l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বরখাস্ত হয়েও দাপাচ্ছেন শিক্ষক, ক্লাস লাটে
সৌমেন দত্ত • কেতুগ্রাম
সৌজন্যে ‘পরিবর্তন’। দুর্নীতির অভিযোগে বরখাস্ত প্রধান শিক্ষক ফের স্কুলে ঢুকে ক্লাস নিচ্ছেন। ‘ভয়ে’ বেশির ভাগ শিক্ষক স্কুলে আসতে পারছেন না। লেখাপড়া কার্যত শিকেয় উঠেছে বর্ধমানের কেতুগ্রামের আমগোড়িয়া-গোপালপুর আর জি এম ইনস্টিটিউশনে। কেতুগ্রাম গত কয়েক বছর ধরেই রাজনৈতিক হানাহানির অন্যতম কেন্দ্র। এক কালে সিপিএমের একচ্ছত্র নিয়ন্ত্রণে থাকা এই বিধানসভা এলাকা এ বার তৃণমূলের দখলে। সেই সুযোগ নিয়ে মালেক রহমান নামে আমগোড়িয়ার স্কুল থেকে বরখাস্ত এক প্রধান শিক্ষক ‘দাদাগিরি’ করছেন বলে অভিযোগ। ওই স্কুলের ২০ জন শিক্ষক এই বিষয়ে ৪ অগস্ট জেলা স্কুল পরিদর্শক ও কাটোয়া মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেন। মালেকের অবশ্য দাবি, “পরিচালন সমিতির নির্দেশেই আমি স্কুলে এসেছি।” অথচ গত বছর এপ্রিলে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশেই তাঁকে বরখাস্ত করা হয়। দুষ্কৃতীরা মালেক রহমানের উস্কানিতে শিক্ষকদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। ১১ অগস্ট থেকে ‘প্রাণভয়ে’ ২০ জন শিক্ষক ও দু’জন শিক্ষাকর্মী স্কুলে যাচ্ছেন না।
বিস্তারিত...
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ১৩ই
রোশনী মুখোপাধ্যায় • কলকাতা
দেশের মাওবাদী অধ্যুষিত, পিছিয়ে পড়া ৬০টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এ রাজ্যে থেকে একমাত্র পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকই সেখানে উপস্থিত থাকবেন। অনুন্নত, মাওবাদী এলাকায় উন্নয়নের কাজ কেমন চলছে, কাজের ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে, কাজের পদ্ধতি বদলানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না এ সব জানতেই ১৩ সেপ্টেম্বর বৈঠক হবে নয়াদিল্লিতে। তার আগে ৩০ অগস্ট হবে প্রস্তুতি বৈঠক। বৈঠকে যোগ দেওয়ার আগে সব প্রকল্পের হাল-হকিকত জানতে বুধবার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। ’দিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট তৈরি করা হবে। ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে এই রিপোর্ট পেশ করা হবে। মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুরের পিছিয়ে পড়া জঙ্গলমহলের উন্নয়নে রাজ্য সরকারের পাশাপাশি বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্রও। ‘ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান’ (আইএপি)-এ কেন্দ্রীয় অর্থে হচ্ছে উন্নয়নের কাজ।
বিস্তারিত...
বন্যা কবলিত মালদহে লঞ্চ নিয়ে
তীব্র টানাপোড়েন দুই মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • মালদহ
একটিই লঞ্চ। সেটি পূর্ব নির্ধারিত সাঁতার প্রতিযোগিতায় নাকি মন্ত্রীর পরিদর্শনের কাজে ব্যবহার করা হবে তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে বন্যা কবলিত মালদহে। সেচ দফতর সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে সার্ক দেশভুক্ত প্রতিযোগীদের নিয়ে ওই সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে। রাজ্যের পূর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা নিজেই সেচমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলে অনেক আগে লঞ্চটি নিয়েছেন। ওই লঞ্চটিতে চিকিৎসকদলের থাকার কথা। অন্য দিকে, ২৬ অগস্ট মালদহের বন্যা পরিস্থিতি দেখতে ওই লঞ্চটিই চেয়েছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। কিন্তু সেচ দফতরের আধিকারিকেরা মন্ত্রীকে তাঁদের অক্ষমতার কথা জানিয়েছেন। এতে অসন্তুষ্ট হয়ে সাবিত্রীদেবী রাজ্যের সেচমন্ত্রীর কাছে অভিযোগ জানান। তবে সাঁতার প্রতিযোগিতা শেষ না-হওয়া পর্যন্ত তাঁর যে লঞ্চটি পাওয়ার কোনও আশা নেই সেটা স্পষ্ট হয়েছে সেচমন্ত্রী ও আধিকারিকদের কথায়।
বিস্তারিত...
বিজলি বাতির আলোয় উজ্জ্বল
গ্রামের ৭০টি বিপিএল পরিবার
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া
বুধবারের রাতটা একটু অন্যরকম ছিল উলুবেড়িয়ার বাণীবনের ব্রাহ্মণপাড়া, পণ্ডিতপাড়া-কামারপাড়া এবং বাগপাড়ায়। তিনটি গ্রামের ৭০টি পরিবারে স্বাধীনতার পরে প্রথম বিদ্যুতের আলো জ্বলল। কালীপুজোর বাকি এখনও প্রায় দু’মাস। তার আগেই যেন দিপাবলীর রাত নেমে এল এই তিনটি গ্রামে। ‘রাজীব গাঁধী গ্রামীণ বৈদ্যুতিকরণ’ প্রকল্পে এই তিনটি গ্রামে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারীদের বাড়িতে বিদ্যুৎসংযোগ দেওয়া হল এ দিন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজটি করছিলেন ঠিকাদার সংস্থার কর্মীরা। তাঁদের সঙ্গে প্রতিটি পরিবারে হাজির হয়ে নিজের হাতে আলো জ্বালিয়ে দেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। এই উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল দেখার মত। ঠিকাদার সংস্থার কর্মীরা কখন আসেন সেই অপেক্ষায় সকাল থেকে উৎকণ্ঠার মধ্যে ছিলেন গ্রামবাসীরা।
বিস্তারিত...
