l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
অর্ডিন্যান্স নয়, সিঙ্গুরের জমি ফেরাতে আসছে বিল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অর্ডিন্যান্স নয়, সিঙ্গুরের জমি ফেরাতে নতুন বিলই আনছে রাজ্য সরকার। সেই জন্য রাজ্য বিধানসভার অধিবেশনও এগিয়ে আনা হচ্ছে। আগে ঠিক ছিল, ওই অধিবেশন বসবে ২৪ জুন। ‘পরিবর্তিত’ পরিস্থিতিতে তা বসছে আগামী সোমবার, ১৩ জুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন, অর্ডিন্যান্স জারি করে সিঙ্গুরের হাজার একর জমিই নিয়ে নিচ্ছে সরকার। রাজ্যপাল ওই দিন অর্ডিন্যান্স সই করেছেন বলেও তিনি জানিয়েছিলেন। ওই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিরোধী শিবিরে। বিরোধীরা অভিযোগ করেন, বিধানসভা চালু থাকা অবস্থায় সভাকে এড়িয়ে ওই অর্ডিন্যান্স করা হয়েছে। ওই কাজ ‘সংবিধান-বিরোধী’। শুক্রবারই অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অর্ডিন্যান্স নয়। সিঙ্গুরের জমি ফেরাতে আগামী মঙ্গলবার বিধানসভায় পুরোদস্তুর বিল আনা হচ্ছে। তাঁর কথায়, “অর্ডিন্যান্স আনছি না। কিন্তু আমরা দেরি করব না। সিঙ্গুরের মানুষেরা খুব কষ্টে রয়েছেন। আগামী ১৩ তারিখ বিধানসভা শুরু হচ্ছে। পরের দিনই রাজ্য সরকারের পক্ষ থেকে একমাত্র সিঙ্গুরের জমি ফেরতের ওই বিলটি আনছি।” প্রশাসনিক সূত্রের খবর, অর্ডিন্যান্সটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিঙ্গুরের বিষয়ে তিনি কোনও ‘আপস’ করতে নারাজ। বস্তুত, প্রশাসনের একাংশের তরফে সিঙ্গুরের জমি সংক্রান্ত বিলের সঙ্গেই আসন্ন অধিবেশনে আরও কিছু বিল আনার একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সর্বাগ্রে সিঙ্গুর। বাকি সব পরে হবে!
বিস্তারিত...
দেশ জুড়ে প্রচারে নামবে ‘আক্রান্ত’ সিপিএম
•
‘দায়-বিমুখ’ কারাটের জন্য অস্বস্তির জোড়া কাঁটা
•
বিক্ষোভ সামলাতে কংগ্রেস পিছোতে চান কারাট
রানা-রায়ে হতাশ কেন্দ্র, খোঁচা বিজেপির
নিজস্ব প্রতিবেদন
মুম্বই সন্ত্রাস মামলায় অব্যাহতিই পেয়ে গেল তাহাউর রানা। পাক বংশোদ্ভূত কানাডার এই নাগরিকের বিরুদ্ধে ওই জঙ্গি হামলা চালানোয় সাহায্যের অভিযোগ ছিল। শুধু তা-ই নয়, সরকারপক্ষ সওয়াল করেছিল, ২৬/১১য় অন্যতম মূল অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানা ওই হামলার ষড়যন্ত্র সম্পর্কে প্রথম থেকেই ওয়াকিবহাল ছিল এবং পাকিস্তানে সংশ্লিষ্ট জঙ্গিদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। কিন্তু শিকাগোর আদালতে কোনও অভিযোগই টেকেনি। কেন, তা সবিস্তার জানা যায়নি। তবে মুম্বই হানায় জড়িত থাকার দায় থেকে রানাকে রেহাই দেওয়ার ব্যাপারে ১২ সদস্যের জুরি দ্বিধাবিভক্ত ছিল। আদালত অবশ্য রানাকে মুম্বই সন্ত্রাসে অভিযুক্ত লস্কর-ই-তইবাকে সাহায্য করা এবং ডেনমার্কে একটি সংবাদপত্রে হামলার পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত করেছে। এ জন্য রানার ৩০ বছর পর্যন্ত জেল হতে পারে। এ দিন রায় শুনে রানা হতভম্ব হয়ে যান। মুম্বই সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ থেকে রানা মুক্তি পাওয়ায় স্বভাবতই হতাশ নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, ১৯ জুলাই ভারত-মার্কিন কৌশলগত আলোচনার জন্য নয়াদিল্লি আসছেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। সেই বৈঠকে ভারতীয় নেতৃত্ব বিষয়টি তুলবেন। রানা-মামলায় প্রকৃত তথ্যপ্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে মার্কিন প্রশাসনকে অনুরোধ জানানো হবে।
বিস্তারিত...
