ছোট আঙারিয়া মামলা |
জেল হাজতে দিল মহম্মদ, ৪ জনের খোঁজে সিবিআই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাত দিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এ বার সাত দিনের জেল হেফাজত হল দিল মহম্মদের। গড়বেতার এই সিপিএম-কর্মীকে গত ১৫ মে খড়কুশমা থেকে পুরোনো একটি অস্ত্র-আইনের মামলায় গ্রেফতার করেছিল জেলা পুলিশ। ছোট আঙারিয়া মামলায় দশ বছর ধরে ‘ফেরার’ অভিযুক্ত দিল জেলবন্দি রয়েছেন জেনে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। গত শনিবার মেদিনীপুরের সিজেএম নরেন্দ্রনাথ দাশগুপ্ত ৭ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। সেই মেয়াদ শেষে শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে নিজেদের হেফাজতে রাখার মেয়াদ বৃদ্ধির জন্য তারা আর আবেদন করেনি। বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। |
|
মেদিনীপুর আদালত চত্বরে দিল মহম্মদ। রামপ্রসাদ সাউ |
আগামী ১৭ তারিখ অভিযুক্তকে আদালতে হাজির করানোর দিনে তাঁর হাতে মামলার চার্জশিটের কপি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী তাপস বসু। প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিটও দেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রের ইঙ্গিত। এই মামলায় আরও ৪ অভিযুক্ত--মোক্তার শেখ, আজিজুল মিদ্যা, আবদুল খান ও প্রশান্ত পাল ‘ফেরার’। সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, ওই ৪ জনের খোঁজে নতুন করে তল্লাশি শুরু হয়েছে। প্রশান্ত পালকে অবশ্য ২০০২-এর ২৫ সেপ্টেম্বর সিবিআইয়ের একটি দল সানমুড়া গ্রামের বাড়ি থেকে এক বার পাকড়াও করেছিল। কিন্তু গ্রামবাসীরা তাঁকে ছিনিয়ে নেয়। গড়বেতা থানার পুলিশ বন্দি-ছিনতাই সংক্রান্ত অভিযোগ নিতে চায়নি বলে আদালতে জানায় সিবিআই। পরে শালবনি থানায় অভিযোগ দায়ের হয়।
এই প্রশান্তই ২০০১-এর ৪ জানুয়ারি ছোট আঙারিয়ায় তৃণমূল-কর্মী বক্তার মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগ, গুলিবর্ষণে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ। যে ঘটনায় অন্তত ৫ জন নিহত হন বলে তৃণমূল শিবিরের দাবি। যদিও আজ পর্যন্ত কোনও দেহের খোঁজ মেলেনি। রাজ্যে পালাবদলের পরে গত কয়েক দিন ধরে অবশ্য গড়বেতা ও তার আশপাশে সেই সব দেহাবশেষ উদ্ধারে একাধিক জায়গায় মাটি খোঁড়াখুঁড়ি চলছে। তথ্যপ্রমাণের অভাবে এক দফা ভেস্তে যাওয়া মামলায় অনেকে নতুন করে সাক্ষ্য দেওয়ার আগ্রহ প্রকাশও করেছেন। প্রয়োজনে বক্তার-সহ একাধিক জনের জবানবন্দি বিচারকের কাছে নতুন করে নথিভুক্ত করানো হবে বলেও জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। শুক্রবারই কলকাতায় সিবিআই দফতরে ডেকে পাঠিয়ে বক্তারকে এক দফা জিজ্ঞাসাবাদও করেছেন সিবিআইয়ের এসপি এম এন সিংহ। |
|