বাড়ি ফেরা হল না ধর্ম দাসের |
অসুস্থ বাবার খবর যদি বা পেলেন, কিন্তু তাঁকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া যেতে পারলেন না ছেলেমেয়েরা। বছর পঞ্চান্নর এক ব্যক্তি মঙ্গলবার বসিরহাট প্ল্যাটফর্মে ট্রেন থেকে পড়ে চোট পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বসিরহাট মহকুমা হাসপাতালে। জ্ঞান না ফেরায় প্রাথমিক ভাবে ভদ্রলোকের পরিচয় জানা যায়নি। আনন্দবাজারে বেরিয়েছিল এই খবর। বৃহস্পতিবার যা চোখে পড়ে বসিরহাটের পানিতরের বাসিন্দা সুকুমার দাসের। তিনি চলে আসেন বসিরহাট হাসপাতালে। জানান, চিকিৎসাধীন ওই ব্যক্তি তাঁর বাবা ধর্ম দাস। তিনি বড় ছেলে।
ধর্মবাবুর মেজো ছেলে মাধব থাকেন বারাসতে। তাঁর সঙ্গে দেখা করতেই মঙ্গলবার পানিতরের বাড়ি থেকে বেরিয়েছিলেন ধর্মবাবু। পথে দুর্ঘটনা ঘটে। শুক্রবার সকালে মাধব এবং তাঁর বোন সুচিত্রা এসেছিলেন হাসপাতালে। কিন্তু বেলা ১১টা নাগাদ ছেলেমেয়েদের দিকে এক বার মাত্র তাকিয়ে চোখ বোজেন ধর্মবাবু। জ্ঞান আর খোলেনি। সুচিত্রা কান্নায় ভেঙে পড়ে বলেন, “অনেক খোঁজার পরে বাবার সন্ধান যদি বা পেলাম, কিন্তু তিনি আমাদের কাঁদিয়ে চলে গেলেন।” মাধব পেশায় রাজমিস্ত্রি। তিনি বলেন, “দাদার মেয়ে দিন কয়েক হল আমাদের বাড়িতে এসেছিল। তাকে নিয়ে যেতেই বেরিয়েছিলেন বাবা। কিন্তু আর খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পরে খবরের কাগজ পড়ে ওঁর সন্ধান মেলে। কিন্তু বাবাকে আর বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হল না। হাসপাতালের সুপার রঞ্জিত দাসের গলায় হতাশা। বললেন, “অনেক চেষ্টা করেও ওঁকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব হল না।”
|
ক্যানিংয়ে মদ্যপদের হাতে প্রহৃত হলেন সার্কাস-কর্মী |
সার্কাস ময়দানে বসে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক সার্কাস কর্মীকে বেধড়ক মারধর করল মদ্যপেরা। আহত ওই কর্মীর নাম বাপ্পা মুখোপাধ্যায়। শুক্রবার ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে ‘শো’ চলাকালীন হঠাৎই বেআইনি ভাবে সার্কাস ময়দানে ঢুকে পড়ে এক দল যুবক। সেখানে মদ খেতে শুরু করলে তাদের বাধা দেন সার্কাস কর্মীরা। এরপরেই হঠাৎ বাপ্পাকে মারধর করতে শুরু করে তারা। অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি।
|
সব্জির দাম না পেয়ে বসিরহাটের স্বরূপনগর ও শাঁকচুড়োয় পথ অবরোধ করলেন কৃষকেরা। শুক্রবার এর জেরে গাড়ি চলাচলে সমস্যা হয়। সারের কালোবাজারি রোখার পাশাপাশি আরও বেশ কিছু দাবি জানিয়েছেন অবরোধকারীরা। ন্যায্য দামে কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবিও উঠেছে। এ দিন রাস্তায় আলু, ধানের বস্তা ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করা হয়।
|
গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক কল্যাণচন্দ্র দাসকে মারধরের অভিযোগে তৃণমূলের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতেই স্বপন ভৌমিক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ধরা পড়েন দীনবন্ধু ঘোষ নামে এক তৃণমূল কর্মী।
|
সাইকেলে করে হেরোইন বিক্রি করতে যাওয়ার সময়ে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে জীবনতলার মাকালতলায়। পুলিশ জানায়, ধৃতদের নাম সরিদুল লস্কর এবং রাজু শেখ। ওই এলাকাতেই তাদের বাড়ি। তাদের কাছে ২৫ গ্রাম হেরোইন মিলেছে।
|
আগুনে পুড়ে গেল একটি গুদাম। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ, উত্তর ২৪ পরগনার দোলতলায়। বারাসত দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ দমকল জানাতে না পারলেও বিভিন্ন দাহ্য বস্তু কী ভাবে ওই গুদামে মজুত রাখা হয়েছিল, তা তারা খতিয়ে দেখছে। |