|
|
|
|
সমবায় কর্মীর অপমৃত্যু ভাতারে |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দীর্ঘ দিন ধরেই তহবিল তছরুপ ও দুর্নীতির অভিযোগ উঠছিল ভাতারের কুবাজপুর কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে। সরকারে ক্ষমতায় রদবদলের পরে সেই অভিযোগের তদন্তও শুরু হয়েছিল। বুধবার স্থানীয় বাসিন্দারা দফতরে তালাও লাগিয়ে দেন। তার দু’দিনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হল ওই সমবায়ের খেড়ুয়া শাখা অফিসের ক্যাশিয়ার শিশির ঘোষালের (৪৬)।
সম্প্রতি এআরসিএস দফতরের অফিসারেরা কুবাজপুর কৃষি সমবায় দফতরে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেন। তাঁরা নথিপত্র পরীক্ষা শুরু করেছিলেন বলে জেলা সমবায় দফতর সূত্রে খবর। ভাতারের বিধায়ক বনমালি হাজরা দাবি করেন, প্রাথমিক তদন্তের পরেই দেখা গিয়েছিল, এই তছরুপ হওয়া অর্থের পরিমাণ প্রায় এক কোটি টাকা। আমরা আগে বারবার হিসাব চাইলেও বাম নেতারা তা ধামাচাপা দিতে থাকেন। বুধবার এলাকার কয়েক জন কুবাজপুর সমবায় দফতরে তালাও লাগিয়ে দেন।
এর পরে এ দিন অস্বাভাবিক মৃত্যু হয় শিশিরবাবুর। ভাতার থানার ওসি সঞ্জয় কুণ্ডু জানান, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তাতে সমবায়ে আর্থিক নয়ছয়ের কথা জানানো হয়েছে। তবে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও লেখা হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে মৃতের পরিবারের লোকজন অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। |
|
|
|
|
|