২৭ মার্চ: খড় বোঝাই লরিতে আগুন। বসতি থেকে দূরে লরি নিয়ে যেতে গিয়ে পুড়ে লরিচালকের মৃত্যু।
৫ এপ্রিল: অযোধ্যা পাহাড়ে হড়পা বানে ভেসে গিয়ে মৃত ৩।
১৬ মে: ছাতনার চাঁইতোড় গ্রামের কাছে বেসামাল বাস উল্টে মৃত ১২। জখম ৬০।
সীতারাম শিকারী
১০ জুন: এই প্রথম বীরহোড় সম্প্রদায়ের এক জন (সীতারাম শিকারী) কলেজে পা দিলেন।
২০ জুন: রেশন তুলতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন সুমন চট্টরাজ নামে যুবক। সোনামুখীর শালিনদীর কজওয়েতে ২ দিন পরে মিলল দেহ।
১৬ জুলাই: কোটশিলার হরতান গ্রামে এক অপহৃতকে উদ্ধার করতে গিয়ে পুলিশের সঙ্গে অপহরণকারীদের গুলির লড়াই। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু অপহৃতের ভাইপো’র।
২২ জুলাই: রঘুনাথপুরে পড়শির বাড়ি থেকে উদ্ধার বালিকার ব্যাগবন্দি দেহ। জনতার রোষে আহত এসডিপিও, ওসি-সহ পুলিশকর্মীরা।
১৯ সেপ্টেম্বর: পুরুলিয়ায় সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস।
১৬ সেপ্টেম্বর: সাঁওতালডিহিতে আরও দু’টি ইউনিট নির্মাণের ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর।
৯ ডিসেম্বর: আমরি-তে বলি কোতুলপুরের দেশড়া গ্রামের প্রাকৃতা পাল ও বাঁকুড়ার ভাদুলের সুপ্রিয় গুহ।
২৮ ডিসেম্বর: রঘুনাথপুরে জয়বালাজি প্রকল্প তৈরি না হওয়ায় জমি ফেরত চেয়ে পুরুলিয়ায় মিছিল জমিদাতাদের।


৪ ডিসেম্বর পুরুলিয়ার খুনটাঁড় থেকে ঘাটবেড়া পর্যন্ত পদযাত্রা তৃণমূলের।
প্রসঙ্গ মাওবাদী
৩০ জানুয়ারি: বারিকুলের সুতান গ্রামে সিপিএম কর্মী পরমেশ্বর মান্ডি খুন।
৩১ জানুয়ারি: বাঁকুড়া পুলিশ লাইনে আত্মসমর্পণ করলেন মাওবাদীদের রানিবাঁধ স্কোয়াডের সদস্য মালিনী হাঁসদা, সুজয় ওরফে বাবুরাম মুর্মু ও ধীরেন সোরেন।
১১ মার্চ: অযোধ্যা পাহাড়ের ছত্রাজেরা গ্রাম লাগোয়া পড়াশিবন থেকে মাটি খুঁড়ে পার্থ-সৌম্যজিতের দেহ উদ্ধার।
৩ সেপ্টেম্বর: শান্তির লক্ষ্যে বলরামপুরের পাথরবাঁধ ময়দানে জঙ্গলমহল কাপের উদ্বোধন।
৩ নভেম্বর: বলরামপুরের ঘাটবেড়া গ্রামে তৃণমূল নেতা জিতু সিংহ সর্দার খুন মাওবাদীদের হাতে।
শ্বশুরবাড়িতে জাগরী বাস্কে
৬ নভেম্বর: পুরুলিয়া পুলিশ সুপারের অফিসে আত্মসমর্পণ মাওবাদী সেকশন কমান্ডার দুর্যোধন রাজোয়াড় ও তাঁর স্ত্রী আকরি সহিসের।
১৪ নভেম্বর: বলরামপুরের খুনটাঁড় গ্রামে মাওবাদীদের হাতে খুন তৃণমূল কর্মী অজিত সিংহ সর্দার ও তাঁর ছেলে বাকু সিংহ সর্দার। ফেরার পথে যৌথবাহিনীর গুলিতে মাওবাদী স্কোয়াড সদস্য বিদ্যুৎ সিংহ সর্দার ও সুবল মাহাতোর মৃত্যু।
২০ নভেম্বর: পুরুলিয়া পুলিশ সুপারের অফিসে আত্মসমর্পণ মাওবাদী স্কোয়াড সদস্য রবি মান্ডির।
১ ডিসেম্বর: বাবার মত্যুর খবর পেয়ে রানিবাঁধের মিঠাআম গ্রামে যান আত্মসমর্পণকারী মাওবাদী নেতা রাজারাম সোরেন, জাগরী বাস্কে ও শিশুপুত্র বাহাদুর।
হাতি-পর্ব
৪ মার্চ: দুঃসহ গরমে জঙ্গলে জলাভাব। বিষ্ণুপুর বনাঞ্চলের বেলশুলিয়া গ্রামে সব্জিখেতে কীটনাশক মেশানো ‘বিষ জল’ খেয়ে হাতির মৃত্যু।
২৪ এপ্রিল: জয়পুরের মাচানতলা জঙ্গলে ঝুলে পড়া বিদ্যুতের হাই টেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক দাঁতালের।
১৯ আগস্ট: স্রোতে ভাসা হাতির বাচ্চাকে দ্বারকেশ্বর নদ থেকে টেনে তুললেন জয়পুরের গ্রামবাসীরা। কিন্তু তাকে ফিরিয়ে নিল না দল। জলদাপাড়ায় সৎমায়ের কাছে পাঠানো হয় শিশু হাতি ‘দ্বারকেশ্বর’কে।
৩০ নভেম্বর: বাঘমুণ্ডিতেও কুয়োয় পড়ে যাওয়া হস্তি শাবককে ফিরিয়ে নিল না দল।

