মিলবে সব সুযোগ, ডাক্তারদের আশ্বাস মমতার |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উচ্চতর গবেষণা বা পঠন-পাঠনের জন্য চিকিৎসকদের যাতে রাজ্য ছেড়ে যেতে না-হয়, সে জন্য পশ্চিমবঙ্গেই উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের উদ্দেশে সরাসরি তাঁর আহ্বান, ‘‘হাসিমুখে পরিষেবা দিন। সরকারও আপনাদের হাসিমুখ বজায় রাখার চেষ্টা চালাবে।” |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গ সরকার একটি পৃথক বোর্ড গড়ছে। ইতিমধ্যে মন্ত্রিসভায় তার অনুমোদনও মিলেছে।
রাজ্য সরকার মনে করছে, নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার কারণেই অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসক নিয়োগে সমস্যা থাকে, ফলে সরকারি হাসপাতালে পরিষেবা ধাক্কা খায়। নতুন বোর্ডের মাধ্যমে সমস্যাটির সুরাহা হতে পারে বলে সরকারের আশা। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বুধবার বলেন, “নিয়োগের চলতি প্রক্রিয়ায় ত্রুটি থাকায় বহু হাসপাতালে চিকিৎসক আনা যাচ্ছে না। |
সরকারি ডাক্তার নিয়োগে
আলাদা বোর্ড গড়ছে রাজ্য |
|
কর্মী নেই, অভিযোগ সরকারি উদাসীনতার |
|
সুস্থ পায়ে হেঁটে
ওঁরা র্যাম্পে |
|
|
ব্লিচিং, হ্যালোজেন ট্যাবলেটের জোগান নিয়ে ক্ষোভ খানাকুলে |
|
|