|
|
|
|
চাপান-উতোর শুরু বাজকুলের হাড়গোড় নিয়েও |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বেনাচাপড়ার পরে বাজকুল। পশ্চিম মেদিনীপুরের মতো এ বার পূর্ব মেদিনীপুরেও হাড়গোড় উদ্ধারের ঘটনায় ক্রমশ জড়িয়ে পড়ছে সিপিএমের তাবড় নেতার নাম। বেনাচাপড়ায় কঙ্কাল-কাণ্ডে সরাসরি অভিযুক্ত পশ্চিম মেদিনীপুরের সিপিএম নেতা সুশান্ত ঘোষ ইতিমধ্যেই জেল হেফাজতে। তবে, বাজকুলে হাড়গোড়ের ঘটনায় সুশান্তবাবুর সঙ্গে লক্ষ্মণ শেঠ, দীপক সরকারের মতো প্রতাপশালী সিপিএম নেতাদের নাম জড়ালেও সরাসরি খুনের অভিযোগ দায়ের হয়নি। ঘটনার দিন চোদ্দো আগে এক সভায় ‘প্ররোচনা’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এই হাড়গোড় উদ্ধারের ঘটনায় ৪৮ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের অন্যতম দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম প্রধান শেখ ইস্রাফিলকে মঙ্গলবার মোবাইল ছিনতাই-সহ সন্ত্রাস ছড়ানোর ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। বুধবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ইস্রাফিলের জামিন মঞ্জুর করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালের ২৪ ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের খেজুরির বারাতলায় চার তৃণমূল কর্মী নিখোঁজ হওয়ার সময় সরাসরি কারও বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়নি। জনৈক অমিতাভ দাসের স্ত্রী অণিমাদেবীর অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়েছিল, তা ধামাচাপা পড়ে গিয়েছিল বাম জমানায়। সোমবার ভূপতিনগর থানার গড়বাড়ি-১ অঞ্চলে হাড়গোড়ের পাশাপাশি একটি কালো রঙের প্যান্ট উদ্ধার হওয়ার পরে নতুন করে সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে। ওই প্যান্টটি তাঁর স্বামীর দাবি করে মঙ্গলবার ভূপতিনগর থানায় লিখিত অভিযোগ করেন খেজুরির বারাতলার নিখোঁজ তৃণমূলকর্মী সুব্রত দাসের স্ত্রী অণিমাদেবী। হিমাংশু দাস, প্রজাপতি দাস, বিজন রায়দের মতো স্থানীয় সিপিএম নেতা-সহ ৪৮ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি। সঙ্গে দিন চোদ্দো আগে সিপিএমের এক সভায় প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য অভিযুক্ত করা হয়েছে লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষ, দীপক সরকারদের। অণিমাদেবীর অভিযোগ, ওই সভার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।
তবে পুরনো খুনের ঘটনাকে সামনে রেখে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণবাবুকে গ্রেফতারের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। দক্ষিণ কাঁথির তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, “বাম শাসন কালে সন্ত্রাসের রাজত্ব চালিয়েছেন লক্ষ্মণ শেঠ। সুশান্তবাবুর মতো তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালালে অনেক খুনের মামলার নিষ্পত্তি হবে।” সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কানু সাহু পাল্টা বলেন, “বারাতলার ঘটনার তদন্তের দাবি জানিয়ে ২০ অগস্ট এলাকায় সমাবেশ করে তৃণমূল। তার দু’দিন পরে বাজকুল থেকে হাড়গোড় উদ্ধার হল। সেই হাড়গোড় কার জানার আগেই বারাতলার ঘটনার সঙ্গে যোগ করে অভিযোগ দায়ের হল। এমনকী দলের প্রথম সারির নেতাদের নামও জড়ানো হল। পুরোটাই যে সাজানো, মানুষ ঠিক বুঝবেন।” |
|
|
|
|
|