|
|
|
|
খানাকুলে যাত্রিবাহী বাস উল্টে খালে |
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
যাত্রিবাহী বাস উল্টে পড়ে জখম হলেন প্রায় ৩৫ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুলের সাইবোনা মাইলপোস্টের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে প্রায় ২০ ফুট নীচে খালে পড়ে যায়। আহতদের মধ্যে এক মহিলা-সহ ৮ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনকে পাঠানো হয় খানাকুল গ্রামীণ হাসপাতালে। পুলিশ পরে বাসটি ক্রেনের সাহায্যে তোলে। |
|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৫টা নাগাদ তারকেশ্বর থেকে বাসটি খানাকুলের গড়েরঘাটের দিকে রওনা দেয়। পৌনে ৭টা নাগাদ গাড়ির সামনের একটি অংশ ভেঙে সেটি নিয়ন্ত্রণ হারায়। খালে জল কম ছিল বলে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। স্থানীয় মানুষই উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশ আসে।
এই ঘটনার পরে স্থানীয় মানুষ কিছু ক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, খানাকুলের সঙ্গে আরামবাগ, কলকাতা, তারকেশ্বর যাওয়ার মূল রাস্তাটি দীর্ঘ দিন ধরে খারাপ। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে। গাড়ির ক্ষতি হচ্ছে। কয়েক বার রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধও হয়েছে। কিন্তু রাস্তা মেরামত করা হচ্ছে না।
আরামবাগ মহকুমা পূর্ত দফতরের (সড়ক) সহকারী বাস্তুকার সৌম্য চট্টোপাধ্যায় জানান, রাস্তাটির এই অংশ মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে। কিন্তু কেউ আগ্রহ না দেখানোয় কাজ এগোয়নি। ওই রাস্তার বেশ কিছু অংশ কাজ হচ্ছে এবং হয়েওছে। |
|
|
|
|
|