বিনোদন
বিজ্ঞান
‘গুরুত্বহীন’ মন্ত্রিত্বে অনীহা মনোজের
সঞ্জয় সিংহ • কলকাতা
মন্ত্রী হওয়ার পরে এক সপ্তাহও কাটেনি, তার মধ্যেই মন্ত্রিত্ব ছাড়তে চাইলেন রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী কংগ্রেসের মনোজ চক্রবর্তী। তাঁর বক্তব্য, যে দফতর তাঁকে দেওয়া হয়েছে, সেটি ‘গুরুত্বহীন’। মনোজবাবুর কথায়, “আমি তো বাচ্চা ছেলে নই যে, মন্ত্রিত্ব নামক ললিপপ চুষব! দরকার কী লোক দেখানো মন্ত্রী সেজে থাকার। বিধায়ক হয়েও তো মানুষের জন্য কাজ করা যায়!” তাঁর মন্ত্রিত্ব ছাড়া নিয়ে কংগ্রেস-তৃণমূলের ‘সম্পর্ক তিক্ত’ হবে কিনা জানতে চাইলে মনোজবাবু বলেন, “তা কেন! আমি কংগ্রেসের বিধায়ক হিসাবে আমাদের জোট সরকার জনস্বার্থে যা যা কর্মসূচি নিয়েছে তা রূপায়ণে কাজ করব। আসলে আমি তো মন্ত্রী হয়েছিলাম কাজ করব বলেই। বহরমপুরের মানুষের কাছে আমার তো একটা দায়বদ্ধতা আছে! কিন্তু বিধানসভার বাইরে তো মন্ত্রী হিসাবে আমার কাজ নেই। আমাকে যদি পরিষদীয় দফতরের সঙ্গে অন্য কোনও দফতরের দায়িত্ব দেওয়া হত তাহলেও একটা কথা ছিল!” তাঁর এই ‘ক্ষোভে’র কথা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জানাননি তা নিয়ে প্রশ্নের জবাবে মনোজবাবু বলেন, “আমার দল আমাকে মন্ত্রী করেছে। ফলে, আমি ক্ষোভের কথা দলীয় নেতৃত্বকেই জানাচ্ছি। তা ছাড়া, মমতাদি মুখ্যমন্ত্রী। উনি ব্যস্ত থাকেন। আমার ধরা ছোঁয়ারও বাইরে। ওঁকে বিরক্ত করার দরকার নেই।
”
বিস্তারিত...
