|
|
|
|
বাইপাস সংস্কারের দাবি |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস সড়ক সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার ফাঁসিদেওয়া থানার গোয়ালটুলি এলাকায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্ণধর বাইনের নেতৃত্বে ওই অবরোধের ঘটনাটি ঘটে। প্রায় হাজার খানেক বাসিন্দা অবরোধে সামিল হন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অবরোধের ফলে গোয়ালটুলি থেকে চটহাট যাওয়ার রাস্তা ও ফুলবাড়ি-ঘোষপুকুর রাস্তা সহ রাস্তার দু’ধারে কয়েকশো যানবাহন আটকে পড়ে। নাকালে পড়েন বহু মানুষ। অবরোধ স্থলে ছুটে যান ফাঁসিদেওয়ার যুগ্ম বিডিও কিংশুক চন্দ। ফাঁসিদেওয়া থানার ওসি সুরজ থাপাও যান অবরোধস্থলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই বাইপাস সড়ক শিলিগুড়ি ‘এসজেডিএ’ অধীনে। অবরোধস্থল থেকে পুলিশের তরফে এসজেডিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। এসজেডিএ’র তরফে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধকারীদের তা জানানোর পরে অবরোধ তুলে নেন বাসিন্দারা। অবরোধ ছিল দেড় ঘন্টা। এসজেডিএ সূত্রের খবর, ওই রাস্তা সংস্কারে টেন্ডার হয়েছে। খুব দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে। তৃণমূল নেতা কর্ণধর বাইনের অভিযোগ, ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস সড়কের বেহাল অবস্থায় সংস্কারের দাবিতে গত বছরও একবার অবরোধ করা হয়েছিল। সেইসময় নামকা ওয়াস্তে শুধু বালি-বজরি ফেলে গর্তগুলি বন্ধ করার কাজ হয়। তার মাস কয়েকের মধ্যে ফের রাস্তাটি ভেঙেচুরে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পিচ সহ বালি-বজরি উঠে গিয়ে চষা খেতে পরিণত হয়। বড় বড় গর্তের সৃষ্টি হয়। চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। হামেশাই দুর্ঘটনা ঘটছে। যানবাহনের যন্ত্রাংশ ভেঙে রাস্তার উপর উল্টে গিয়ে পড়ে থেকে যানজটের সৃষ্টি হয়। ওই সুযোগে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা পণ্যবাহী গাড়ির ত্রিপল কেটে লুঠপাটও চালানোর মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ। কর্ণধরবাবু বলেন, “রাস্তাটি ভালোভাবে সংস্কারের দাবিতে এসজেডিএ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বহুবার দাবি জানিয়েও সংস্কারে কোনও তরফে উদ্যোগ নেওয়া হয়নি। তাই এ দিন বাধ্য হয়ে এই কমসূচি নিতে বাধ্য হতে হয়। তাঁর আরও অভিযোগ, ওই সড়কের চৌপথিতে যে পথবাতি বসানো হয়েছে সেই ১৬ টি বাতির একটিও জ্বলে না। ওই সড়কের দু’ধারে সুষ্ঠু নিকাশির ব্যবস্থা না থাকায় বর্ষায় রাস্তার উপরে জল জমে থাকে। ফাঁসিদেওয়া ব্লক প্রশাসনের তরফে এই ব্যাপারে বাসিন্দাদের লিখিতভাবে জানানোর পরামর্শ দিলে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাস দেওয়া হয়। |
|
|
|
|
|