নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চাহিদার ঘাটতিতে ধাক্কা খেয়েছে গাড়ি বিক্রি। ঘুরে দাঁড়াতে ভরসা আসন্ন উৎসবের মরসুম। নতুন গাড়ি এনে সেই বাজার ধরতেই ঝাঁপাচ্ছে সংস্থাগুলি। শেভ্রোলের ডিজেল চালিত নতুন বিট-এর পর এ বার নয়া ‘সুইফট’ আনল মারুতি। নতুন রূপে ‘জ্যাজ’ এনেছে হোন্ডা সিয়েল কার। ৩.৮৮ লক্ষ টাকায় (পেট্রোল) ভিস্তার নতুন মডেল আনার কথা জানিয়েছে টাটা মোটরসও। যার ডিজেল মডেলের দাম শুরু ৪.৭৯ লক্ষ টাকা থেকে।
এ দেশে ছোট গাড়ির বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। যেমন, আগামী মাসেই বাজারে আসবে হোন্ডা-র কম দামি ছোট গাড়ি ‘ব্রিও’। অক্টোবর বা নভেম্বরে নয়া ছোট গাড়ি (১০০০ সিসি -র চেয়েও ছোট ইঞ্জিন) আনবে হুন্ডাই মোটরস। সংশ্লিষ্ট সূত্রের মতে, যেটি মারুতির অল্টোর মূল প্রতিযোগী হবে।
এ নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ মারুতি। সম্প্রতি কলকাতায় নয়া সুইফট-এর উন্মোচন অনুষ্ঠানে এ প্রসঙ্গে মন্তব্য না করলেও, ম্যানেজিং এগ্জিকিউটিভ ডিরেক্টর ময়াঙ্ক পারেখ ফের জানান, খুব কম দামি গাড়ি তৈরির ভাবনা নেই। বরং বিভিন্ন দামের নতুন গাড়ি বা চালু গাড়ির মানোন্নয়ন করে (যেমন নয়া সুইফট) নতুন চেহারায় বাজারে এনে প্রতিযোগিতায় টিকে থাকাই লক্ষ্য।
পারেখ জানান, চাহিদার কারণে মানেসর কারখানায় সুইফটের উৎপাদন ক্ষমতা প্রায় ৫০% বাড়িয়েছেন। সেখানে দ্বিতীয় উৎপাদন ‘লাইন’-টিও আগামী মাসে চালু হওয়ার আশা। তখন কারখানাটির সার্বিক উৎপাদন ক্ষমতা বর্তমানের বার্ষিক ৩.৫ লক্ষ থেকে আরও ২.৫ লক্ষ বাড়বে। প্রসঙ্গত, কলকাতায় পেট্রোলচালিত নয়া সুইফট গাড়ির দাম (এক্স শো-রুম) ৪.৩৯ লক্ষ থেকে ৫.৬২ লক্ষ টাকার মধ্যে। ডিজেলে তা ৫.২৪ লক্ষ থেকে ৬.৪৬ লক্ষ টাকা। |