l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
অনাহার শুনলে দু’ঘণ্টার
মধ্যে খাবার দিন: খাদ্যমন্ত্রী
প্রশান্ত পাল • পুরুলিয়া
আমলাশোলের পরে বাম জমানায় ফের অনাহারে মৃত্যুর অভিযোগ উঠেছিল পুরুলিয়ার বাঘমুণ্ডিতে। অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষা বাঘমুণ্ডির পাথরডি গ্রামে কার্যত না খেতে পেয়েই মারা গিয়েছিলেন পাতু মুড়া। যদিও আরও বহু ‘অনাহারে মৃত্যু’র মতো তা ‘প্রমাণ’ করা যায়নি। বাম জমানার অবসানের পরে সেই অযোধ্যা পাহাড়ের নীচে আড়শা ব্লকের কলাবনি গ্রামে গিয়ে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী বললেন, “অনাহারে মৃত্যুর অভিযোগ পেলে কেউ রেহাই পাবেন না। তিনি আমার দফতরের আধিকারিক হোন বা রেশন ডিলার। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।” সরকারি সফরসূচি অনুযায়ী শুক্রবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রথম গন্তব্য ছিল আড়শারই খুকড়ামুড়া গ্রাম। কিন্তু ওই গ্রামটি পুরুলিয়া-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের একেবারে পাশে শুনেই তিনি যাওয়া বাতিল করেন। তাঁর জেদ, “আমি প্রত্যন্ত গ্রামে যেতে চাই।” অগত্যা মন্ত্রীকে নিয়ে যাওয়া হল শবর-খেড়িয়া অধ্যুষিত অকড়বাইদ গ্রামে। এবং এক ঝটকায় গণবণ্টন ব্যবস্থার বেআব্রু ছবি চলে এল তাঁর সামনে। অকড়বাইদে গিয়ে মন্ত্রী শোনেন, সেখানকার বাসিন্দারা আগে সপ্তাহে পাঁচ কেজি করে চাল পেতেন। এখন পান দু’কেজি করে।
বিস্তারিত...
জেল হাজতে দিল মহম্মদ,
৪ জনের খোঁজে সিবিআই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
সাত দিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এ বার সাত দিনের জেল হেফাজত হল দিল মহম্মদের। গড়বেতার এই সিপিএম-কর্মীকে গত ১৫ মে খড়কুশমা থেকে পুরোনো একটি অস্ত্র-আইনের মামলায় গ্রেফতার করেছিল জেলা পুলিশ। ছোট আঙারিয়া মামলায় দশ বছর ধরে ‘ফেরার’ অভিযুক্ত দিল জেলবন্দি রয়েছেন জেনে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। গত শনিবার মেদিনীপুরের সিজেএম নরেন্দ্রনাথ দাশগুপ্ত ৭ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। সেই মেয়াদ শেষে শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে নিজেদের হেফাজতে রাখার মেয়াদ বৃদ্ধির জন্য তারা আর আবেদন করেনি। বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৭ তারিখ অভিযুক্তকে আদালতে হাজির করানোর দিনে তাঁর হাতে মামলার চার্জশিটের কপি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী তাপস বসু। প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রের ইঙ্গিত। এই মামলায় আরও ৪ অভিযুক্ত--মোক্তার শেখ, আজিজুল মিদ্যা, আবদুল খান ও প্রশান্ত পাল ‘ফেরার’। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, ওই ৪ জনের খোঁজে নতুন করে তল্লাশি শুরু হয়েছে।
বিস্তারিত...
