টুকরো খবর |
উন্নয়ন নিয়ে কাজিয়া
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উন্নয়ন নিয়ে নির্দল প্রধান এবং তৃণমূলের উপ-প্রধানের কাজিয়ায় উত্তেজনা দেখা দিয়েছে ডাবগ্রাম-২ পঞ্চায়েত এলাকায়। গত মঙ্গলবার থেকে পঞ্চায়েত দফতরে তালা ঝোলানো ছাড়াও বুধবার থেকে দফতরের সামনে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল। এ দিন বিক্ষোভের কথা মাথায় রেখে প্রধান দফতরে যাননি। ৩ জন স্কুল ছাত্রী তাঁর বাড়িতে প্রয়োজনীয় কাগজে সই করাতে যায়। প্রধান বাড়িতেও না থাকায় তাঁরা পঞ্চায়েত দফতরে ফিরে গিয়ে অভিযোগ জানায়। তার পরে এক দল বাসিন্দা প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঢিল ছোঁড়া, স্কুটার ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান কৃষ্ণা মিত্রের অভিযোগ, “উপপ্রধানের মদতেই সব ঘটেছে। উপ প্রধান বন্যা ত্রাণের জিনিসপত্র বিলিতে বাধা দিচ্ছেন। উনি নিজেই সব বিলি করতে চাইছেন। এ ছাড়াও দফতরের উন্নয়নের কোনও কাজ করতে দিচ্ছেন না। দফতর তালা মেরে দিয়েছিলেন। এ দিনের বাড়িতে হামলার ঘটনার পিছনেও ওঁর উসকানি ছিল বলে মনে হচ্ছে। দফতরে সামনে বিক্ষোভ চলছে। তাই এ দিন দফতরে যাইনি।” যদিও পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের উপ প্রধান শিখা চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, “গত তিন বছর প্রধান কোনও উন্নয়নের কাজ করেননি। এখন মিথ্যা অভিযোগ করছেন। সমস্ত রকম ভাতা বন্ধ। ত্রাণ ঠিকঠাক বিলি হচ্ছে না। এর প্রতিবাদে নেমেছি। কাজের খতিয়ান না দিয়ে প্রধান দফতরে ঢুকতে পারবেন না। এদিন ওঁর বাড়িতে কী হয়েছে জানি না।” |
বেতন বৃদ্ধির দাবি, হুমকি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুমকি দিয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা। অভিযোগ এতদিন তাঁরা মাসে সাড়ে ৫ হাজার টাকা করে বেতন পেলেও মাস তিনেক আগে তাদের বেতন কমিয়ে ৪৩০০ টাকা করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেতন বাড়ানোর দাবি জানালেও কোনও ফল না মেলায় কর্মবিরতির হুমকি দিয়েছে ওই কর্মীদের সংগঠন। তাদের দাবি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিনিয়ত বাড়তে থাকলেও সেই বৃদ্ধির হারের সঙ্গে সাযুজ্য রেখে বেতন বৃদ্ধির পরিবর্তে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। যদিও সদর হাসপাতাল সুত্রে জানানো হয়েছে, অস্থায়ী সাফাই কর্মীরা কেউই সদর হাসপাতালের সরাসরি কর্মী নম। তাঁরা সকলেই ঠিকাদারের অধীনে কাজ করেন। তাঁদের বেতন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের মন্তব্য করা সঙ্গত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। |
সরব ফেডারেশন
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