পোশাক ‘অশালীন’, মহিলার
চুল কেটে তাড়ালেন পড়শিরা
সুস্মিত হালদার • কৃষ্ণনগর
কথাবার্তায় ‘ছিরিছাঁদ’ নেই। পোশাক-আশাক বড়ই ‘অশালীন’। শুধু তা-ই নয়, প্রায়ই তিনি ‘অন্যত্র’ রাত কাটান। এমনই এক গুচ্ছ ‘অপরাধে’ পড়শিরা বাড়িতে চরাও হয়ে মধ্য-তিরিশের এক মহিলার চুল কেটে দিলেন। সারা পাড়া ঘোরালেন তাঁকে। ভাঙচুর করলেন গাড়ি। হুমকি দিলেন বাড়িতে আগুন লাগানোরও। কৃষ্ণনগরের অঞ্জনাপাড়ার ওই বাসিন্দাদের একাংশের ফতোয়া, ‘এ পাড়ায় মহিলার ঠাঁই নেই।’ এ দিন প্রায় ঘণ্টাখানেক ধরে ‘শাস্তি’-পর্ব চলার পরে বেলা তিনটে নাগাদ পুলিশ যায়। স্বামী, কিশোর পুত্র-কন্যা-সহ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হলেও গভীর রাত পর্যন্ত তাঁদের বাড়িতে ফেরানোর কোনও চেষ্টাই হয়নি। থানার সামনে রাত কাটাচ্ছেন জেনেও পুলিশের দাবি, লিখিত অভিযোগ করেই ওই দম্পতি কোথাও চলে গিয়েছেন।
বিস্তারিত...
একাধিক বিয়ে করে প্রতারণা, ধৃত শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
একাধিক বিয়ের অভিযোগে ক্যানিংয়ের প্রাথমিক স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার দুপুরে ক্যানিংয়ের এসআই অফিসে আসছিলেন দেবব্রত মণ্ডল নামে ওই শিক্ষক। সেখানেই ভবানী মণ্ডল এবং কল্পনা মণ্ডল নামে দুই মহিলা তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন। দেবব্রতবাবু ধাক্কা দিয়ে কল্পনাদেবীকে ফেলে পালানোর চেষ্টা করেন। আশপাশের লোকজন তাঁকে ধরে ফেলেন। দুই মহিলাই নিজেকে দেবব্রতবাবুর স্ত্রী বলে দাবি করেন। দু’জনেরই দাবি, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সে কথা শুনেই দেবব্রতবাবুকে গণধোলাই দিতে শুরু করে অনেকে। চড়াও হন দুই মহিলাও।
বিস্তারিত...
এক নজরে...
•
মমতার নির্দেশ সত্ত্বেও চলছে ‘জরিমানা’ আদায়
•
গোপন জবানবন্দি দিতে রাজি ধৃত সিপিএম কর্মী
• পাহাড় থেকে সমতল পদযাত্রায় সিপিআরএম
•
অলচিকি শিক্ষক নিয়োগে পরিকল্পনা
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
গরু-মোষ পাচার নিয়ে
ভাঙচুর, পথ অবরোধ
মোর্চাকে জেরা নয় কেন,
প্রশ্ন অশোকের
দক্ষিণবঙ্গ
জলদস্যুর খপ্পর থেকে
উদ্ধার দুই মৎস্যজীবী
আগাম ক্ষতিপূরণ না দিয়েও
অধিগ্রহণের সওয়াল রাজ্যের
বর্ধমান
ছাত্র সংসদের সদস্যদের
পদত্যাগ নিয়ে মারপিট
আইএনটিটিইউসি-র
ইন্ধন, বন্ধ দূরপাল্লার বাস
পুরুলিয়া
দুই তৃণমূল নেতার বিরুদ্ধে
থানায় অভিযোগ বধূর
জমির পাট্টা নিয়ে
বিক্ষোভ মহম্মদবাজারে
মুর্শিদাবাদ
ঈদের বাজারে কালো ছায়া
ডোমকলে, ঝলমলে বহরমপুর
নয়ানজুলিতে বাস,
বড়ঞায় মৃত ৪ যাত্রী
মেদিনীপুর
চাপান-উতোর শুরু
বাজকুলের হাড়গোড় নিয়েও
পশ্চিম মেদিনীপুরে
বৈঠক করবে বিজেপি
কলকাতা
৩৩.০/২৭.২
আজকের দিনে
•
১৯৫২:
শ্রীলঙ্কার ক্রিকেটার
দলীপ মেন্ডিসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
মাঝমাসের হাওয়াবদল-এ ফোর্ট কোচির সাগর সৈকতের বৈচিত্রময় মাছের
জগৎ নিয়ে
খানা-তল্লশি।
ভরা বর্ষায় কী কী তৈরি হল
আপনার রান্নাঘর
-এ।
সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.