বর্গাজমির দখল নিয়ে সংঘর্ষে মৃত্যু গড়বেতায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও তমলুক
বর্গাজমি দখল ঘিরে বিবাদের জেরে প্রাণ হারালেন এক সিপিএম সমর্থক। বৃহস্পতিবার বিকেলের পরে সংঘর্ষ বাধে গড়বেতার উত্তরবিল সংলগ্ন ন্যাকড়াশোল গ্রামে। অভিযোগ, মাথায় তৃণমূল সমর্থকদের লাঠির আঘাতেই প্রাণ হারান লক্ষ্মীকান্ত সর্দার (৫৫)। ৩ জন গ্রেফতার হয়েছেন। অন্য অভিযুক্তদেরও খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ২০ বিঘে জমি ৩২ জন বর্গাদার মিলে চাষ করতেন। সবাই সিপিএম সমর্থক। লক্ষ্মীকান্তও অন্যতম। রাজ্যে পালাবদলের পরে গড়বেতাতেও এখন তৃণমূলের প্রভাব বাড়ছে। তৃণমূল সমর্থক স্থানীয় গরিব মানুষজন সেই বর্গাজমি ‘দখল’ করতে যান বলে অভিযোগ। বচসা থেকে মারামারি বাধে। দু’পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময়েই মাথায় আঘাত পান লক্ষ্মীকান্তবাবু। গুরুতর আহত অবস্থায় গড়বেতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে মারা যান। বৃহস্পতিবার রাতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ বাধে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা এলাকাতেও। দু’পক্ষ মিলিয়ে আহত হন ১০ জন। দুই সিপিএম সমর্থকের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ভর্তি করা হয় তমলুক জেলা হাসপাতালে।
বিস্তারিত...
‘নির্দোষ’ দুই শিক্ষকের মুক্তির দাবি
জানিয়ে স্মারকলিপি পড়ুয়াদের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
অভিযোগ প্রিয় দুই গৃহশিক্ষককে পুলিশ ‘সন্দেহে’র জেরে গ্রেফতার করেছে। যার ফলে সাত দিন ধরে বন্ধ পড়াশোনা। এর প্রতিবাদে এবং ‘নির্দোষ’ দুই শিক্ষকের মুক্তির দাবিতে পথে নামল শ’খানেক স্কুলপড়ুয়া। এই উদ্দেশ্যে গণস্বাক্ষরও সংগ্রহ করে তারা। পরে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে শুক্রবার এ ব্যাপারে স্মারকলিপিও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার রামচন্দ্রপুর গ্রামে। ঘটনার সূত্রপাত হয়, রামচন্দ্রপুর গ্রামে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে পুলিশ গ্রেফতার করতে গেলে। গত ৩ জুন সন্ধ্যায় বনগাঁ থানার পুলিশ রামচন্দ্রপুর গ্রামের এক যুবককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করতে গেলে গ্রামের মানুষের একাংশ পুলিশের উপরে চড়াও হয়। অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তাঁরা। পুলিশ তা না করে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এর পরেই গ্রামবাসীরা সুটিয়া রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ সেখানে গেলে তাদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হতে থাকে।
বিস্তারিত...
ডিএনএ পরীক্ষার নির্দেশ বহাল হাইকোর্টেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ছেলে বা মেয়ে কার কাছে থাকবে, তা নিয়ে মা ও বাবার টানাটানির মামলা অভিনব কিছু নয়। কিন্তু এ বার কন্যাসন্তানের পিতৃত্ব নিয়েই সংশয়। হাইকোর্টে প্রশ্ন উঠল, ওই মেয়ে কার? বাবা কে? সাড়ে তিন বছরের শিশুটির নাম নিশা। তার মা কৃষ্ণা সাঁতরার দাবি, কিশোর সাঁতরা তাঁর স্বামী এবং তিনিই নিশার বাবা। কিন্তু কিশোরের বক্তব্য, তিনি নিশার বাবা নন। এই সমস্যা কেন? আসলে কিশোর ও কৃষ্ণার বিয়ের তিন মাস পরেই নিশার জন্ম হয় এবং যাবতীয় জটিলতার শুরু সেখান থেকেই। নিম্ন আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতে আপত্তি মায়ের। তা হলে সমাধান হবে কী ভাবে? কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের নির্দেশ, ডিএনএ পরীক্ষাই করতে হবে। কারণ, ডিএনএ পরীক্ষাই এই সমস্যা মেটানোর একমাত্র পথ। বিচারপতি মনে করেন, এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্পর্কের খাতিরে ওই পরীক্ষা করা জরুরি তো বটেই। সর্বোপরি শিশুটির নিজের প্রকৃত পরিচয় জানার অধিকার আছে। বড় হয়ে শিশুটিকে যাতে বিড়ম্বনায় পড়তে না-হয়, সেই জন্য তাকে সংশয়াতীত ভাবে তার পিতৃপরিচয় জানাতে হবে।
বিস্তারিত...
