|
|
জানুয়ারি |
• বহরমপুর মানসিক হাসপাতালের ১৩ জন রোগীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে এক জনের কমিটি’র সদস্য হিসেবে রাজ্য স্বাস্থ্য দফতরের সহ-অধিকর্তা বিআর শতপতি (প্রশাসন, হাসপাতাল) বহরমপুরে আসেন। অপুষ্টি, ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত এক মাসে ওই রোগীদের মৃত্যু হয়।
• কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে লরি দুর্ঘটনায় মৃত্যু হয় মুর্শিদাবাদের ৪ জন শ্রমিকের। এদের সকলেরই বাড়ি জলঙ্গি থানার বিভিন্ন গ্রামে। ওই ঘটনায় জখম হন আরও ৮ জন শ্রমিক।
• প্রহরীহীন রেলগেট পার হওয়ার সময়ে ফরাক্কা-আজিমগঞ্জ শাখার বাসুদেবপুর হল্ট স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় দুই মোটর বাইক আরোহীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। |
ফেব্রুয়ারি |
• এক করাত কলের মালিকের কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে বাদকুল্লা গ্রুপ ইলেকট্রিক সাপ্লাইয়ের স্টেশন সুপার কৃষ্ণকান্ত মুখোপাধ্যায়ের এক বছর সশ্রম কারাদণ্ড হয়েছে।
• রেল বাজেটে সাগরদিঘি-হাওড়া পর্যন্ত একটি এক্সপ্রেস ও জঙ্গিপুর থেকে শিয়ালদহ পর্যন্ত একটি ডিএমইউ নতুন ট্রেন চালুর ঘোষণা হয়।
• বৃদ্ধ ও অসুস্থ বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের দায়ে তেহট্ট থানার চকবিহারি গ্রামের স্বপন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন তেহট্ট ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক।
• নবদ্বীপের বাবলারি পঞ্চায়েতের ইন্ডিয়ান অয়েলের একটি গ্যাস গুদাম থেকে ১৭১টি ফাঁকা সিলিন্ডার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। |
মার্চ |
• সরকারি সম্পত্তি বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রানিনগর থানার এক সময়ের ওসি পবিত্র মিত্র মুস্তাফি’র জেল হাজত হয়েছে।
• সাত বছরের ছোট্ট সুজাতা সর্দারের। তার আগেই স্কুলের পাশে মাঠের উপর পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তার। শান্তিপুর থানার মেতিডাঙা গ্রামের ওই ঘটনায় এলাকাবাসী শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে তালা বন্দি করে বিক্ষোভ দেখান।
• ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাজিতপুর চরে ফসল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে কুপিয়ে খুনের চেষ্টা হয় জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এআসআই মহম্মদ সিরাজুদ্দিনকে।
• চালকের কানে মোবাইল। ছুটন্ত বাস উল্টে মৃত ৪। সালারের ঘটনা। |
এপ্রিল |
বিধানসভা নির্বাচনে বাম বিরোধীদের বিপুল জয়। |
খোশমেজাজে অধীর। |
|
• বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুর্শিদাবাদের চারটি আসনে নির্দল প্রার্থী দাঁড়ান বহরমপুরের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অনুগামীরা। ওই প্রার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দেয় কংগ্রেস হাইকমান্ড। ওই হুঁশিয়ারিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ সভাপতি অধীর চৌধুরী। তিনি প্রচারও শুরু করেন ওই প্রার্থীদের হয়ে। সারা রাজ্যে তৃণমূল ও কংগ্রেস জোট তৈরি হলেও মুর্শিদাবাদে সেই জোটে গোঁজ আলোড়ন ফেলে দেয়।
