টুকরো খবর

ব্যবসায় দুর্নীতি বাড়ছে, উদ্বিগ্ন টাটা
দুর্নীতি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যে ব্যবসা বা শিল্প ক্ষেত্রেও দুর্নীতি যে ভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে উদ্বেগ জানিয়েছেন রতন টাটার মতো শিল্পপতি। নয়াদিল্লির রামলীলা ময়দানে অণ্ণা হজারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রভাব পড়েছে শিল্প মহলেও। মুম্বইয়ে এক অনুষ্ঠানে রতন টাটা বলেছেন, “দুর্নীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আপনি যদি মনে করেন, এতে অংশ নেবেন না, তা হলে আপনাকে ব্যবসায় লাভের অনেকটাই ছেড়ে দিতে হবে।” রতন টাটা মনে করেন, লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেই শুধু নয়, বরাত পাইয়ে দেওয়া, চুক্তির শর্ত বদলের জন্যও দুর্নীতির রমরমা শুরু হয়েছে। তাঁর মন্তব্য, “এবড়ো-খেবড়ো মাঠে খেলার মতো। আপনি না খেললে (অর্থাৎ ঘুষ না দিলে) সুযোগ থেকে বঞ্চিত হবেন। আর সেই জন্যই ব্যবসা ক্ষেত্রের একটা বড় অংশকে খুবই সতর্ক থাকতে হয়।” ব্যবসায় আসা নতুন মুখদের কাছে রতন টাটা প্রায়ই একটা প্রশ্ন শোনেন, “আপনি কেন ঘুষ দেওয়া-নেওয়ার পক্ষে নন?” তিনি বলেন, “আমি মাথা উঁচু করে বাঁচতে চাই।”

ব্যবসা বাড়াতে উদ্যোগ পিএনবি-র
ক্রেডিট কার্ডের ব্যবসা বাড়াতে উদ্যোগী হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। এ জন্য কস্ট অ্যাকাউন্ট্যান্টদের সংগঠন আই সি ডব্লিউ এ আই-এর সঙ্গে জোট বেঁধে যৌথ ব্র্যান্ড-নামে ক্রেডিট কার্ড আনল তারা। যা ওই সংগঠনের সদস্যরাই শুধু পাবেন। বিশেষ পেশার ব্যক্তিদের সংগঠনের সঙ্গে মিলে তাঁরা এই প্রথম আলাদা ক্রেডিট কার্ড ছাড়লেন বলে জানান পিএনবি-র সিএমডি কে আর কামাথ। এর পাশাপাশি বুধবার ফিকি-র ব্যাঙ্কিং কনক্লেভে প্রধান বক্তা কামাথ ক্রমাগত সুদ বৃদ্ধি প্রসঙ্গেও আশঙ্কা জানান। তিনি বলেন, এতে বেশি সমস্যা হতে পারে ছোট ও মাঝারি শিল্পের। এ দিকে, চলতি বছর ও আগামী বছরের গোড়ায় প্রায় ৯ হাজার কর্মী-অফিসার নিয়োগ করবে বলে জানিয়েছে পিএনবি। অর্থবর্ষের প্রথম তিন মাসে তাদের ব্যবসা ২৫.৪% বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। নিট মুনাফা ৩.৪% বেড়ে হয়েছে ১১০৫ কোটি টাকা।

রেশম নিয়ে কর্মশালা
বন্য রেশম সুতো কাটার প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেবে ‘কেন্দ্রীয় রেশম শিল্পবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান’। আগামী ১২-২৩ সেপ্টেম্বর এই কর্মশালা চলবে বেঙ্গালুরুতে ওই কেন্দ্রের প্রাঙ্গণে। যোগ দিতে পারেন রেশম শিল্পোদ্যোগী, ব্যবসায়ী, এই শিল্পের সঙ্গে যুক্ত সুতো বয়নকারী ও ছাত্র-ছাত্রীরা। নাম নথিভুক্ত করতে ফোন করা যাবে ০৮০-২৬২৮২৩২৪ বা ০৮০-২৬২৮২৩১৬ নম্বরে।

ক্রেডিট কার্ড সুরক্ষায়
ক্রেডিট কার্ড নকল করে জালিয়াতি আটকাতে এ বার বিশেষ ‘সুরক্ষা প্রযুক্তি’ আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেগুলিতে ‘ইউরো পে, ‘মাস্টার কার্ড অ্যান্ড ভিসা’ বা ‘ইএমভি’ চিপ থাকবে, যার মধ্যে গ্রাহকের সব তথ্য থাকবে এবং তা সহজে নকল করা যাবে না বলে দাবি কর্তৃপক্ষের। ইউরোপে ক্রেডিট কার্ডে এই ইএমভি প্রযুক্তি ব্যবহার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.