টুকরো খবর |
|
ঝিলু পঞ্চায়েতে আস্থা ভোটে জিতল তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
ঝিলু ১ পঞ্চায়েত ফের দখল করল তৃণমূল। শুক্রবার পঞ্চায়েত দফতরে ছিল আস্থা ভোট। সিপিএম প্রধান কল্যাণী সর্দার সেই ভোটে পরাজিত হন। কল্যাণীদেবীর বিরুদ্ধে তৃণমূলের পাঁচ সদস্য ছাড়াও সিপিএমের পঞ্চায়েত সদস্য, স্থানীয় পদিমপুর গ্রাম থেকে হাসিনা বিবিও ভোট দেন। এ দিন কড়া নিরাপত্তার মধ্যে আস্থা ভোট নেওয়া হয়। তবে কল্যাণীদেবী ও পঞ্চায়েত সদস্য ওরম্বা হাজরা সভায় উপস্থিত ছিলেন না। ২০ জুন প্রধান নির্বাচন হবে। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান ঝুলন মাঝির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন দলেরই সদস্য মোবেশ্বর মির্জা ও আদুরি বিবি। তাঁদের সঙ্গে ছিলেন সিপিএমের তিন সদস্য ওরম্বা হাজরা, হাসিনা বিবি ও কল্যাণী সর্দার। অনাস্থা প্রস্তাবের দিন ওই পাঁচ জনের সঙ্গে প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান, কংগ্রেসের গোলাম গাউস। কংগ্রেস-তৃণমূল জোটের পঞ্চায়েত ভেঙে গিয়ে ক্ষমতায় আসে সিপিএম। সঙ্গে ছিলেন তৃণমূল সদস্যরাও। পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন সিপিএমের কল্যাণী সর্দার এবং উপপ্রধানের পদ পান তৃণমূলের মোবেশ্বর মির্জা। |
|
প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃতের নাম কৃত্তিবাস ঘোষ (৫০)। বাড়ি কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের কল্যাণপুর গ্রামে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কল্যাণপুরের কাছে বিষ্ণুপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিষ্ণুপুর গ্রামে হরিনাম সংকীর্তনের আসর বসে। আসর শেষে প্রসাদ খাওয়ার সময়ে বেশ কয়েকজন আচমকা কৃত্তিবাসবাবুর মাথায় শাবল নিয়ে আঘাত করে বলে অভিযোগ। তিনি পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শুক্রবার কাটোয়া মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে মৃতের ভাই বিফল ঘোষ বলেন, “আমি ঘটনাস্থলেই ছিলাম। আচমকা কয়েকজন মিলে হামলা চালায়। তাদের মধ্যে সাত জনকে চিনতে পেরেছি।” প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, গত বছর জুলাই মাসে কল্যাণপুর ঘাটে খুন হন কানাইলাল ঘোষ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কৃত্তিবাসবাবু। বৃহস্পতিবার রাতের খুন তারই বদলা বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, ভাগীরথী ঘাটে ইজারাদার নিয়ে গোলমালের জেরে এই ঘটনা। |
|
সাহিত্য পরিষদের অফিসে মিলল অস্ত্র |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বন্ধ থাকা বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান শাখা অফিস থেকে উদ্ধার করা হলো ১০টি তরোয়াল, রড, লাঠি ইত্যাদি অস্ত্র। শুক্রবার বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের খোসবাগান পাড়ার এই বন্ধ থাকা সাহিত্য পরিষদ অফিসটি নতুন করে খোলা হয় তৃণমূলের বর্ধমান পুরসভার বিরোধী দলনেতা সমীর রায়ের তত্ত্বাবধানে। তবে অফিস খোলার পরেই এই অস্ত্র মেলায় সমীরবাবুরা বর্ধমান থানায় খবর দেন। পুলিশ ও র্যাফের উপস্থিতিতে অস্ত্রগুলি নিয়ে যাওয়া হয়। সমীরবাবুর অভিযোগ, এই সাহিত্য পরিষদ অফিস দীর্ঘদিন ধরেই সিপিএমের লোকেরা দখল করে রেখেছিল। এ দিন ওই অফিসের তালা খুলে সাহিত্য পরিষদের সদস্যেরা ঢুকে দেখেন অস্ত্রের পাশাপাশি, পুরসভার কিছু নথিপত্র, অন্তর্দ্বয় অন্ন যোজনার ফাইল, বিপিএলের তালিকার কাগজপত্র এই অফিসে রয়েছে। |
|
বধূ খুনে যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বধূ খুনের অভিযোগে কাটোয়ার জেলা ও দায়রা বিচারক অতনু রায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। শুক্রবার এই সাজা ঘোষণার পাশাপাশি তাদের ১৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। দোষীরা হলেন, মৃতার স্বামী ভণ্ডুল বৈরাগ্য ও শাশুড়ি সন্ধ্যা বৈরাগ্য। এই ঘটনায় দোষী সাব্যস্ত হন বধূর শ্বশুর আনন্দবাবুও। কিন্তু সাজা ঘোষণার আগেই কাটোয়া উপ সংশোধনাগারে তাঁর মৃত্যু হয়। কাটোয়া শহরের কাছে পানুহাটের বাসিন্দা মিঠুদেবীর সঙ্গে মোস্তাফাপুরের ভণ্ডুলের বিয়ে হয়। ২০০৬-এর জুন মাসে মিঠুদেবীকে পুড়িয়ে মারা হয়। সরকারি আইনজীবী উদয়শঙ্কর মুখোপাধ্যায় বলেন, “মৃত্যুর আগে মিঠুদেবী চিকিৎসকের কাছে জবানবন্দি দেন। তার ভিত্তিতেই এ দিন বিচারক রায় ঘোষণা করেন।” |
|
কর্মী-বদলি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা আদালতের মোট ১৫ জন কর্মীকে বদলি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন কর্মীরা। স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের তরফে এই বিক্ষোভ দেখানো হয়েছে আদালতের সেরেস্তাদার ডগরু সোরেনের কাছে। বিক্ষোভকারীদের দাবি, অন্যায় ভাবে এই কর্মীদের নির্দিষ্ট সময়ের আগেই বদলি করে দেওয়া হচ্ছে জেলার অন্য আদালতে। ডগরুবাবু বলেন, “এই বদলি রুটিনমাফিকই হচ্ছে। কর্মীরা অহেতুক বিক্ষোভ দেখাচ্ছেন।” |
|
দুর্নীতির অভিযোগ, ধৃত প্রধান |
নিজস্ব সংবাদদাতা • জামালপুর |
দুর্নীতিতে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান, সচিব ও এক আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার জামালপুর থানার পাঁচড়া পঞ্চায়েতের প্রধান ইমদাদুল হক, সচিব সুদর্শন মালিক এবং আধিকারিক সুব্রত সাহানাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, একশো দিনের কাজের প্রকল্পে টাকা নয়ছয়-সহ বেশ কয়েকটি বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল ওই তিন জনের বিরুদ্ধে। বিডিও এ ব্যাপারে তদন্ত শুরু করার পরে অভিযুক্তেরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা না-মঞ্জুর হয়। এর পরে ব্লক প্রশাসনের নির্দেশ অনুযায়ী এ দিন পুলিশ তিন জনকে গ্রেফতার করে। |
|