সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ এসএফআই পরিচালিত ছাত্র সংসদের মোট ১৩ জন পদত্যাগ করার পরে ছাত্র সংঘর্ষ হল বর্ধমানের বিবেকানন্দ কলেজে। বুধবার পুলিশের সামনেই এই সংঘর্ষে সাত জন এসএফআই এবং তিন জন টিএমসিপি সমর্থক জখম হন বলে জানা গিয়েছে।
এ দিন দুপুরে ছাত্র সংসদের ওই ১৩ জন কলেজে পদত্যাগ করতে যান। সংসদের বর্তমান ও প্রাক্তন সাধারণ সম্পাদক চিরঞ্জীব সোম ও শুভদীপ সিংহেরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থপ্রতিম রায়ের সঙ্গে দেখা করে অভিযোগ করেন, সংসদ নির্বাচনে তারা বিপুল ব্যবধানে জেতার পরেও কলেজে ঢুকতে পারছেন না। টিএমসিপি-র সন্ত্রাসে ছাত্র সংসদের কাজকর্ম চালানোই দায় হয়ে উঠেছে। এমনকী এসএফআই সমর্থকদের পর্যন্ত কলেজে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। যাতে তাঁরা অন্তত পড়াশোনা করতে পারেন ও পরীক্ষা দিতে পারেন, সে জন্যই তাঁরা পদত্যাগ করছেন বলে জানান। |
চিরঞ্জীববাবুরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁদের আয় ও ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতে বলেন। তাঁরা দু’বছরের হিসাব বুঝিয়ে দেওয়ার পরে অধ্যক্ষ পদত্যাগপত্র জমা নেন। এসএফআইয়ের অভিযোগ, এর পরেই টিএমসিপি সমর্থকেরা দাবি করতে থাকেন, তাদের সন্ত্রাসের জেরে ওই ১৩ জন পদত্যাগ করছেন, এ কথা পদত্যাগপত্রে লেখা যাবে না। ছাত্র সংসদ পরিচালনায় ব্যর্থ হয়ে তাঁরা পদত্যাগ করছেন বলে লিখতে হবে বলে দাবি করে তারা। কিন্তু পদত্যাগ করতে আসা সদস্যেরা তা লিখতে অস্বীকার করেন। এর পরে ওই সদস্যেরা কলেজ ছেড়ে বেরোতে গেলে টিএমসিপি সমর্থকদের সঙ্গে বচসা বাধে। তা থেকে মারপিট শুরু হয়। পুলিশ এসেও পরিস্থিতি আয়ত্তে আনতে পারেনি। পরে বর্ধমান থানা থেকে বড় পুলিশ বাহিনী এসে দু’পক্ষকেই কলেজ থেকে বের করে দেয়।
টিএমসিপি-র নেতা গৌরব দেবনাথ, গোপাল দফাদারদের অভিযোগ, “আমরা এসএফআইয়ের উপরে হামলা চালাইনি। প্রায় চার লক্ষ টাকা গত দু’বছরে হাতে পেয়েও ওরা খরচের হিসাব দিতে পারেনি। কোনও কর্মসূচিও ছিল না। হিসাব দেওয়ার সময়ে পত্রিকা ও ক্রিকেটের সাজসরঞ্জাম বাবদ ভুয়ো খরচ দেখানো হয়েছে।”
ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থপ্রতিমবাবু বলেন, “তৃণমূলের ছাত্র সংগঠনের ছেলেরা পাঁচ বছরের হিসাব চেয়েছিল। তবে ছাত্র সংসদের নির্বাচিত সদস্যদের পক্ষে পাঁচ বছরের হিসাব দেওয়া সম্ভব ছিল না। তাই দু’বছরের হিসাব নিয়ে তাঁদের পদত্যাগপত্র জমা নিয়েছি।’’ তিনি আরও বলেন, “কলেজে মারপিটের ঘটনা অনভিপ্রেত। পুলিশকে পরিস্থিতির উপরে নজর রাখতে বলেছি।” বর্ধমান থানা সূত্রে জানা যায়, মারপিটের ঘটনায় কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি। |