উত্তরবঙ্গ |
বন্যা কবলিত মালদহে লঞ্চ নিয়ে তীব্র টানাপোড়েন দুই মন্ত্রীর |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: একটিই লঞ্চ। সেটি পূর্ব নির্ধারিত সাঁতার প্রতিযোগিতায় নাকি মন্ত্রীর পরিদর্শনের কাজে ব্যবহার করা হবে তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে বন্যা কবলিত মালদহে। সেচ দফতর সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে সার্ক দেশভুক্ত প্রতিযোগীদের নিয়ে ওই সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে। রাজ্যের পূর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা নিজেই সেচমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলে অনেক আগে লঞ্চটি নিয়েছেন। ওই লঞ্চটিতে চিকিৎসকদলের থাকার কথা। |
|
গরু-মোষ পাচার নিয়ে উত্তরবঙ্গের দুই প্রান্তে ভাঙচুর, পথ অবরোধ |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও কোচবিহার: গরু-মোষ পাচারের অভিযোগ নিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের দুই প্রান্তে তুলকালাম কাণ্ড ঘটে। বুধবার সকালের দিকে শিলিগুড়ির নকশালবাড়ি ও পরে কোচবিহারের দিনহাটা থানার ওকরাবাড়িতে একই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নকশালবাড়িতে সিনেমা হলের সামনে থেকে এসএসবি জওয়ানেরা আটক ৪টে মোষ ছাউনিতে নিয়ে যাওয়ার পথে তোতারাম এলাকার একদল গ্রামবাসী সেগুলি ছিনিয়ে নেন বলে অভিযোগ। |
|
|
স্বাগত বদলি করার নির্দেশ |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মোর্চাকে জেরা নয়
কেন, প্রশ্ন অশোকের |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: মদন তামাং হত্যাকাণ্ডে মোর্চা নেতাদের কেন জেরা করা হচ্ছে না সেই প্রশ্ন তুললেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। রবিবার শিলিগুড়িতে জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, “মোর্চার বড় মাপের কয়েকজন নেতা যে ওই ঘটনায় যুক্ত তার প্রামাণ্য টেপ সিবিআইয়ের হাতে রয়েছে। অথচ কাউকে জেরা করা হয়নি। মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ? অথচ প্রাক্তন মন্ত্রীদের অনেককে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকারই এই বিষয়ে নীরব ভুমিকা পালন করছে।” |
|
নিজস্ব সংবাদদাতা, ফালাকাটা: কাজ খোয়ানোর পরে সাত বছর কেটে গেলেও প্রশাসনিক কর্তারা হস্তক্ষেপ না-করায় বিপাকে পড়েছেন ফালাকাটার বাসিন্দা এক শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা। তাঁর অভিযোগ, ২০০৩ সালে ফালাকাটা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিপুর গ্রামে শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা পদে তিনি নিয়োগ হন। চাকরির এক বছর বাদে সেখানকার সভাপতি তাকে স্কুলে আসতে মানা করে দেন। স্কুলে গেলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। |
কাজ খুইয়ে
বিপাকে সহায়িকা |
|
বাইপাস
সংস্কারের দাবি |
পাহাড় থেকে সমতল
পদযাত্রায় সিপিআরএম |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|