|
|
|
|
মোর্চাকে জেরা নয় কেন, প্রশ্ন অশোকের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মদন তামাং হত্যাকাণ্ডে মোর্চা নেতাদের কেন জেরা করা হচ্ছে না সেই প্রশ্ন তুললেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। রবিবার শিলিগুড়িতে জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, “মোর্চার বড় মাপের কয়েকজন নেতা যে ওই ঘটনায় যুক্ত তার প্রামাণ্য টেপ সিবিআইয়ের হাতে রয়েছে। অথচ কাউকে জেরা করা হয়নি। মুখ্যমন্ত্রী কেন নিশ্চুপ? অথচ প্রাক্তন মন্ত্রীদের অনেককে নানা ভাবে হেনস্থা করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকারই এই বিষয়ে নীরব ভুমিকা পালন করছে।” সম্প্রতি মদন তামাংয়ের ছেলে সংযোগ তামাংও সিবিআই এবং রাজ্য সরকারের ভুমিকার সমালোচনা করে সরব হন। রাজ্য এবং মোর্চাকে কটাক্ষ করে প্রাক্তন পুরমন্ত্রী বলেন, “পাহাড়ে শান্তি ফিরেছে বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন, তা ‘শ্মশানের শান্তি’। বেরোধীরা সেখানে মিছিল করতে পারছে না। অথচ মোর্চা সভাপতি অণ্ণা হজারের আন্দোলনকে সমর্থন জানিয়ে বিবৃতি দিচ্ছেন।” জিটিএ নিয়ে কেন বিধানসভায় আলোচনা এবং সর্বদল বৈঠক ডাকা হল না সেই প্রশ্ন তোলেন প্রাক্তন পুরমন্ত্রী। পাবর্ত্য উন্নয়ন দফতরের বাজেট কেন গিলোটিনে তোলা হল তা নিয়েও প্রশ্ন তুলে অশোকবাবু বলেন, “যা হচ্ছে সেটা অগণতান্ত্রিক। পাহাড় নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত। পাহাড়ে স্বশাসনের ক্ষেত্রে তরাই ও ডুয়ার্সের এলাকা অন্তর্ভুক্তির জন্য যে কমিটি তৈরি করা হয়েছে সেটাও অপ্রয়োজনীয়। এতে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং জটিলতা বাড়বে।” ওই বিশেষজ্ঞ কমিটিতে বামেদেরও রাখা হতে পারে বলে জানা গিয়েছে। অশোকবাবু বলেন, “আমরা ওই কমিটিতে অংশ নেব কি না সেটা দলের রাজ্য কমিটি দেখছে।” সম্প্রতি বিমল গুরুংও জিটিএকে সবচেয়ে শক্তিশালী পার্বত্য পরিষদ বলে দাবি করেছেন। প্রাক্তন পুরমন্ত্রীর মতে, ষষ্ঠ তফসিলই ছিল সবচেয়ে শক্তিশালী। জিটিএ-র নানা ধারায় স্ববিরোধিতা রয়েছে। সাংবিধানিক স্বীকৃতিও নেই। তিনি বলেন, “জিটিএকে সামনে রেখে পাহাড়ের মানুষকে শনিবারকে স্যাটারডে শেখানো হচ্ছে।” চা শ্রমিকদের মজুরি চুক্তি নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের ভুমিকার সমালোচনা করেন সিপিএম নেতা জীবেশ সরকার। তিনি বলেন, “চা শ্রমিকদের মজুরি চুক্তি নিয়ে রাজ্য সরকার সঠিক ভুমিকা পালন করছে না।” এদিকে, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়টি পূরণের আশ্বাস দিলেও রাজ্য সরকার সে ব্যাপারে উদ্যোগী হচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউটিইউসি’র রাজ্য সভাপতি বিনয় চক্রবর্তী। |
|
|
|
|
|