|
|
|
|
ল্যান্ড অব মিউজিক, ন্যাচারাল বিউটি অ্যান্ড হেরিটেজ |
পর্যটক টানতে বই প্রকাশ |
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
নতুন আঙ্গিকে প্রকাশিত হল ‘গেটওয়ে অব ডুয়ার্স—ময়নাগুড়ি, ল্যাণ্ড অব মিউজিক, ন্যাচারাল বিউটি অ্যাণ্ড হেরিটেজ’ নামে ট্যুরিস্ট গাইড। ময়নাগুড়ি পর্যটন উন্নয়ন কমিটি তরফে পর্যটকদের ভ্রমণের সুবিধার জন্য শুক্রবার ৩৬ পৃষ্ঠার ওই গাইড বই প্রকাশ করেন কমিটির চেয়ারম্যান তথা ময়নাগুড়ির বিডিও সম্রাট চক্রবর্তী। গত ২ ফেব্রুয়ারি জল্পেশ মেলায় ছোট আকারে প্রথম গাইড বইটি প্রকাশ করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে তা শেষ হয়ে যায়। এর পরেই আরও তথ্য ও রঙিন ছবি দিয়ে নতুন আঙ্গিকে বইটি ফের প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিও বলেন, “গাইড বইটির চাহিদা এতটা হবে ভাবতে পারিনি। বিভিন্ন জেলা থেকে প্রচুর ফোন পেয়েছি। কিন্তু তাঁদের চাহিদা মেটাতে পারিনি। তাই ময়নাগুড়িকে ঘিরে পর্যটন শিল্প বিকাশের কথা ভেবে নতুন রূপে বইটি প্রকাশ করা হল।” কী আছে নতুন সংস্করণে? বিডিও জানান, নতুন বইয়ে পর্যটকরা প্রয়োজনীয় রুট ম্যাপ পেয়ে যাবেন। এ ছাড়াও রয়েছে ময়নাগুড়ির ভৌগলিক অবস্থান, মানচিত্র, আবহাওয়া, জনসংখ্যা এবং এলাকার সংক্ষিপ্ত প্রাচীন ইতিহাস। হাতি, বাইসন, গন্ডারের পাশাপাশি পর্যটকরা সেখানে পেয়ে যাবেন বর্ণময় লোকসংস্কৃতির সন্ধান। ছবি সহ দর্শণীয় স্থানের বিবরণ দেওয়া হয়েছে ‘ইয়োর ডেস্টিনেশন’ নামে বিভাগে। বাগডোগরা বা এনজেপি থেকে ময়নাগুড়ির দূরত্ব। সেখান থেকে কেমন করে তিনবিঘা করিডোর বা ভুটানে পর্যটকরা পৌছবেন সেটাও তুলে ধরা হয়েছে। সমস্যায় পড়লে যে সমস্ত নম্বরে যোগাযোগ করবেন তার ব্যাখ্যা রয়েছে ‘হট লাইন’ বিভাগে। দাম রাখা হয়েছে একশো টাকা। পর্যটন কমিটির সদস্য তথা ময়নাগুড়ি কলেজ অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “নতুন গাইড বইটি পর্যটকদের অনেক দিনের প্রত্যাশা পূরণ করবে।” |
|
|
|
|
|