বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক মহিলা। চেয়েছিলেন প্রেমিককে বিয়ে করতে। কিন্তু প্রেমিক রাজি হননি। তাই প্রেমিকের গলায় ছুরি চালিয়ে দেন তিনি। তার পরে সেই ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করলেন ওই মহিলা।
বৃহস্পতিবার রাতে বাসন্তীর বল্লারটোপ গ্রামের ঘটনা। সানজিরা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, আত্মসমর্পণ করার সময়ে সানজিরা ওই অপরাধের কথা কবুল করে জানিয়েছেন, রাগের বশে তিনি ওই ঘটনা ঘটিয়ে ফেলেছেন। তাঁর প্রেমিক মকবুল আলি মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বল্লারটোপ গ্রামের শ্রমিক মহিউদ্দিন গাজির স্ত্রী সানজিরা। বছর দশেক আগে দু’জনের বিয়ে হয়। দম্পতির তিনটি ছেলে রয়েছে। কাজের জন্য মহিউদ্দিন বছরের বেশির ভাগ সময়ে বাইরেই থাকেন। মাস তিনেক আগে পাশের রামকৃষ্ণপুর গ্রামের মকবুলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সানজিরার। সানজিরাদের বাড়িতেও মকবুলের যাতায়াত ছিল। দু’জনের সম্পর্কের কথা অনেক গ্রামবাসী ইতিমধ্যেই জেনে গিয়েছেন। কিছু দিন আগে মকবুলকে বিয়ের প্রস্তাব দেন সানজিরা। কিন্তু মকবুল রাজি হননি। বৃহস্পতিবার রাতে মকবুল ফের সানজিরাদের বাড়িতে আসেন। সানজিরা তখন ফের বিয়ের জন্য তাঁর উপরে চাপ সৃষ্টি করেন। কিন্তু মকবুল রাজি না হওয়ায় তিনি তাঁর গলায় ছুরি চালিয়ে দেন।
মকবুলের চিৎকারে স্থানীয় লোকজন ওই বাড়িতে চলে আসেন। ভয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন সানজিরা। মকবুলকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করানো হয় কলকাতার হাসপাতালে। শুক্রবার সানজিরাকে আলিপুর আদালতে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। |