|
|
|
|
গাড়ির ছাদে উঠলে এ বার জরিমানা |
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
ট্রেকার এবং ছোট গাড়ির ছাদে উঠে যাতায়াত রুখতে এ বার কড়া পদক্ষেপ নেবে পুলিশ। আপাতত উলুবেড়িয়া এবং বাগনান এই দু’টি শহরে অভিযান চালানো হবে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ট্রেকার এবং গাড়ির ছাদে যাঁরা উঠবেন, ধরা পড়লে ওই যাত্রী এবং গাড়ির চালক উভয় পক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দু’পক্ষেরই মোটা টাকা জরিমানা করা হতে পারে বলে জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন।
সম্প্রতি পর পর বাগনান এবং উলুবেড়িয়ায় অটো রিকশা, ট্রেকার এবং ছোট গাড়ি দুর্ঘটনায় পড়ে। অনেকে আহত হন। দু’জনের মৃত্যু হয়। কয়েক দিন আগে বীরশিবপুর থেকে বোয়ালিয়া যাওয়ার সময়ে একটি ট্রেকারের ছাদ থেকে দু’জন যাত্রী নীচে পড়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ট্রেকারটির বেশ গতি ছিল। রাস্তার ধার থেকে যাত্রী তোলার জন্য আচমকা চালক ব্রেক মারেন। তার ঝাঁকুনিতে ছাদ থেকে ওই দু’জন যাত্রী পড়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত হয়ে একজন যাত্রী উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মারা যান। |
|
নিজস্ব চিত্র। |
ওই সব ঘটনার পরেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। পুলিশের বক্তব্য, বাগনান এবং উলুবেড়িয়ায় বেশির ভাগ অটো রিকশা, ট্রেকার এবং ছোট গাড়ির কোনও বৈধ পারমিট নেই। ফলে দুর্ঘটনা ঘটলে ওই সব গাড়ির হতাহত যাত্রীরা সরকারি নিয়মানুযায়ী কোনও ক্ষতিপূরণের টাকা পান না। মৃত্যু হলে পান না বিমার টাকা। মাঝে মাঝে জেলা পরিবহণ দফতরের পক্ষ থেকে বেআইনি এইসব গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না। দুই পাশের পা-দানি, ছাদ এমনকী পিছনের বাম্পারে পর্যন্ত যাত্রীরা উঠে পড়েন। বাড়তি যাত্রীর ভিড় সামলাতে না-পেরেই নিয়ন্ত্রণ হারিয়ে অনেক গাড়ি দুর্ঘটনায় পড়ে।
পর পর কয়েকটি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি জেলা পুলিশের কর্তারা বৈঠক করেন। তাতেই ঠিক হয় আইনি-বেআইনি সব ধরনের অটো রিকশা, ট্রেকার এবং ছোট গাড়িগুলি যাতে মাত্রাতিরিক্ত যাত্রী তুলতে না-পারে সে জন্য নিয়মিত অভিযান চালানো হবে। বাগনান এবং উলুবেড়িয়া এই দু’টি শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সাদা পোশাকের পুলিশ টহল দেবে। ছাদ, পা-দানি এবং বাম্পারে যাত্রী তোলা হয়েছে দেখতে পেলেই পুলিশ ধরবে।
উলুবেড়িয়ার এসডিপিও তন্ময় সরকার বলেন, “অটো রিকশা, ট্রেকার এবং ছোট গাড়িগুলির বেপরোয়া যাত্রী তোলা বরদাস্ত করা হবে না। অনেক চালক আমাদের কাছে জানিয়েছেন, যাত্রীরা জোর করে ছাদে উঠে পড়েন যাতে কম ভাড়ায় যাতায়াত করা যায়। তাই এই সব যাত্রীদেরও ছাড়া হবে না।” কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে খুঁটিনাটি স্থির করে খুব শীঘ্রই অভিযানে নামা হবে বলে এসডিপিও জানিয়েছেন। |
|
|
|
|
|