l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সংসদকে খাটো করা নয়, মানল সব দলই
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
লোকপাল বিলের প্রশ্নে সংসদকে পাশ কাটিয়ে কোনও কিছুই করা হবে না বলে স্পষ্ট করে দিল কেন্দ্র। আজ সর্বদল বৈঠকেও সকলেই মেনে নিলেন সে কথা। তাই অণ্ণা হজারে শিবিরের দাবি অনুযায়ী, জন লোকপাল বিল স্থায়ী কমিটিতে না পাঠিয়ে এই মাসের মধ্যেই সরাসরি সংসদে পাশ করানো যে সম্ভব নয়, সেটাও তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় সরকারের তরফে। যা মানতে চাননি অণ্ণার প্রতিনিধিরা। ফলে দিনভর দফায় দফায় আলোচনার পরেও রফাসূত্র অধরাই রইল। শুধু তা-ই নয়, রাতে সরকার ও অণ্ণা শিবিরের বৈঠকের পর পরিস্থিতি তিক্ততাতেও গড়াল। সেটা এতটাই যে অণ্ণা শিবিরের তরফে অভিযোগ করা হল, রাতারাতি বদলে গিয়েছে সরকারের আচরণ। স্বয়ং অণ্ণার কথায়, সরকারের আসল ‘স্বৈরাচারী’ মুখটা বেরিয়ে পড়েছে। এমনকী, অণ্ণার শরীর নিয়েও সরকার আর মাথা ঘামাতে রাজি নয় বলে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এর কিছু ক্ষণের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সাংবাদিকদের জানান, তাঁরা অণ্ণার শরীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন।
বিস্তারিত...
অণ্ণা-শিবিরের অভিযোগ ওড়ালেন প্রণব
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
অণ্ণার স্বাস্থ্য নিয়ে মাঝরাতে চাপানউতোর। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সেরে রামলীলা ময়দানে এসে অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করলেন, সরকার বলছে, অণ্ণার শারীরিক অবস্থা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। এর কয়েক মিনিটের মধ্যেই সেই অভিযোগ উড়িয়ে দিয়ে খোদ প্রণববাবু সংবাদমাধ্যমকে জানালেন, অণ্ণার স্বাস্থ্য নিয়ে সরকার ঘোরতর উদ্বিগ্ন। অণ্ণার অনশন আজ ৯ দিনে পড়ল। তাঁর দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ফলে বুধবার রাতে সরকার এবং টিম-অণ্ণার আলোচনা থমকে যাওয়ায় অণ্ণার স্বাস্থ্য নিয়ে স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়। অণ্ণা নিজে অবশ্য এ দিন রাতে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, তিনি সম্পূর্ণ সুস্থ, তাঁর রক্তচাপও স্বাভাবিক রয়েছে। এখনও চাইলে দু’কিলোমিটার দৌড়তে পারেন। আরও অন্তত ৯ দিন অনশন করাটা কোনও সমস্যাই নয়। কিন্তু দিনভর দফায় দফায় তাঁকে পরীক্ষা করা চিকিৎসকরা এতটা নিশ্চিন্ত নন। তাঁদের বক্তব্য, এ ক’দিনের অনশনে অণ্ণার ওজন ছ’কেজি কমেছে। সুগারের মাত্রা বেড়েছে, কমেছে রক্তচাপ। চিকিৎসকরা বলছেন, চুয়াত্তর বছরের অণ্ণা এর পরেও স্যালাইন না নিলে বিপদ হতে পারে। কিন্তু সেই পরামর্শ অণ্ণা মানতে চাননি। ঘটনা হল, মুখে যা-ই বলুন, অণ্ণার শরীরে আজ কিন্তু ধকলের ছাপ ফুটে উঠেছে।
বিস্তারিত...
মন্ত্রীদের ধমক দিয়ে মমতা বললেন, কাজ চাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বই ছাপিয়ে তাঁর সরকারের ৯০ দিনের কাজের হিসাব দিয়েছিলেন মঙ্গলবার। তার চব্বিশ ঘণ্টা পর বুধবার সব মন্ত্রী ও দফতরের সচিবকে বৈঠকে ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “বসে থাকবেন না। পা ফেলে এগোন। আমি ফল চাই।” সেই সঙ্গেই তাঁর ঘোষণা, প্রতি তিন মাস অন্তর তিনি নিজে প্রতিটি দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে কাজের মূল্যায়ন করবেন। আর সচিব পর্যায়ে মাসিক মূল্যায়ন করবেন মুখ্যসচিব। কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি যে তিনি বরদাস্ত করবেন না তা বুঝিয়ে দিয়ে এ দিন টাউন হলের বৈঠকে সরাসরি বেশ কয়েক জন মন্ত্রীর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। যেমন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডলকে তিনি বলেন, “বড় বেশি কথা বলছেন। কাজ তো করছেন না। এখানে বসে কী করেন? কাজ দেখান কাজ। জেলায় গিয়ে বসুন।” জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন দাস মহাপাত্রকে বলেন, “ইংরেজিতে বক্তৃতা বন্ধ করে কাজ করুন।” বনমন্ত্রী হিতেন বর্মনকে বলেন, “আপনাকে কাঠ পাচার আটকাতে বলেছিলাম। কিছুই বন্ধ হয়নি।” বৈঠকে ছিলেন না পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। তাঁর দফতরের সচিব রাঘবেন্দ্র সিংহ কিছু বলতে গেলে মমতা তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “কাগজে-কলমে ‘ডান’, কাজের বেলায় ‘নান’।”
বিস্তারিত...
