মুদ্রাস্ফীতির উপর রাশ টানতে রিজার্ভ ব্যাঙ্কের সুদ বৃদ্ধির দাওয়াই শেষ পর্যন্ত শাঁখের করাত হয়ে দাঁড়াল
ভারতীয় অর্থনীতির সামনে। শিল্পোৎপাদন বৃদ্ধির হারকে তা এপ্রিলে টেনে নামাল ৬.৩ শতাংশে। যা আগের বছরের একই সময়ের ১৩.১ শতাংশের অর্ধেকেরও কম। শিল্প বৃদ্ধি কমায় এ দিন সেনসেক্সও পড়েছে ১১৬ পয়েন্ট।
চলতি ২০১০-’১১ অর্থবর্ষে চড়া মুদ্রাস্ফীতির জেরে সার্বিক আর্থিক বৃদ্ধি ৯ শতাংশের লক্ষ্যমাত্রা না-ও ছুঁতে পারে, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সেই ইঙ্গিত আগেই দিয়েছেন। রাজস্ব আদায় আশানুরূপ না-হওয়ার আশঙ্কাও জানিয়েছেন তিনি। শুক্রবার তার সঙ্গে শিল্প বৃদ্ধি অর্ধেকে নেমে আসায় পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। চড়া সুদে ঋণ নিতে গিয়ে জেরবার শিল্পমহল। চাহিদা কমে যাওয়াও শিল্প বৃদ্ধি কমার অন্যতম কারণ বলে মনে করছেন অর্থ মন্ত্রকের মুখ্য উপদেষ্টা কৌশিক বসু। রিজার্ভ ব্যাঙ্ক যে এর ফলে আগামী ঋণনীতিতে ভিন্ন পথে হাঁটতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন কৌশিকবাবুও। |