কে কোথায় জমি পাবেন, চলছে হিসেবনিকেশ
গৌতম বন্দ্যোপাধ্যায় • সিঙ্গুর
রাত থেকেই চলছিল নাচানাচি। ভোরের আলো ফুটতে না ফুটতেই গোটা সিঙ্গুর নেমে এসেছিল রাস্তায়। সবুজ আবিরে আবিরে আকাশ-বাতাসের রঙও যেন বদলে গিয়েছিল। উৎসবে গা ভাসালেও সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটির নেতারা জানালেন, এখন অনেক দায়িত্ব। কোথায় কত জমি কাকে ফেরত দেওয়া হবে, তার প্রাথমিক হিসেব-নিকেশ শুরু করে দেওয়া হয়েছে শুক্রবার থেকেই। কমিটি সূত্রের খবর, প্রকল্প এলাকার মধ্যে মূলত চারটি জায়গার জমি অনিচ্ছুক চাষিদের ফেরত দেওয়ার জন্য চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিক হিসেব মতো, গোপালনগর মৌজার ঘোষপাড়া, সাহানাপাড়া, কোলেপাড়া এবং উজ্জ্বল সঙ্ঘ এলাকায় ২০০-২৫০ একর জমি আছে। উত্তর বাজেমিলিয়া লাগোয়া এলাকা থেকে প্রায় ৪০ একর জমি পাওয়া যাবে। বেড়াবেড়ি পূর্বপাড়ায় মিলবে অন্তত ৭০ একর। জয়মোল্লাতেও ৭০ একর জমি ফেরত হতে পারে। এ ছাড়াও, ৪৬ একর জমি আছে তালিকাভুক্ত বর্গাদারদের, যাঁরা কৃষিজমি রক্ষা কমিটিতে সামিল হয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন। সেই জমিও ফেরত দেওয়া যেতে পারে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
পৃথক জেলা
চায় ইসলামপুর
‘গেটওয়ে অফ ডুয়ার্স’
হেরিটেজ জোন হচ্ছে
দক্ষিণবঙ্গ
চোর সন্দেহে গণপ্রহারে
মৃত্যু দেগঙ্গায়, ধৃত ১
গাড়ির ছাদে উঠলে
এ বার জরিমানা
বর্ধমান
‘সন্ত্রাস’, নালিশ
ফের সিপিএমের
সমবায় কর্মীর
অপমৃত্যু ভাতারে
পুরুলিয়া
বাবার সঙ্গে টালি বেচেও
মাধ্যমিকে সফল বিকাশ
যুবকের চেষ্টায় রেললাইন
থেকে উদ্ধার শিশুকন্যা
মুর্শিদাবাদ
দুর্ঘটনা এড়াতে ১১
দফা নির্দেশ মুর্শিদাবাদে
পদ্মা সরে যাওয়ায়
শুকিয়েছে মাথাভাঙা
মেদিনীপুর
বন্যা রোধে মাস্টার
প্ল্যান কার্যকর হবে
বর্গাজমির দখল নিয়ে
সংঘর্ষে মৃত্যু গড়বেতায়
কলকাতা
৩৭.৬/২৮.১
আজকের দিনে
•
১১৮৪
খ্রিষ্টপূর্ব:
ইরাস্টোস্থেনিসের
মতানুসারে ট্রয় নগরীর ধ্বংস।
•
১৫৭২:
ব্রিটিশ নাট্যকার বেন জনসনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.