ফিরে দেখা ২০১১
৫ ও ৬ জানুয়ারি। কেতুগ্রামের কান্দরায় জনবহুল রাস্তায় খুন হন দুই ভাই তাপস সাহা ও অমৃতচরণ সাহা। মঙ্গলকোটের ব্রহ্মপুর গ্রামে জিভ ও কান কেটে তৃণমূল কর্মী দিলীপ ঘোষ (৪৭) খুন। পরের দিন তিনটি দেহ নিয়ে কলকাতায় মিছিল করে তৃণমূল।
১৪ জানুয়ারি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কেতুগ্রামের শ্রীপুর গ্রামে শুকুর মোল্লা খুন।

২১ জানুয়ারি। বছর বারোর চেষ্টায় ভোটার তালিকায় নাম উঠল কুলটির ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমের আবাসিকদের।
২৪ জানুয়ারি। রাধারানি স্টেডিয়ামে কচিকাঁচাদের ক্রিকেট শেখালেন কোচ ডেভ হোয়াটমোর।
২৯ জানুয়ারি। ইস্কো স্টিল প্ল্যান্টের সীমানা প্রাচীর তোলা নিয়ে ধুন্ধুমার। পুলিশের লাঠি, গুলি, গ্যাস।
৫ ফেব্রুয়ারি। মঙ্গলকোটে মিলল ৪০০ বোমা, মশলা, আগ্নেয়াস্ত্র।
৭ ফেব্রুয়ারি। বেআইনি অস্ত্র উদ্ধারে যাওয়া পুলিশকে লক্ষ করে লাগাতার বোমাবাজি।
১০ ফেব্রুয়ারি। আউশগ্রামের ভাল্কিতে জলবিভাজিকা প্রকল্প দেখে গেলেন কলকাতায় তদানীন্তন মার্কিন কনসাল জেনারেল বেথ পেন।
১৬ ফেব্রুয়ারি। লাউদোহায় তৃণমূলের শেখ খোকন ও শেখ কামাল খুন, অভিযুক্ত সিপিএম আশ্রিত মাফিয়া শেখ আমিন।
২১ ফেব্রুয়ারি। দুই তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত কয়লা মাফিয়া শেখ আমিন ও তার সাগরেদ শেখ সাজাহান ধৃত মাধাইগঞ্জে।
২৬ ফেব্রুযারি। ‘ডাইনি’ অপবাদে গ্রামছাড়া বুধিন মুর্মু নামে এক বধূ।
২৭ ফেব্রুয়ারি। কেতুগ্রামের খাসপুরে তৃণমূল নেতা জাহির শেখের পাম্পঘর থেকে হাতকামান, মাস্কেট-দেশি বন্দুক-পিস্তল, কার্তুজ ও বোমা উদ্ধার।
ক্ষণিকের অতিথি

৩ মার্চ বর্ধমানের বিজয়ানন্দ বিহারে শিবপুজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল এম কে নারায়ণন।
৫ মার্চ। ইতিহাসের খোঁজে মঙ্গলকোটে খননকার্য শুরু করল রাজ্য সরকারের ‘সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিং’।
১৪ মার্চ। বেঙ্গালুরু থেকে গ্রেফতার মঙ্গলকোটের ‘ত্রাস’, সিপিএম নেতা ডাবলু আনসারি।
২৯ মার্চ। সাঁইথিয়ার রেল দুর্ঘটনায় বর্ধমান মেডিক্যালে আহতদের ঢল।
৪ এপ্রিল। জামুড়িয়ায় দলের প্রার্থীর সঙ্গে প্রচারে গিয়ে সিপিএম আশ্রিত কয়লা মাফিয়া দিনু বাউরির গাড়ির ধাক্কায় নিহত তৃণমূল নেতা রবিন কাজি। পরের দিন এলাকায় গিয়ে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
১০ মে। পানাগড়-মোরগ্রাম সড়কে গাড়িতে লরির ধাক্কায় মৃত তিন মহিলা ও দুই শিশু-সহ সাত।

