সিরিজ আজই জিততে চায় ভারত |
সংবাদসংস্থা • অ্যান্টিগা |
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের ফয়সলা শনিবারই করে ফেলতে চায় ভারত। পাঁচ ম্যাচের সিরিজে সুরেশ রায়নারা এখন ২-০ এগিয়ে। ভারতীয় শিবিরের কাছে সুখবর, তৃতীয় এক দিনের ম্যাচের জন্যও ক্রিস গেইলকে দলের বাইরে রাখা হয়েছে। চতুর্থ ওয়ান ডে-র দল অবশ্য ঘোষণা করা হয়নি। ওই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে পারে গেইলের।
শুধু গেইল নয়, শনিবারের ম্যাচে ডোয়েন ব্রাভো এবং রবি রামপলকেও বিশ্রাম দিচ্ছে ক্যারিবিয়ান বোর্ড। শোনা যাচ্ছে, বোর্ডের কাছে বিশ্রামের আবেদন করেছেন ব্রাভো। তাঁর জায়গায় দলে এসেছেন জামাইকার ডানজা হায়াত। যিনি ভারতের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেছিলেন। রামপলও প্রচুর ক্রিকেট খেলে ক্লান্ত বলে জানিয়েছেন। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে আরও বিপর্যস্ত দেখাচ্ছে ক্যারিবিয়ানদের। পাশাপাশি সিরিজ জয়ের কাজ অনেকটাই সহজ হয়ে গেল ভারতের জন্য। |
|
এই হাসিটা ধরে রাখতে চায় ক্যাপ্টেন-কোচ নতুন জুটি। |
ওয়েস্ট ইন্ডিজ দলে কেমার রোচ এবং আন্দ্রে রাসেলের মতো বিধ্বংসী দুই পেসার থাকলেও ব্যাটিং সহায়ক উইকেটে রায়না-পার্থিব-কোহলিদের আটকাতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। বিশেষ করে যখন অ্যান্টিগার এই উইকেটে তিনশো রান ওঠা অস্বাভাবিক নয়। তার উপর এই মাঠে চারটে ম্যাচের মধ্যে একটাও জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। ২০০৭ বিশ্বকাপে এই মাঠেই ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন।
শনিবার ম্যাচের আগে অ্যান্টিগার মাঠ নিয়েও কিছুটা দুশ্চিন্তা থাকছে। ২০০৯-এ শেষ টেস্ট খেলা হয়েছিল স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে মাত্র দশ বল খেলা হয়েছিল। আউটফিল্ডে খুব বেশি বালি ছিল বলে আম্পায়াররা মাঠটাকে খেলার অযোগ্য বলে ঘোষণা করে দিয়েছিলেন। |
|
প্র্যাক্টিস সেরে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম ছাড়ছেন বিরাট কোহলি। শুক্রবার। -এএফপি |
তরুণ ভারতীয় ক্রিকেটাররা অবশ্য ক্যারিবিয়ান পরিবেশের সঙ্গে বেশ ভাল ভাবেই মানিয়ে নিয়েছেন। ইউসুফ পাঠান ছাড়া বাকি সব ব্যাটসম্যান রানের মধ্যে আছেন। প্রথম দুটো এক দিনের ম্যাচে রায়নার তরুণ দল দেখিয়ে দিয়েছে, সচিন-সহবাগ-ধোনিদের অনুপস্থিতিতে তারা একেবারেই ভেঙে পড়েনি। পোর্ট অব স্পেনে পরপর দুটো ম্যাচ জিতে জয়ের ছন্দে রয়েছেন রায়নারা। সফরের শুরুতে টি-টোয়েন্টি ম্যাচ জেতার পর প্রথম এক দিনের ম্যাচে বোলাররা ভারতকে জেতালেন। পরের ম্যাচে ব্যাটসম্যানরা। রায়নার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফর এখন পর্যন্ত ভারতের জন্য খুব ভাল যাচ্ছে।
|
|