নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
অতিবৃষ্টির প্রভাব পড়ল পূর্বস্থলী ২ ব্লকের নার্সারি শিল্পে। নার্সারি মালিকদের দাবি, টানা বৃষ্টির জেরে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপের মূল গাছগুলিই নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছগুলি থেকেই চারাগাছ তৈরি হয়। তাই তাঁদের আশঙ্কা, শীতের শুরুতে এই তিন প্রজাতির ফুলের চারার পর্যাপ্ত জোগান দেওয়া যাবে না।
বহু বছর ধরেই পূর্বস্থলী ২ ব্লকের পারুলিয়া, শিবতলা, নবপল্লী-সহ বেশ কয়েকটি এলাকায় রয়েছে শ’দুয়েকেরও বেশি নার্সারি। শীত পড়তেই এই সব নার্সারির ব্যস্ততাও তুঙ্গে ওঠে। চাষিরা জমিতে চারাগাছ তৈরি করেন। আর সেই গাছ কিনতে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা পৌঁছে যান বিভিন্ন গ্রামে। চাষিরা জানান, পুজোর আড়াই মাস আগে থেকে তৈরি হয় জমি। যে জমির নরম মাটিতে দু’ভাবে তৈরি হয় চারাগাছ। গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপের চারাগাছ তৈরি হয় মূল গাছের ডাল থেকে। অন্য দিকে, ক্যালেন্ডুলা, ডালিয়া, সুইটেলিয়াম, ব্যাবিডল, ইনকার মতো ফুলচারা তৈরি হয় সরাসরি বীজ থেকে। |
সম্প্রতি টানা বৃষ্টিতে জল জমে যায় এই ব্লকের হাজার হাজার বিঘা চাষের জমিতে। নার্সারি মালিকদের দাবি, বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপের মূল গাছগুলি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গাঁদা গাছগুলি। তাঁদের যুক্তি, এই তিন প্রজাতির চারাগাছ মূল গাছ থেকে তৈরি না করলে ফুলের আকৃতি ছোট হয়ে যায়। তাই মরসুম শেষে কষ্ট করে বাঁচিয়ে রাখতে হয় মূল গাছটিকে। পলাশপুলির ফুলচাষি কালিশঙ্কর কুণ্ডু বলেন, “অল্প কিছু মূল গাছ যা বেঁচে রয়েছে, তার ডাল কেটেই চারা তৈরির কাজ শুরু হয়েছে। ফলে পুজোর আগে পর্যাপ্ত গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপের চারা তৈরি করা যাবে না। আমার মতো অবস্থা সকলেরই।” নার্সারির সঙ্গে যুক্ত গৌরশঙ্কর কুণ্ড, মহাদেব দত্ত, রাজু দে, কার্তিক পণ্ডিতদের কথায়, “পুজো আর শীতের শুরুতেই গাঁদাচারা চান ক্রেতারা। বৃষ্টির জন্য এ বার কোনও মতেই পর্যাপ্ত গাঁদাচারা তৈরি করা সম্ভব হবে না।”
পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মানসী দাস বলেন, “এলাকার হাজার হাজার মানুষ নার্সারি শিল্পের সঙ্গে যুক্ত। টানা বৃষ্টির জেরে যে তাঁদের যে ক্ষতি হয়েছে, তা ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, এলাকার বিকল্প চাষ হিসেবে ফুলের চারাগাছ তৈরি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে সম্প্রতি অতিবৃষ্টিতে বহু নার্সারি ক্ষতির মুখে পড়ছে। বিষয়টি মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। |