পচন ধরা হাত নিয়ে শৌচাগারের পাশে রোগী
সুস্মিত হালদার • কৃষ্ণনগর
‘অন্তঃসত্ত্বা’ মহিলার গর্ভে অস্ত্রোপচারের পরে বাচ্চা নয়, পাওয়া গিয়েছিল ‘গ্যাস’! কিন্তু, আল্টাসোনোগ্রাফি করলেই তো অস্ত্রোপচার এড়ানো যেত। চিকিৎসকের সাফাই ছিল, ‘পরিকাঠামো নেই।’ কৃষ্ণনগরের সেই জেলা সদর হাসপাতাল থেকে মেরেকেটে তিন কিলোমিটার দূরে শক্তিনগর হাসপাতালও সেই পরিকাঠামোর অজুহাতেই হাসপাতালের শৌচাগারের সামনে টানা চার দিন ধরে ফেলে রাখল হাতে পচন ধরে যাওয়া এক ভবঘুরেকে। কর্তব্যরত চিকিৎসক থেকে নার্স, বছর পঞ্চাশের চিত্তরঞ্জন সাউ নামে ওই রোগীর পাশ দিয়ে দিনভর হেঁঁটে গেলেও এ ক’দিনে এক বারের জন্যও ফিরে তাকানোর সময় পাননি। কেন? যাঁর তত্ত্বাবধানে ওই রোগী ভর্তি হয়েছেন সেই চিকিৎসক জয়ন্ত পাঠক নির্বিকার গলায় বলছেন, “ও তো পাগল, ওষুধ দিলেও খায় না।”‘পাগল’-কে নিয়ে আর কে মাথা ঘামায়! অতএব, গত চার দিন ধরে ওই হাসপাতালের শৌচাগারের সামনেই খোলা মেঝেতে পড়ে রয়েছেন ওই বৃদ্ধ। চিকিৎসকদের তেমন হেলদোল না হলেও গত কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি অন্যান্য রোগীর আত্মীয়েরা এ ব্যাপারে সোচ্চার হয়েছেন। তাঁরা সুপারের কাছেও দরবার করেছেন। কিন্তু চিত্তরঞ্জনবাবুর জন্য শয্যা বরাদ্দ হয়নি। হাসপাতালে ভর্তি এক রোগীর আত্মীয় পিন্টু মজুমদার বলেন, “ভাবতেই পারছি না একটা মানুষকে ওই ভাবে শৌচাগারের সামনে ফেলে রেখে দেওয়া যায়। হাসপাতালের কারও-ই কী চোখে পড়ছে না?”
বিস্তারিত...
চোরাশিকারি পালালেও মিলল
তাজা গুলি আর রাইফেল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলিতে চোরাশিকারিদের দৌরাত্ম্য চলছেই। বৃহস্পতিবার রাতে কোচবিহার বন বিভাগের অন্তর্গত জলদাপাড়ার জঙ্গলে টহল দেওয়ার সময়ে বনকর্মীরা ৪ জন চোরাশিকারিকে ঘোরাঘুরি করতে দেখেন। বনকর্মীরা শূন্যে ৪ রাউন্ড গুলি ছুঁড়ে চোরাশিকারিদের তাড়া করেন। শেষ পর্যন্ত তাদের ধরা না গেলেও ঘটনাস্থল থেকে আধুনিক একটি রাইফেল, ১৬ রাউন্ড গুলি-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। প্রাথমিক ভাবে ওই দুষ্কৃতীরা নাগাল্যান্ডের বাসিন্দা বলে সন্দেহ করা হচ্ছে। গণ্ডার শিকার করতেই তাঁরা ওই জঙ্গলে ঢোকে বলে মনে করছেন বনকর্তারা। চোরাশিকারিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কোচবিহারের বন্যপ্রাণী বিভাগের ডিএফও বলেন, “জলদাপাড়া পশ্চিম রেঞ্জের তোর্সা ইস্ট কর্নারে কুনকি হাতির পিঠে চড়ে নজরদারির সময়ে চার জনকে দেখতে পান বনকর্মীরা। ওই দুষ্কৃতীরা বনকর্মীদের উপরে হামলারও চেষ্টা করে। গণ্ডার শিকারের জন্য চোরাশিকারিরা জড়ো হয়েছিল বলে মনে হচ্ছে।” সম্প্রতি মহানন্দা অভয়ারণ্যে বাদরঝোরা এলাকা থেকে দু’টি হাতির পচাগলা দেহ উদ্ধার হয়েছিল। তার মধ্যে একটি হাতির মাথার খুলিতে দু’টি গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থল থেকে মিলেছে চোরাশিকারিদের তৈরি মাচাও। চোরাশিকারিরাই ওই দুটি হাতিকে মেরেছে বলে সন্দেহ বন দফতরের স্থানীয় কর্তাদের। তার কিছু দিন পরেই জলদাপাড়ায় চোরাশিকারি আনাগোনার প্রমাণ মেলায় উদ্বিগ্ন বনকর্তারা। বনমন্ত্রী হিতেন বর্মন নিজে ঘটনাস্থল ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “দফতরের কর্মীদের তৎপরতায় জলদাপাড়ার জঙ্গলে রাইফেল, গুলি উদ্ধার সম্ভব হয়েছে। বন্যপ্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। আমি নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যেতে চাইছি।”
বিস্তারিত
...