পুলিশের চতুর্থ শ্রেণির কর্মীর বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সরব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। জল সরবরাহের বন্দোবস্ত, পুলিশ কর্মীদের বিশ্রামের ঘর, কর্মীদের নির্ধারিত সময়ের অতিরিক্ত ডিউটি বন্ধ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের ব্যক্তিগত ফাইফরমাস খাটানো বন্ধ ইত্যাদি নানা দাবিও তুলেছে ফেডারেশন’। মঙ্গলবার ওই সংগঠনের ডাবগ্রাম দশম ও দ্বাদশ পুলিশ ব্যাটেলিয়ন ইউনিটের সপ্তম বর্ষ অনুষ্ঠিত সম্মেলনে দাবিগুলি নিয়ে নেতারা সরব হন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক রণ রায়। হাজির ছিলেন সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক প্রশান্ত সরকার সহ সংগঠন নেতারা। এ দিন সংগঠনের ডাবগ্রামের একটি নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি ও সম্পাদক হন সমীর দে ও অমর দত্ত। কোষাধ্যক্ষ হন আশুতোষ মৈত্র। |
দু’টি নতুন পাঠক্রম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আই-নারচার এডুকেশন সলিউশনস প্রাইভেট লিমিটিডের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে দুটি নতুন স্নাতকোত্তর পাঠক্রম চালু করছে শিলিগুড়ির আইআইএএস স্কুল অব ম্যানেজমেন্ট। বুধবার শিলিগুড়িতে দুটি সংস্থার প্রতিনিধিরা যৌথ সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন। সংস্থা সূত্রের খবর, কর্ণাটক ওপেন ইউনিভার্সিটির সঙ্গে মিলে আই-নারচারের সহযোগিতায় আপাতত দুটি পাঠক্রম চালু হচ্ছে। প্রথমটি হল, এমবিএ ইন ক্রিয়েটিভ সায়েন্সেস। দ্বিতীয়টি হল, এমবিএ ইন ফিনান্সিয়াল সায়েন্সেস। |
জামিনে মুক্ত অন্তিম
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রাজ্য জুড়ে চলতে থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়ায় বুধবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন কেএলও জঙ্গি সন্দেহে ধৃত বিশ্বজিত রায় ওরফে অন্তিম বড়ুয়া। আর তিন কেএলও বন্দির মুক্তি পাওয়ার কথা থাকলেও তাদের নথি সংক্রান্ত জটিলতায় তাঁরা মুক্তি পাননি। সম্প্রতি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে ৭ জন কেএলও বন্দির নাম পাঠিয়ে তাদের জামিনে মুক্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ জেলা প্রশাসনের কাছে এসেছে। বিশ্বজিত ওরফে অন্তিম তাদেরই এক জন। কেএলও বন্দিদের আইনজীবী অভিজিৎ সরকার বলেন, “আগের সরকার মিথ্যে মামলায় উত্তরবঙ্গের নানা যুবকদের ফাঁসিয়ে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেয়। এদের বিরুদ্ধে দায়ের করা সিংহভাগ মামলাই প্রমাণের অভাবে খারিজ হয়েছে। |
জামিনে মুক্ত কালিয়া
নিজস্ব সংবাদদাতা • আলিপুর দুয়ার |
রাজনৈতিক বন্দি হিসাবে জামিন পেলেন বিচারাধীন কেএলও জঙ্গি কালিয়া। জলপাইগুড়ির পুলিশ সুপার আনন্দ কুমার জানান, রাজ্যের নিদের্শ অনুযায়ী রাজনৈতিক বন্দি ভূপেশ দাস ওরফে কালিয়া জামিন পেয়েছেন। কালিয়ার আইনজীবী ইন্দ্রাণী রায় জানান, কালিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা চলছিল। মুক্তি পেয়ে কালিয়া জানান, বাম জমানায় বন্দি থাকার পর বারোবিশা হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ১৯৯৮ সালে ভুটানে কে এল ও শিবিরে অস্ত্র প্রশিক্ষণ নেন। ২০০৪ সালে ৭ ফ্রেব্রুয়ারি চেপানি হল্ট এলাকা থেকে সে ধরা পড়ে। জামিন পাওয়ার পর পরিবারের লোকজনের তরফে তাকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান। ফুল ও উত্তরীয় দিয়ে স্বাগত জানান প্রাক্তন কে এল ও জঙ্গি মিল্টন বর্মা ও প্রাক্তন জঙ্গি মিহির দাসও। |
