২৪ জুলাই: চুরি করার অভিযোগে প্রকাশ্যে তিন জন মহিলাকে কান ধরে ওঠবোস করান রামপুরহাট পুরসভার তৃণমূলের উপপুরপ্রধান আব্বাস হোসেন।
২৯ জুলাই: ২০১০ সালে সিউড়ির বাসিন্দা অঞ্জলি গোস্বামীকে খুনের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সিউড়ি আদালত এই নির্দেশ দেয়।
৩ অগস্ট: রামপুরহাটের ব্যবসায়ী শ্রীকুমার ভকত অপহরণ। এক দিন পরে ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানা এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
২৯ সেপ্টেম্বর: দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের সিপিএম সদস্য সুনীল হেমব্রম দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। এই দিনেই অজয় নদে তাঁর দেহ মেলে।
১ নভেম্বর: কালীপুজোর বিসর্জনের সময়ে সিউড়ির একটি সরকারি হোমে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
১২ নভেম্বর: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম জেলা সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে জেলায় বামফ্রন্ট তিনটি, কংগ্রেস দু’টি ও তৃণমূল ছ’টি আসন পায়।
১৪ নভেম্বর: নানুরের সুচপুর গ্রামে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মারা যান জেলা পুলিশের সাবইনস্পেক্টর নওনেহাল মির্জা।
১৫ নভেম্বর: তারাপীঠে সন্ধ্যায় দ্বারকা সেতুর উপরে ভর সন্ধ্যায় খুন হন কৃষ্ণনগরের যুবক।

মোতাহার হোসেন

বরুণ দাস
২১ নভেম্বর: মুরারইয়ের চার বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কংগ্রেসের মোতাহার হোসেন মারা যান।
৩০ নভেম্বর: খয়রাশোল থানার তারাপুর গ্রামের বাসিন্দা মাওবাদী বরুণ দাস জেলা পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।
২০-২২ ডিসেম্বর: খোলামুখ কয়লাখনির জন্য ডিভিসি-এমটারকে এক সঙ্গে জমি কেনার দাবি বাসিন্দারা আটক করেন মাটি কাটার যন্ত্র।
২৫ ডিসেম্বর: ময়ূরেশ্বর থানার মল্লারপুরে রেশনে কম মাল দেওয়ার অভিযোগে ওই রেশনের দোকানে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা।


দুবরাজপুরে হিংলো নদীর মাঝ বরাবর এ ভাবে মাটি ফেলে
রাস্তা করার অভিযোগ ওঠে ডিভিসি-এমটার বিরুদ্ধে।

মন্ত্রীত্ব লাভ
চন্দ্রনাথ সিংহ প্রথমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর পেলেন। পরে দফতর বদলে পরিসংখ্যান
ও পরিকল্পনা রূপায়ণ দফতর পান। নূরে আলম চৌধুরী হলেন প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী।
প্রসঙ্গ বিশ্বভারতী
২৬ জানুয়ারি: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেখানে রেল বিভাগের র্যালিতে বিশ্বভারতীর ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা যোগ দিয়েছিলেন।
১২ ফেব্রুয়ারি: বিশিষ্ট চিত্রকর শান্তিনিকেতনের দিনকর কৌশিক প্রয়াত হন।
১৩ জুলাই: শান্তিনিকেতনে প্রাচীর তোলা নিয়ে মুখ খোলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
১৯ জুলাই: বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে অবসর নেন রজতকান্ত রায়।
২৯ সেপ্টেম্বর: বিশ্বভারতীর উপাচার্য হিসেবে কাজে যোগ দেন সুশান্ত দত্তগুপ্ত।
২৯ নভেম্বর: রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের বিশ্বভারতী সফর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.