• সাগরদিঘির প্রত্যন্ত গ্রাম পয়াশাবাদে মিলল কষ্টিপাথরের উপরে খোদাই করা গণেশ মূর্তি এবং ভগ্নপ্রস্তর থালা ও মূর্তি।
• বিধানসভা নির্বাচনে ১৭টি আসনের মধ্যে মাত্র তিনটিতে জয়ী সিপিএম। |
মে |
• মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস একক ভাবে ১৪টি আসনে জয়লাভ করেছে, যা সারা রাজ্যে কংগ্রেসের জয়ী ৪২টি আসনের এক তৃতীয়াংশ। অন্য দিকে তৃণমূল ৪টি আসনে লড়ে মাত্র ১টি আসনে জয়ী হয়েছে। এ জেলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কোনও ‘জোট’ না হওয়ায় শেষ পর্যন্ত বামফ্রন্ট প্রার্থীরা জয়লাভ করেছে ৭টি আসনে। তার মধ্যে সিপিএম ৫, আরএসপি ১ এবং সমাজবাদী পার্টি ১টি আসনে জয়ী হয়েছে।
• শিলাবৃষ্টিতে ফসল নষ্টের পরে আত্মঘাতী চাষি। বড়ঞার ঘটনা।
• বেলডাঙা থানার কাপাসডাঙায় পিতা ও পুত্র দুই সিপিএম সমর্থককে ঘরে আগুন লাগিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। |
জুন |
বার্ড-ফ্লুর পরে এলাকার মানুষকে সচেতন করতে পথে নামেন ইমামরাও। |
• বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৫ থেকে ১৪ পৌঁছে যাওয়ায় মুর্শিদাবাদ জেলাপরিষদের ৯টি স্থায়ী সমিতিতেই সংখ্যালঘু হয়ে পড়েছে বামফ্রন্ট। এই মুহূর্তে জেলাপরিষদের অর্থ স্থায়ী সমিতি ছাড়া বাকি ৯টি স্থায়ী সমিতিতে বামফ্রন্ট সংখ্যালঘু। ৯টি স্থায়ী সমিতির মোট ১০৮ জন সদস্যের মধ্যে বর্তমানে কংগ্রেসের সদস্য সংখ্যা ৫৬ জন। অন্য দিকে বামফ্রন্টের মোট সদস্য ৫২ জন। অভিযোগ উঠেছে, জেলা পরিষদের এই অবস্থার জন্য জেলার অনেক কাজই আটকে পড়ে রয়েছে। কোথাও আটকে রয়েছে রাস্তার কাজও। মানুষজন দুর্ভোগে পড়েছেন।
• সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন স্বামী। মুরুটিয়া থানার জোতদর্পনারায়ণপুর গ্রামের ঘটনা। |
জুলাই |
• কলকাতার বিসি রায় হাসপাতালের পরে মুর্শিদাবাদ জেলার দুটি হাসপাতালে ৪৮ ঘন্টায় ২৪ জন শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে বহরমপুরের জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে ১৩ জন ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৯ জন শিশু-সহ মোট ২৪ জন। তদন্তে আসেন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।
• নবদ্বীপের বাসিন্দা পবিত্র সাহা নামে এক বস্ত্র ব্যবসায়ীর স্ত্রী ও দুই সন্তান আত্মঘাতী হন এক সঙ্গে। বড় ছেলের স্ত্রী ও তাঁর বাবাকে গ্রেফতার করে পুলিশ।
• স্ত্রীকে নিগ্রহের অভিযোগে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক প্রসূন কুমার চট্টোপাধ্যায়ের জেল হাজত হয়। তাঁর মা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। |
অগস্ট |
• সাড়ে আট মাস ধরে বকেয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকা না পাওয়ায় সরবরাহকারী সংস্থা সেটুকুও বন্ধ করে দেয়। ফলে অনাহারের মুখে পড়েন ধুবুলিয়ার ডা. বিধানচন্দ্র রায় যক্ষা স্বাস্থ্য নিবাসের ধুবুলিয়া যক্ষা হাসপাতালের চুয়াল্লিশ জন রোগী।
• সুতিতে বন্যায় ভাসল বহু গ্রাম।
• পুলিশের অত্যাচারে আত্মঘাতী এক মহিলা। ঘটনার জেরে পাঁচ পুলিশ কর্মীকে বরখাস্ত করে জেলা পুলিশ প্রশাসন। কান্দির ঘটনা।
• কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে প্রসূতির পেট চিরে চিকিৎসক বললেনবাচ্চা নয়, পেটের ভেতরে ছিল হাওয়া। কয়েক দিন পরেই অবশ্য ওই প্রসূতির পেট থেকে বেরিয়ে এল মৃত ভ্রূণ। বরখাস্ত করা হয় ওই চিকিৎসককে। |
