু করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিনি ছাড়াও রয়েছেন চার জন শিক্ষিকা। স্থানীয় বাসিন্দা মহেশ জেডিয়া জানান, এ দিন সকাল ৮টা নাদাগ তাঁর মেয়ে, ওই স্কুলের ছাত্রী খুশি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে। সে জানায়, পড়া বলতে না পারায় জাহানারা তাকে ডাস্টার দিয়ে মাথায় মারে।
বিস্তারিত...
গ্রেফতার প্রাক্তন সিপিএম সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
ডেবরার রাধামোহনপুরের ডিঙ্গল গ্রামে ‘ডাইন’ তকমা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সিপিএম সভাপতি-সহ ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। হত্যা ও এই গ্রেফতার নিয়ে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই। পুলিশের বক্তব্য, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতেই প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। পাশের বাড়ির এক মহিলা দীর্ঘ দিন ধরে অসুস্থ। সালিশি বসিয়ে সে জন্য ‘দায়ী’ করা হয় বৃদ্ধ মতিলাল শিকারিকে (৬৬)। তাঁকে ‘ডাইন’ ঘোষণা করা হয় ওই সালিশিতে। তার পরেই মতিলালবাবু ও তাঁর স্ত্রী গৌরীদেবীকে বাড়ি থেকে টেনে রাস্তায় বের করে শুরু হয় প্রহার। অদূরেই স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান রিনা নায়েকের বাড়ি। অভিযোগ, তাঁর বাড়ির সামনেই বৃদ্ধ দম্পতিকে পেটানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মতিলালের। গুরুতর জখম হন গৌরীদেবীও। পরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
বিস্তারিত...
উত্তরবঙ্গ
দক্ষিণবঙ্গ
বর্ধমান
মুর্শিদাবাদ
পুরুলিয়া
বীরভূম
মেদিনীপুর
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শো-কজ মালদহের
৪ স্কুলকে
একগুচ্ছ পরিকল্পনা
ঘোষণা রুদ্রনাথের
দক্ষিণবঙ্গ
প্রেমিককে ছুরি মেরে
থানায় হাজির মহিলা
অগ্নিনির্বাপণ প্রক্রিয়া
শেখালেন দমকল কর্মীরা
বর্ধমান
ধর্ষণ, ডাকাতির
অভিযোগে গ্রেফতার ১০
শিল্পায়নের ভবিষ্যৎ
নিয়ে সংশয়ী নিরুপম
পুরুলিয়া
শীঘ্রই খুলবে
উপসংশোধনাগার
মুর্শিদাবাদ
দুই পক্ষের কোন্দলে
বন্ধ হল মেলা
সাত মাস পরে ফের
প্রধান তফসিলি মহিলা
মেদিনীপুর
জল সরবরাহ প্রকল্প
বন্ধ, ভরসা পুকুরই
মাদক বিরোধী
অভিযানে গ্রামবাসীরাই
কলকাতা
২৯.৩/১৯.২
আজকের দিনে
•
১৯৬৩:
সেন্ট্রাল আফ্রিকান
ফেডারেশন ভেঙে গঠিত হল
জাম্বিয়া, মালাউয়ি ও রোডেশিয়া।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.