হরভজন সিংহকে নিয়ে বোমা ফাটালেন ডারেল হেয়ার। মুথাইয়া মুরলীধরনকে ‘নো’ ডাকার জন্য মহাবিতর্কিত হেয়ার তাঁর নতুন বইতে গুরুতর প্রশ্ন তুলেছেন ভারতীয় অফস্পিনারের বোলিং অ্যাকশন নিয়েও। হেয়ার সাফ লিখেছেন, ‘হরভজনের অ্যাকশন ঘোর সন্দেহজনক’। কোনও সন্দেহ নেই নতুন বই ক্রিকেট দুনিয়ায় নতুন বিতর্কের ঝড় তুলতে চলেছে।
হেয়ারের নতুন বই ‘দ্য বেস্ট ইন্টারেস্ট্স অব দ্য গেম’-এর নির্বাচিত অংশ বেরিয়েছে লন্ডনের একটি সংবাদপত্রে। দেখা যাচ্ছে সন্দেহজনক অ্যাকশন থাকা বোলারদের নাম খুল্লমখুল্লা বইতে বলে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় আম্পায়ার। ‘আমার চোখে যা ধরা পড়েছে তাতে হরভজন সিংহ, শোয়েব আখতার, জোহান বোথা, মহম্মদ হাফিজ এবং আব্দুর রজ্জাক প্রত্যেকে খুব সন্দেহজনক অ্যাকশন নিয়ে বোলিং করে যাচ্ছে। এদের অ্যাকশন ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঙার ছাড়কে লঙ্ঘন করেনি জোর দিয়ে বলা যাবে না’। পাশাপাশি হেয়ার বলেই দিয়েছেন, এই সব বোলারকে মাঠে দাঁড়িয়ে ‘নো’ ডাকার সম্ভাবনা শূন্য। হরভজনের অ্যাকশন নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। ইংল্যান্ড সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’ স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড ম্যাচ রেফারি হিসেবে হরভজনের ‘দুসরা’ নিয়ে আইসিসি-র কাছে রিপোর্ট করেছিলেন। সিনিয়র ব্রডের রিপোর্টের ভিত্তিতে ‘দুসরা’ করা প্রায় বন্ধ করে দিতে হয়েছিল ভারতীয় অফস্পিনারকে। বিষেণ সিংহ বেদি তাঁর অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্য দিকে আম্পায়ারজীবনে বরাবর বিতর্কিত থেকে গিয়েছেন হেয়ার। পাক বোলারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলায় ওভাল-কাণ্ডের জেরে তাঁকে আইসিসি প্যানেল থেকে সরে দাঁড়াতে হয়। কিন্তু কোনও সন্দেহ নেই ইংল্যান্ডে এমনিতেই ব্যর্থতায় ডুবে থাকা হরভজনকে নিয়ে তাঁর তোলা প্রশ্ন সর্দারকে আরও অস্বস্তির দিকে ঠেলে দেবে। বইতে মুরলীকে বেকসুর খালাস দিতে কী ভাবে আইসিসি কনুই ভাঙা নিয়ে নিয়ম পাল্টে ফেলেছে সেটাও বলেছেন হেয়ার। ‘ল্যাবরেটরির পরীক্ষাতে পর্যন্ত ধরা পড়েছিল মুরলীর ১৪ ডিগ্রি পর্যন্ত হাত ভাঙে। আইসিসি-র আগের নিয়ম ছিল, স্পিনারদের জন্য ৫ ডিগ্রি পর্যন্ত ছাড়। ফাস্ট বোলারদের জন্য ১৫ ডিগ্রি ছাড়। কিন্তু এর পরেই সব বোলারের জন্য ১৫ ডিগ্রি ছাড় করে দেওয়া হল। যেটা মুরলীর কনুই ভাঙার চেয়ে ঠিক এক ডিগ্রি বেশি।” |