অস্তে গেল বাম
১৪ মে। বর্ধমান উত্তর কেন্দ্রে বিপুল ব্যবধানে হারলেন প্রাক্তন শিল্পমন্ত্রী, সিপিএমের পলিটবুরো সদস্য নিরুপম সেন। তার ধাক্কায় ডিসেম্বরে সিপিএমের বিভিন্ন কমিটি থেকে বাদ ১৭ নেতা।
১৮ মে। প্রায় ১৫ বছর একটানা ক্ষমতায় থাকার পরে এডিডিএ ছাড়তে বাধ্য হলেন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী।
২০ মে। রাজ্যে প্রথম মন্ত্রী পেল আসানসোল। আইন ও বিচারমন্ত্রী হলেন মলয় ঘটক।
 
২ জুন। আসানসোলে প্রকাশ্য দিবালোকে এক সঙ্গী-সহ খুন লোহা মাফিয়া রামলক্ষ্মণ যাদব।
৫ জুন। বর্ধমানের সরাইটিকরে দুর্নীতির অভিযোগে কোমরে দড়ি দিয়ে গ্রাম ঘোরানো হল পঞ্চায়েত সদস্যদের।
২৪ জুন। ডাক্তার না থাকায় প্রসূতি দুর্গা বৈরাগ্যকে কাটোয়া হাসপাতালে পাঠায় অগ্রদ্বীপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পথে কাটোয়া স্টেশনের ওভারব্রিজেই ভূমিষ্ঠ সন্তান।
২৭ জুন। বেহাল পাণ্ডবেশ্বর-দুর্গাপুর রাস্তায় স্কুলবাসের ঝাঁকুনিতে ছিটকে পড়ে চাকায় পিষে মৃত্যু চতুর্থ শ্রেণির ছাত্রী, উখড়ার করুণা সিংহ।
৩ জুলাই। গ্রেফতার হল কয়লা মাফিয়া রাজু ঝা।
১৩ জুলাই। রুগ্ণ রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবলস কারখানা পরিদর্শনে অর্ডিন্যান্স ফ্যাকট্রি বোর্ডের বিশেষজ্ঞ। দল। কারখানাটি গৃহীত হয় পরে।
১৬ জুলাই। ছাই ধসে অন্ডালের পরাশকোলে তলিয়ে গেলেন ছেলেমেয়ে-সহ দুই বাবা।
১৮ জুলাই। বর্ধমান মেডিক্যালে শিশু বিভাগে আগুন। আতঙ্কে শিশুদের নিয়ে ওয়ার্ড ছাড়লেন বাড়ির লোক।
৩০ জুলাই। অস্ত্র উদ্ধারে গিয়ে তৃণমূলের গুলির মুখে পুলিশ। মঙ্গলকোটের ‘নতুন ত্রাস’ হিসেবে উঠে এল তৃণমূল-ঘনিষ্ঠ আজাদ মুন্সীর নাম।
৫ অগস্ট। সিপিএম নেতা ডাবলু আনসারি গ্রামে ফিরতে গেলে বোমা ফেটে মঙ্গলকোটে দুই তৃণমূল কর্মীর মৃত্যু।
২০ অগস্ট। কেতুগ্রামের তৃণমূল নেতা সাউদ মিঞার ভাইকে গ্রেফতার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ।
২৩ অগস্ট। দুর্গাপুরে নব সাজে ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনের উদ্বোধনে প্রদর্শনী ম্যাচে সিকিম ইউনাইটেডের কাছে এক গোল খেয়ে হারল ইস্টবেঙ্গল।
২৭ অগস্ট। কাটোয়ার গুসুম্ব গ্রামে ‘নিখোঁজ’ কংগ্রেস কর্মী নিমাই সাহা। পাল্টা হামলায় খুন সিপিএমের নারায়ণ দাস।
২৭ অগস্ট। জামুড়িয়ার খাসকেন্দায় সিপিএম-তৃণমূল সংঘর্ষে গুলিতে নিহত ডিওয়াইএফ কর্মী ভীমরাজ তিওয়ারি। পুলিশের গাড়ি ভাঙচুর।
১ সেপ্টেম্বর। চালু হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অজয় নন্দ।
২ সেপ্টেম্বর। ভাতারের বড়পোষলা মোড়ে বাস-ম্যাটাডর সংঘর্ষে মৃত আট।
৬ সেপ্টেম্বর। আসানসোলে নিষিদ্ধ করা হল প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগ। সেই দিনই দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর জেরে বর্ধমানের মেহেদিবাগানে পোড়ানো হল বাস।