রাজনীতি ও হিংসা
২৬ ফেব্রুয়ারি: পাত্রসায়রের মৌকুচি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী জগন্নাথ বাগদি খুন।
৭ মে: নির্বাচন কমিশনের উদ্যোগ সত্বেও পাড়া বিধানসভা কেন্দ্রের ৫৯ বুথে ভোট দিতে এলেন না নতুনডি গ্রামের মহিলারা।
১০ মে: নজিরবিহীন নিরাপত্তায় জঙ্গলমহলে শান্তির নির্বাচন।
১৩ মে: লালমাটিতে ফুটল সবুজ ঘাস। তৃণমূল ও কংগ্রেস পেল পুরুলিয়ায় ৯টি’র মধ্যে ৭টি এবং বাঁকুড়ায় ১২টির মধ্যে ৯টি।
১৫ মে: তালড্যাংরার সিপিএম নেতা শালতোড়া লোকাল কমিটির সম্পাদক অজিত লোহারকে পিটিয়ে খুন। জখম আরও এক সিপিএম নেতা সমীর নাগ।
১২ জুন: পিটিয়ে মারা হয় কোতুলপুরের সাইমনি গ্রামে সিপিএম নেতা অলক বেওড়াকে। অভিযুক্ত তৃণমূল।
২৬ জুন: বিষ্ণুপুর থানার জন্তা গ্রামে সিপিএম নেতা সীতারাম কুণ্ডুকে পিটিয়ে খুন। বাড়িতে এসে সমবেদনা জানান সূর্যকান্ত মিশ্র।
১৩ জুলাই: বাঁকুড়ার সারেঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হয়।
৩০ অক্টোবর: জয়পুর থানার হিজলডিহা গ্রামে সিপিএম কর্মী বলরাম সিংহ খুন। আহত ৬। পরে ঘটনাস্থলে সভা করেন সূর্যকান্ত মিশ্র।
— অস্ত্র উদ্ধার: রাজ্যের পালাবদলের পরে কোতুলপুর, জয়পুর, তালড্যাংরা, রানিবাঁধ, পাত্রসায়র ও ইন্দাসের বিভিন্ন এলাকা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার চলে কয়েক মাস।
— মন্ত্রীত্ব লাভ: তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যাম মুখোপাধ্যায় হন আবাসন মন্ত্রী। পুরুলিয়ার জেলা সভাপতি শান্তিরাম মাহাতো হন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী।
১১ নভেম্বর: মিনি সচিবালয় তুলে এনে পুরুলিয়া ও বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।
বিদ্রোহিণী

প্রচ্ছদ
২৮ জুন: বাড়ির মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে ভাঙল তিন নাবালিকা সঙ্গীতা বাউরি, ববি রাজোয়াড় ও গায়ত্রী রাজোয়াড়।
১৭ অগস্ট: বাল্য বিবাহ নিয়ে ইউনিসেফের রিপোর্টে বিদ্রোহিনী বীণা কালিন্দী’র ছবি দিয়ে প্রচ্ছদ।
৫ ডিসেম্বর: রাষ্ট্রপতির সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ পুরুলিয়ার পাঁচ বিদ্রোহিণীর।
২৩ ডিসেম্বর: বিষ্ণুপুর মেলায় সাহসিকতার কাহিনী শোনাল বীণা কালিন্দীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.