আহত জাহির, শ্রীসন্থ যাচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজ
সিনিয়ররা বিশ্রাম চাইতেই পারে
য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সফরে যাচ্ছে না জাহির খান আর শ্রীসন্থ। ব্রেকিং নিউজটা দেখাতে না দেখাতে নিশ্চয়ই তর্ক শুরু হয়ে গিয়েছে। সেই দেশ বনাম ক্লাব, সেই আইপিএলের সাইড এফেক্টস নিয়ে আলোচনা।
একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না। আইপিএলে খেলো না বললেই হয়ে গেল? ক্রিকেটারদের কাছে আইপিএলের গুরুত্ব কতটা, এক বার ভেবে দেখুন। কেউ চাইবে নিজের ইচ্ছেয় আইপিএলের উত্তেজনা থেকে সরে দাঁড়াতে? আর ভারতীয় বোর্ডের কাছেও তো আইপিএল সোনার ডিম পাড়া হাঁসের মতো। ক্রিকেটবিশ্বের কাছে ভারতীয় বোর্ড যে প্রাধান্য পায়, আইপিএল না থাকলে এতটা পেত?
দীপ দাশগুপ্তসত্যি কথা বলতে, আইপিএলের চেয়ে কি ভারত বনাম বাংলাদেশ সিরিজ বেশি আকর্ষণীয়? বা ভারত বনাম জিম্বাবোয়ে? আমি যেটা বলতে চাইছি, লোককে বুঝতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ সফরটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সিনিয়ররা চাইলে এই সফর থেকে বিশ্রাম চাইতেই পারে। পরপর বিশ্বকাপ আর আইপিএল খেলার যথেষ্ট ধকল রয়েছে। শুধু শারীরিক নয়, প্রচণ্ড মানসিক ধকলও সহ্য করতে হয় ক্রিকেটারদের।
তবে হ্যাঁ, এই ব্যাপারে ভারতীয় বোর্ডকে একটা কড়া স্টান্স নিতে হবে, যাতে মিডিয়ায় এ সব নিয়ে খামোখা বিতর্ক না তৈরি হয়। বোর্ডের উচিত ক্রিকেটারদের ডেকে বলে দেওয়া যে দেখো, এ বছর এই তিনটে বিদেশ সফর আছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। এর মধ্যে প্রথম সফরটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তোমরা সিনিয়ররা চাইলে বিশ্রাম নিয়ে নিতে পারো। এই সফরটায় আমরা তরুণদের একটা সুযোগ দিচ্ছি। তবে পরের দুটো সফরের জন্য তোমাদের পুরোপুরি ফিট হয়ে যেতে হবে। যাতে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা দেশের সেরা এগারো জন ক্রিকেটারকে খেলাতে পারি। ওই দুটো সফর নিয়ে কোনও রকম আপস করা চলবে না। আমার মনে হয় তা হলে ক্রিকেটাররাও অনেক খোলা মনে খেলতে পারবে। খোলাখুলি কথা হয়ে গেলে সমর্থকদেরও মনে হবে না যে তাদের কোনও ভাবে ঠকানো হল।
ইংল্যান্ড সফরে রেফারেল সিস্টেম ব্যবহার করা নিয়েও একপ্রস্ত বিতর্ক চলছে। আমাদের বুঝতে হবে যে, ইউডিআরএস নিয়ে ভারতীয় বোর্ডের নিজস্ব একটা মতামত আছে। আর যা মনে হচ্ছে, সেটা থেকে তারা নড়বে না। বোর্ডের যুক্তি হচ্ছে, রেফারেল সিস্টেমটা একশো শতাংশ নির্ভুল নয়। হকআই দেখে বল কোন অ্যাঙ্গেলে আসত, সেটা ঠিকঠাক বোঝা যায় না। ব্যক্তিগত ভাবে আমার মনে হয় ইউডিআরএস আসলে ক্রিকেটে কিছুটা ভারসাম্য আসবে। এটা তো এখন অনেকটাই ব্যাটসম্যানদের খেলা। রেফারেল সিস্টেম আসলে খেলায় বোলারদের ভূমিকা কিছুটা বাড়বে। তবে শেষ পর্যন্ত বোর্ড যা চাইবে, তা-ই পাবে। আপনার বা আমার এটা নিয়ে তর্ক করে কোনও লাভ নেই।

দলে জায়গা পেলেন মিঠুন, প্রবীণ
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন জাহির খান এবং শ্রীসন্থ। তাঁদের জায়গায় দলে এসেছেন অভিমন্যু মিঠুন এবং প্রবীণ কুমার। জাহির ডান গোড়ালিতে চোট পেয়েছেন। শ্রীসন্থ ডান কনুইতে।
First Page Khela Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.