চাল ফেলে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
|
ছবি: রাজকুমার মোদক। |
মিড ডে মিলে চাল রাস্তায় ফেলে ২ ঘণ্টা সড়ক অবরোধ করলেন ছাত্র ও গ্রামবাসীরা। বুধবার দুপুরে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট গ্রামে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দিলে পরিস্থিতি শান্ত হয়। গ্রামবাসীদের অভিযোগ, “বেশ কিছুদিন ধরে স্কুলের ছাত্রছাত্রীদের পোকা ধরাচাল খাওয়ানো হচ্ছিল।” এ দিন বেলা ১২টা নাগাদ বেশ কিছু গ্রামবাসী স্কুলে ঢুকে রান্নাঘর থেকে ৪০০ কেজি চাল বাইরে ফেলে দিয়ে অবরোধ শুরু করেন। ঠাকুরপাট রাজামোহন হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস ভদ্র বলেন, “পরবর্তীতে যাতে ভাল মানের চাল স্কুলে সরবরাহ করা হয় তা গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রশাসনের কর্তারা জানিয়েছেন। বিষয়টি আমরা দেখছি।” |
নতুন কমিটি গঠন
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নয়া কমিটি গঠন করল জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের লিগাল সেল। তৃণমূল প্রভাবিত আইনজীবীদের এই সংগঠনের জলপাইগুড়ি কমিটির সভাপতি হয়েছেন কৃষাণু ব্রজবাসী। সাধারন সম্পাদক অভিজিত সরকার। তৃণমূল লিগাল সেলের ২৩ সদস্যকে নিয়ে সাধারণ সভায় নতুন কমিটি গড়া হয়। একটি কার্যকরী কমিটিও গঠন করা হবে বলে জানানো হয়েছে। দলের আইনজীবীদের সংগঠনের এই সিদ্ধান্ত জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সংগঠনের রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। আইনজীবীদের সংগঠনকে চাঙা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। |
বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
স্কুলে মিড ডে মিল রান্নার চাল, ডাল চুরির অভিযোগে বাহাদুরের ঠুটাপাকড়ি উচ্চ বিদ্যালয়ে বুধবার বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ এদিন স্কুল কর্তৃপক্ষ ৪৯৯ জন ছাত্রের জন্য খাওয়ার রান্না করতে চাল, ডাল, সরষের তেল সরবরাহ করলেও রান্নার দায়িত্বে থাকা কর্মীরা কাঁচা মালের একটি অংশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জলপাইগুড়ি সদর ব্লকের জয়েন্ট বিডিও ভবেন্দ্রনাথ অধিকারী বলেন, “ঘটনাটি শুনেছি। তদন্তে প্রতিনিধি দল গিয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।” বিক্ষোভকারীরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” |
থানায় আর্জি
|
শহরের রাস্তা দিয়ে বেপরোয়া মোটর বাইক চালানোর প্রবণতা বন্ধ করার দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আর্জি জানিয়েছে সুভাষ মঞ্চ। মঞ্চের আহ্বায়ক প্রবাল রাহা বলেন, “পুরসভা কর্তৃপক্ষকেও সহযোগিতা পত্র পাঠানো হবে। শহরের সর্বস্তরের দায়িত্বশীল নাগরিকের কাছে মঞ্চের বার্তা নিয়ে যাওয়া হবে।” |
স্মারকলিপি
|
শিক্ষাবর্ষের শুরুতে পুস্তক বিলি, পাশ ফেল চালু-সহ ২০ দফা দাবিতে বুধবার শিলিগুড়ি মহকুমা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। |
ধৃত
|
বিধাননগরের মতিধর চা বাগানের ছায়াগাছ কেটে চুরির অভিযোগে মঙ্গলবার বিধাননগর পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। |
|