১৫ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় চত্বরে মার ফেয়ে অনশনে আধিকারিক তথা গায়ক শুভপ্রসাদ নন্দী মজুমদার। প্রতিবাদ অসম, ত্রিপুরা এমনকী বাংলাদেশেও।
২৬ সেপ্টেম্বর। রেললাইনে ফাটল দেখে ট্রেন বাঁচাল দুই ভাই, পাঁচ বছরের শুভঙ্কর ও চার বছরের রাজু বিশ্বাস।
১ অক্টোবর। পুজোর খরচ বাঁচিয়ে ক্যানসার আক্রান্ত দশম শ্রেণির পিঙ্কি মণ্ডলকে টাকা দিল সহপাঠীরা।
১৮ অক্টোবর। বোমার মশলা বিক্রি ও তোলাবাজির অভিযোগে কেতুগ্রামে ধৃত তৃণমূল নেতা জাহের শেখ।
১৯ অক্টোবর। কলকাতায় অস্ত্র-সহ ধৃত আসানসোলের কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল।
৬ নভেম্বর। মদ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে গ্রেফতার কুলটির শিল্পপতি কল্লোল মুখোপাধ্যায় ও তাঁর ছেলে কৃপাণ মুখোপাধ্যায়।

৯ নভেম্বর।
বর্ধমানের আনজিরবাগানে স্কুলছাত্রকে পিষে মারল বারাণসী থেকে আসা এক হাতি ‘আনারকলি’।
১৯ নভেম্বর। সর্বভারতীয় যুব কংগ্রেসের সচিব হলেন কুলটির মেয়ে ইন্দ্রানী মিশ্র। রাজ্য থেকে এক মাত্র।
২০ নভেম্বর। কাটোয়ায় তৃণমূলের সভামঞ্চে মন্ত্রী চন্দ্রনাথ সিংহের পাশেই দেখা গেল খুনে অভিযুক্ত সাউদ মিঞাকে।
২১ নভেম্বর। ভাতারের বেরেন্ডা গ্রামে আত্মঘাতী চাষি। সহায়ক মূল্যে ধান বিক্রি করতে না পেরে এই নিয়ে তিন চাষির মৃত্যু হল বলে অভিযোগ।
৭ ডিসেম্বর। বকেয়ার দাবিতে ইসিএল কয়লা না দেওয়ায় চিনাকুড়িতে ডিপিএসসি-র বিদ্যুৎ উৎপাদন বন্ধ। বেশ কিছু খনি ও লাগোয়া আবাসনে সরবরাহ বিচ্ছিন্ন করল ডিপিএসসি। হাইকোর্টের নির্দেশে জট কাটল।
৯ ডিসেম্বর। আমরিতে মৃত বর্ধমানের অনিমা সেন নিয়োগী, পূর্বস্থলীর লীলা সাহা, রূপনারায়ণপুরের জ্যোতিষচন্দ্র পণ্ডিত, বারাবনির প্রশান্ত ঘোষ, পাণ্ডবেশ্বরের ধর্মেশ্বর সোমণ্ডল, দুর্গাপুরের তুষারকান্তি বন্দ্যোপাধ্যায় ও শেখ রহমতুল্লা, অন্ডালের স্বপন মাহান্তি, নিয়ামতপুরের বাণী শর্মা।
৩০ ডিসেম্বর। জামুড়িয়ার বেসরকারি স্কুলে মেরে নার্সারির ছাত্রীর মাথা ফাটিয়ে দেওয়ায় অভিযুক্ত শিক্ষিকা, সিপিএম বিধায়ক জাহানারা খান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.