কমিটির বন্ধে ভয় উড়িয়ে রাস্তায় নামল জঙ্গলমহল
নিজস্ব প্রতিবেদন
জাদুকাঠির ছোঁয়ায় যেন বদলে গিয়েছে ছবিটা! বাসে ভিড়, বাজারে ভিড়। রাস্তায় লোক। স্টেশনেও যাত্রী প্রচুর। স্কুলে যাচ্ছে ছেলেমেয়েরা। খোলা সরকারি দফতর, দোকানপাট, হাটবাজার। স্কুল-কলেজও। হিংসার কোনও চিহ্ন নেই। ঘটেনি কোনও অপ্রীতিকর ঘটনা। দীর্ঘ দিন পরে এমনই এক অচেনা বনধ দেখল জঙ্গলমহলের বিস্তীর্ণ অংশ। বাঁকুড়ার খাতড়া থেকে পুরুলিয়ার বলরামপুর, পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম, সাঁকরাইল থেকে গোপীবল্লভপুর বা শালবনিজনগণের কমিটির ডাকা বন্ধে বুধবার ছিল একই ছবি। বনধ-অবরোধের বন্ধ্যা রাজনীতিতে জনজীবন স্তব্ধ হয়ে যাওয়াই যে জঙ্গলমহলের দস্তুর হয়ে দাঁড়িয়েছিল, সেখানে এমন ‘পরিবর্তন’-এর বনধ শেষ কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না রাজনৈতিক নেতা থেকে পুলিশ-প্রশাসনের কর্তারাও। ব্যতিক্রমও আছে। ঝাড়গ্রাম শহর বা লালগড়, বেলপাহাড়িতে বনধ হয়েছে কার্যত সর্বাত্মক। তবু তার মধ্যেও জঙ্গলমহলের একটা বড় এলাকার মানুষ যে ভয় উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছেন, সেটা এর আগে কখনও দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই বলেছেন, “বনধ-অবরোধ-রাস্তা রোকো ঐতিহ্য হতে পারে না।” এ দিনের জঙ্গলমহল যেন মুখ্যমন্ত্রীর সেই কথাকেই স্বীকৃতি দিল।
বিস্তারিত...
সুশান্তের দিকে আঙুল প্রাক্তন আপ্ত সহায়কেরই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের বিরুদ্ধে এ বার আদালতে অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন আপ্ত সহায়কই। গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ মন্ত্রী থাকাকালীনই মেদিনীপুরে অস্ত্র আমদানি শুরু হয় বলে তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক দেবাশিস পাইনের তরফে বুধবার কলকাতা হাইকোর্টে অভিযোগ করা হয়েছে। শুধু তা-ই নয়, দেবাশিসবাবুর অভিযোগ: সুশান্তবাবুর আমলেই মেদিনীপুরে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়। দেবাশিসবাবুর তরফে জামিনের আবেদন পেশ করে তাঁর আইনজীবী হাইকোর্টকে বলেন, মন্ত্রীর কাজের প্রতিবাদ করার জন্যই আপ্ত সহায়কের পদ থেকে তাঁর মক্কেলকে সরিয়ে দেওয়া হয়েছিল। কঙ্কাল-কাণ্ডের জেরে সিআইডি ২৫ জুলাই দেবাশিসবাবুকে গ্রেফতার করে। সিআইডি’র অভিযোগ, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের মতো তাঁর প্রাক্তন আপ্ত সহায়কও ওই ঘটনায় জড়িত। নিম্ন আদালতে দেবাশিসবাবুর জামিনের আবেদন নাকচ হয়ে যায়। তার পরে তিনি জামিন চেয়ে আবেদন করেন হাইকোর্টে।
বিস্তারিত...