প্রদীপ ভট্টাচার্য ভারপ্রাপ্ত প্রদেশ কংগ্রেস সভাপতি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
সর্বভারতীয় কংগ্রেস সূত্রে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। আজ এআইসিসি-র তরফে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা শাকিল আহমেদ আনুষ্ঠানিক ভাবে জানালেন, প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব আপাতত পালন করবেন রাজ্যের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসাবে জঙ্গিপুরের বিধায়ক মহম্মদ শোহরাবকে মনোনীত করা হয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রদীপবাবুর ‘সুসম্পর্ক’ সুবিদিত। তিনি কংগ্রেসে ‘জোটপন্থী’ নেতা হিসাবেই পরিচিত। কংগ্রেস শীর্ষ সূত্রের ব্যাখ্যা, তাঁকে প্রদেশ সভাপতির দায়িত্ব দিয়ে মমতাকেও বার্তা দিল কংগ্রেস হাইকম্যান্ড। অর্থাৎ, কংগ্রেস যেমন চায় না যে, দিল্লিতে তাদের নেতৃত্বাধীন সরকারে তৃণমূল কোনও অস্থিরতা তৈরি করুক, তেমনই তারাও রাজ্যে মমতার নেতৃত্বাধীন সরকারকে বিব্রত করতে চায় না। বরং ‘পারস্পরিক সুসম্পর্ক’ বজায় রাখতে চায়।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
বিমানবন্দরে মেট্রোপথ
যাবে মাটির তলা দিয়ে
অবৈধ স্কুলগাড়ির
দাপট চলছেই শহরে
রাজ্য
যোজনা বরাদ্দ নিয়ে
প্রণবের দ্বারস্থ অমিত
বনাঞ্চলে মাওবাদী ঠেকাতে
মমতার হাতিয়ার উন্নয়নই
দেশ
গ্লুকোজ-স্যালাইন,
তবু অনশনে অনড়
মৈত্রী এক্সপ্রেসে যাত্রী টানতে
যাত্রার দিন বদল দু’পারেই
বিদেশ
দেশে ফেরার ‘ইচ্ছা’ নিয়েই
লন্ডনে সমাহিত হুসেন
ব্যবসা
এক বছরে অর্ধেক
শিল্প বৃদ্ধির হার
ল্যান্ড অব মিউজিক, ন্যাচারাল
বিউটি অ্যান্ড হেরিটেজ
খেলা
সিনিয়ররা বিশ্রাম চাইতেই পারে
চুনী ফিরলেও তাঁর
চেয়ার নিয়ে ধোঁয়াশা
স্বাস্থ্য
হাসপাতালে জেলাশাসক,
মিলল পরিবর্তনের আশ্বাস
ভোট শেষেও শিবির
হচ্ছে না, সঙ্কটে ব্লাডব্যাঙ্ক
জীবজগত্
বটানিক্যাল সাফ
করতে হবে ৩ দিনে
দূষণের জেরে বদলাচ্ছে
ইছামতীর জলের রঙ
সম্পাদকীয়
পশ্চিমবঙ্গ শতায়ু হউক
জঙ্গিদের ভাঙন
কলকাতা
৩৭.৬/২৮.১
আজকের দিনে
•
১১৮৪
খ্রিষ্টপূর্ব:
ইরাস্টোস্থেনিসের
মতানুসারে ট্রয় নগরীর ধ্বংস।
•
১৫৭২:
ব্রিটিশ নাট্যকার বেন জনসনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.