সেপ্টেম্বর |
• ছাত্রকে ‘শাসন’ করার জন্য বেলডাঙার রামেশ্বরপুর স্কুলের মধ্যে ঢুকে প্রধান শিক্ষককে প্রহৃত করার অভিযোগে অষ্টম শ্রেণির এক ছাত্রের পরিবারের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
• নয়া চুক্তি অনুযায়ী শ্রমিকদের হাজার প্রতি বিড়ি বাঁধাইয়ের মজুরি ধার্য হয়েছে ৭৫ টাকা। বর্তমানে ওই মজুরি রয়েছে ৫৫ টাকা।
• সুতি থানার মালোপাড়া গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন ওসি সুরজিৎ সাধুখা।
• প্রকাশ্যে তেহট্টের বেতাই বাজারের মধ্যে এক যুবককে খুন করল দুষ্কৃতীরা।
• বার্ড-ফ্লু থাবা বসালো তেহট্ট-১ ব্লকের বেতাই ও পুঁটিমারি গ্রামে।
• বার্ড-ফ্লু নিয়ে গ্রামবাসীদের সচেতন করেন সলুয়া গ্রামের ইমাম-সহ অন্য মসজিদের মৌলবিরা। |
অক্টোবর |
• বহরমপুরের খাগড়া পাউন্ড রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের সুবর্ণজয়ন্তী বর্ষে আড়াই কিলো ওজনের সোনার প্রতিমা তৈরি করে।
• দাদাকে কুপিয়ে শেষ পর্যন্ত ট্রেনে আত্মঘাতী হল ভাই গৌতম দাস (৩২)। বাড়ি আইসবাগে।
• বেলডাঙা থানার সারগাছি বাজারের কাছে একটি বাড়িতে ঢুকে ও বাড়ির নিচের তলায় তিনটে সোনার দোকানে ডাকাতি করে এক দল দুষ্কৃতী। ডাকাত দল সংখ্যায় ১৫ জন ছিল।
• দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় গণ্ডগোলের জেরে পুলিশের গুলিতে মৃত্যু হল এক কংগ্রেস নেত্রীর। বরখাস্ত হয় তিন পুলিশ কর্মীকে। • শান্তিপুরের ঘোড়ালিয়ায় আচমকা হানা দিয়ে ২১ লক্ষ টাকা লুঠ করে নিয়ে যায় ডাকাত দল। |
নভেম্বর |
লালবাগের স্বাস্থ্যকর্মীদের অসতর্কতার শিকার হয়েছেন শিখা বিবি। |
• সন্তান প্রসবের পরে প্রসূতি শিখা বিবি নামে এক মহিলাকে পরিস্কার করানোর সময়ে জীবাণুনাশকের বদলে অ্যাসিড ব্যবহারের অভিযোগে শ্যামলী কর্মকার নামে এক নার্সকে সাময়িক বরখাস্ত করে রাজ্য স্বাস্থ্য দফতর। পরে দুই কমিটির সদস্য দল তদন্তে লালবাগ হাসপাতালে পৌঁছান। ওই ঘটনায় মূল অভিযুক্ত আয়াকে গ্রেফতার করে পুলিশ।
• স্কুলগুলিতে শিক্ষকদের মূল্যায়ন করবে ছাত্ররা। শিক্ষকদের স্কুলে আসা, পড়ানো থেকে গৃহশিক্ষকতাসব কিছুরই উপরেই হবে ওই মূল্যায়ন। ফাঁকিবাজ শিক্ষকদের কর্তব্যনিষ্ঠ করতে আইন করবে রাজ্যঅরঙ্গাবাদে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
• শান্তিপুরের জোড়া সিপিএম কর্মী খুনে অভিযুক্ত বিচারাধীন ৭ জনকে মুক্তি দিল সরকার। |
ডিসেম্বর |
লালবাগে পর্যটকদের গাড়ি সামান্য
অসতর্কতায় ডুবে গেল ভাগীরথীতে। |
একা হয়ে গেল
শ্রেয়া মজুমদার। |
|
• বাড়িতে না পেয়ে ‘অভিযুক্ত’-এর স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে থানা লক-আপে মারধরের অভিযোগে হরিহরপাড়া থানার ওসি, এক জন এএসআই-সহ ৫ জন পুলিশ কর্মীকে ‘ক্লোজ’ করেছে জেলা পুলিশ প্রশাসন।
• চার মাওবাদী যুবক থানায় আত্মসমর্পণ করেন।
• ভয়কে জয় করে মুর্শিদাবাদে নির্বিঘ্ন কলেজ ভোট। ১৫টি কলেজের মধ্যে ৯টিতে ছাত্রপরিষদ, ৬টিতে বামমোর্চা জয়লাভ করে।
• সিপিএম জেলা সম্মেলনে পঞ্চমবার সিপিএমের নদিয়া জেলা সম্পাদক নির্বাচিত হলেন আশু ঘোষ।
• মাওবাদী নেতা তাজেম শেখ গ্রেফতার।
• কাশিমবাজারে পিকনিক করতে গিয়ে সহকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার রেলপুলিশের ওসি বিশ্বজিৎ সাউকে। |
|