একটা দুঃখ নিয়েই অবসরে ভাইচুং
স্বপন সরকার • নয়াদিল্লি
সময়টা দুপুর সাড়ে বারোটা। কষ্ট বুকে চেপে রেখে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে দিল্লির ফুটবল হাউসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ভাইচুং ভুটিয়া। একটাই দুঃখ, বিশ্বকাপে নিয়ে যেতে পারলেন না ভারতকে। কেন অবসর? বিষণ্ণ কন্ঠে ভাইচুং জানিয়ে দিলেন, এএফসি চ্যালেঞ্জ কাপ জিতে ভেবেছিলেন এশিয়া কাপ খেলেই অবসর নেবেন। কিন্তু চোটের জন্য কোরিয়ার বিরুদ্ধে মাত্র ১৫ মিনিট খেলে তৃপ্তি পাননি। তার পর ৮-৯ মাস ধরেই অবসর নেওয়ার কথা নিয়ে ভেবেছেন। পরে ভাবলেন, ইংল্যান্ডে গিয়ে ভারতের হয়ে খেলার পরই অবসর নিয়েই নেবেন। কিন্তু কাফ মাসলের চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই অবসর নিয়ে ভাবতে শুরু করেন। ভারতের হয়ে ১৬ বছর খেলে ভাইচুংয়ের মনে হচ্ছে রুস্তম আক্রামভ তাঁকে মিডফিল্ডার থেকে ফরোয়ার্ড লাইনে তুলে না আনলে ফরওয়ার্ডে এই সাফল্যটা পেতেন কি না সন্দেহ। তাজিকিস্তানের বিরুদ্ধে গোলটাকে সেরা বলার পরে, উজবেকিস্তানের বিরুদ্ধে দুটি গোল ও শ্রীলঙ্কা ম্যাচে গোলের কথা বললেন। আর ঘরোয়া খেলায় সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ব্যাকভলির গোলটিকে শ্রেষ্ঠ গোল বলে মনে করেন ভাইচুং।
বিস্তারিত...
মিলবে সব সুযোগ, ডাক্তারদের আশ্বাস মমতার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উচ্চতর গবেষণা বা পঠন-পাঠনের জন্য চিকিৎসকদের যাতে রাজ্য ছেড়ে যেতে না-হয়, সে জন্য পশ্চিমবঙ্গেই উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের উদ্দেশে সরাসরি তাঁর আহ্বান, ‘‘হাসিমুখে পরিষেবা দিন। সরকারও আপনাদের হাসিমুখ বজায় রাখার চেষ্টা চালাবে।” বুধবার টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত মেডিক্যাল অফিসার ও নার্সদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে যোগদানের প্রাক্কালে খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এমন দৃষ্টান্ত এ রাজ্যে প্রায় নেই। আর সেই ‘বেনজির’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে এ হেন আশ্বাসবাণী শুনে শ্রোতারা স্বভাবতই উচ্ছ্বসিত। বস্তুত মমতার এক-একটা কথায় হাততালিতে ফেটে পড়েছে প্রেক্ষাগৃহ। কী বললেন তিনি? চিকিৎসার ক্ষেত্রে ‘ভেদাভেদ’ না-রেখে নিরপেক্ষ ভাবে কাজ করার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এ রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদিতে এত দিন নিরপেক্ষ পরিবেশ ছিল না। আমরা সেই পরিবেশ তৈরি করতে সব কিছু ঢেলে সাজাচ্ছি। আপনারা সেবার মানসিকতা নিয়ে সকলের পাশে দাঁড়ান। মনে রাখবেন, অসুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর মতো বড় কাজ আর কিছু নেই।”
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
যানজট রোধে আবার
কমিটি গড়ল হাইকোর্ট
আইপিএস সেজে
জালিয়াতি করে পাকড়াও
বহিষ্কৃত ফৌজি
রাজ্য
‘সদিচ্ছা’ দেখাচ্ছেন মমতা,
তবে আরও পথ বাকি
গ্রেড থেকে পিছু হেঁটে
নম্বরে ফিরতে চায় সংসদ
দেশ
দলীয় নীতি নিয়েই প্রশ্ন,
ইস্তফা দিতে চান যশবন্ত
অনশন-অস্ত্রে এ বার
দুর্নীতির বিরুদ্ধে শুরু
আরও এক যুদ্ধ
বিদেশ
ত্রিপোলির নিয়ন্ত্রণ নিয়ে ধন্দ,
সাফল্যের দাবি বিরোধীদের
ব্যবসা
জাপানের মূল্যায়ন
কমিয়ে দিল মুডিজ
উৎসবের বাজারে একগুচ্ছ
নয়া গাড়ি বিভিন্ন সংস্থার
খেলা
চমক মেসিদের খাবারে,
যুবভারতীর মাংস-দূষণেও
হরভজনের অ্যাকশন
ঘোর সন্দেহজনক
স্বাস্থ্য
সরকারি ডাক্তার নিয়োগে
আলাদা বোর্ড গড়ছে রাজ্য
কর্মী নেই, অভিযোগ
সরকারি উদাসীনতার
জীবজগত্
মুদিখানা ভেঙে মুরগি
খামারে তাণ্ডব হাতির
দাঁতালকে উত্ত্যক্ত
করার
প্রতিবাদ, ‘মারধর’
সম্পাদকীয়
বন্ধ ও গণতন্ত্র
আন্দোলন প্রশ্নাতীত
নয়, তুচ্ছ করারও নয়
কলকাতা
৩৩.০
/
২৭.২
আজকের দিনে
•
১৯৫২:
শ্রীলঙ্কার ক্রিকেটার
দলীপ মেন্ডিসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
মাঝমাসের হাওয়াবদল-এ ফোর্ট কোচির সাগর সৈকতের বৈচিত্রময় মাছের
জগৎ নিয়ে
খানা-তল্লশি।
ভরা বর্ষায় কী কী তৈরি হল
আপনার রান্নাঘর
-এ।
সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.