|
|
|
|
কঙ্কাল-কাণ্ড |
গোপন জবানবন্দি দিতে রাজি ধৃত সিপিএম কর্মী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধের হাড়গোড়-কাণ্ডে ধৃত সিপিএম কর্মী মদন সাঁতরার জবানবন্দি নেওয়ার জন্য সিআইডি বুধবার মেদিনীপুর আদালতে আবেদন করল। বিচারক সেই আবেদন গ্রহণ করে আজ, বৃহস্পতিবার মদনবাবুর বক্তব্য শোনার দিন ধার্য করেছেন।
সিআইডির ইন্সপেক্টর পূর্ণশিব মুখোপাধ্যায় বলেন, “আমরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় বিচারকের কাছে মদনবাবুর জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। বিচারক তা মঞ্জুর করেছেন। আজ, বৃহস্পতিবার আদালত মদনবাবুর বক্তব্য শুনবে।” সিআইডি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মেদিনীপুরের পঞ্চম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শৌনক মুখোপাধ্যায়ের এজলাসে মদনবাবুকে হাজির করানো হবে। সেখানেই মদনবাবু গোপন জবানবন্দি দেবেন বলে সিআইডি সূত্র জানিয়েছে।
প্রথম দফার ৭ দিন সিআইডি হেফাজতের মেয়াদ শেষে বুধবার মদনবাবুকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়। সিআইডি’র পক্ষ থেকে দ্বিতীয় দফার হেফাজত চাওয়া হয়নি। তবে আদালত সূত্রে খবর, বিচারকের কাছে জবানবন্দি দিতে রাজি মদনবাবুও। আদালতের নির্দেশে এ দিনই তাঁকে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়। এখানে একটি পৃথক সেলে তাঁকে রাখা হয়েছে। সিআইডি’র একটি সূত্রে খবর, দাসেরবাঁধের হাড়গোড় উদ্ধারের মামলায় মদনবাবুকে রাজসাক্ষীও করা হতে পারে।
এই মামলাতেই অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। আপাতত তিনি জেল হেফাজতে। এই মামলায় সুশান্ত-সহ ৮ জন ধরা পড়েছেন। হাড়গোড় উদ্ধারের পর থেকে ক’দিন পালিয়ে বেড়াচ্ছিলেন মদনবাবু। শেষমেশ সিআইডি’র কাছে আত্মসমর্পণ করেন তিনি। সিআইডি সূত্রে খবর, মদনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। |
|
|
|
|
|