টুকরো খবর

মারুতিতে ধর্মঘটে নিষেধাজ্ঞা হরিয়ানার
মারুতির মানেসর কারখানার ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা জারি করল হরিয়ানা সরকার। পাশাপাশি, দু’পক্ষই তাদের অবস্থানে অনড় বলে রফাসূত্র খুঁজতে বিষয়টি শ্রম আদালতের কাছে পাঠিয়েছে তারা। নির্দেশকে স্বাগত জানিয়েছে মারুতি। গত শনিবার থেকে চলা এই ধর্মঘটের সাত দিনে সংস্থার ক্ষতি প্রায় ২৭০ কোটি টাকা। এ দিকে এই ধর্মঘট গুড়গাঁও-মানেসর এলাকার গোটা গাড়ি শিল্পে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। দাবি মানা না-হলে অন্য সংস্থার কর্মীরাও বিক্ষোভের হুমকি দিয়েছেন।

লাভাসার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ পরিবেশ মন্ত্রকের
ফের বিপাকে লাভাসার শৈলনগরী প্রকল্প। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অভিযোগ, তাদের ছাড়পত্র ছাড়াই ‘বেআইনি’ ভাবে ৬৮১ হেক্টরে শৈলনগরীর একাংশ নির্মাণের কাজ চালিয়েছে লাভাসা। এ জন্য সংস্থার বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারকেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রক। কী ব্যবস্থা নেওয়া হল, যত তাড়াতাড়ি সম্ভব তা পরিবেশ মন্ত্রককে জানিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। পুণেতে২০০০ হেক্টর জুড়ে ওই শৈলনগরী গড়ার কথা হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানির শাখা সংস্থা লাভাসার। প্রকল্পের মূল্যায়ন করতে গিয়ে অনিয়ম চোখে পড়ায় রাজ্যকে শুক্রবার চিঠি লিখে অভিযোগ জানায় কেন্দ্র। বিভিন্ন সময়েই বিতর্কে জড়ানো এই প্রকল্প এখন বম্বে হাইকোর্টে বিচারাধীন। মূল্যায়ন কমিটি শর্তসাপেক্ষে প্রকল্পের প্রথম পর্যায়ে সায় দেওয়ার সুপারিশ করেছে। ১৫ জুন তা আদালতে পেশ করার পরই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তবে কমিটির সুপারিশকে স্বাগত জানিয়েছে লাভাসা।

কলকাতা-ফুকেত উড়ান চালুর ইঙ্গিত

কলকাতা থেকে সরাসরি তাইল্যান্ডের ফুকেতে উড়ান চালাতে চায় মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়া। সংস্থা জানিয়েছে, কলকাতা থেকে ব্যাঙ্কক যাত্রীদের ৪৪% যান ফুকেতে। ভারতে সংস্থার আঞ্চলিক ম্যানেজার সুরেশ নায়ার শুক্রবার বলেন, “সমীক্ষা চালাচ্ছি। এখন ফুকেত গেলে ব্যাঙ্ককে বিমান বদলাতে হয়। সরাসরি উড়ান থাকলে খরচ ৩০% কমবে।” কলকাতা থেকে সপ্তাহে কুয়ালা লামপুরে ৩টি ও ব্যাঙ্ককে ৭টি উড়ান চালায় সংস্থা। তাদের দাবি, দু’টি উড়ানেই নিয়মিত ৮০% যাত্রী হচ্ছে। শুক্রবার থেকে তিন দিনের জন্য দক্ষিণ কলকাতার একটি শপিং মলে স্টল করা হয়েছে। যেখানে সরাসরি ওই দুই রুটের বিমান টিকিট মিলবে ২৫% কম দামে।

বায়ুবিদ্যুৎ উৎপাদনে পা নালকোর
অ্যালুমিনিয়াম উৎপাদক সংস্থা নালকো নামছে বায়ুবিদ্যুৎ উৎপাদনে। অন্ধ্রপ্রদেশে কাডাপা জেলার গণ্ডিকোটা-এ ৫০.৪ মেগাওয়াটের একটি প্রকল্প গড়ার পরিকল্পনা সংস্থার। লগ্নির অঙ্ক ২৭৪ কোটি টাকা। প্রকল্পটি বিকল্প বিদ্যুৎ উৎপাদনকারী সুজলন এনার্জির মাধ্যমে রূপায়িত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে নালকো। সংস্থার চেয়ারম্যান-ম্যানেজিং ডিরেক্টর বি এল বাগরা জানিয়েছেন, নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি (নালকো) বেশ কিছু দিন যাবৎ বিকল্প বিদ্যুতের হাত ধরে ব্যবসা বাড়ানোর কথা ভাবছে। বায়ুবিদ্যুৎ উৎপাদনে পা রাখার এই পরিকল্পনা সেই উদ্যোগেরই অঙ্গ। সংস্থা সূত্রের খবর, প্রতিটি ২.১ মেগাওয়াট ক্ষমতার ২৪টি বায়ুবিদ্যুতের টার্বাইন জেনারেটর বসানো হবে। প্রস্তাবটি ইতিমধ্যেই অনুমোদন করেছে নালকো পরিচালন পর্ষদ। উৎপাদন ক্ষমতার ২২ শতাংশের সদ্ব্যবহার করা যাবে বলে মনে করছে সংস্থা। বাগরা জানিয়েছেন, আট মাসের মধ্যেই প্রকল্প সম্পূর্ণ হবে বলে আশা তাঁদের। তার পর উৎপাদিত বিদ্যুৎ অন্ধ্রের রাজ্য গ্রিডে সরবরাহ করা হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম মাফিক, যে কোনও সংস্থাকেই তার বিদ্যুতের চাহিদার অন্তত ৫ শতাংশ বিকল্প বিদ্যুৎ থেকে মেটাতে হবে। সে ক্ষেত্রে এই প্রকল্প গড়ার দৌলতে নালকো-র সেই দায়বদ্ধতা পূরণ করাও সম্ভব হবে বলে মত কর্তৃপক্ষের।

বিমা ব্যবসায় মুকেশ
বিমা ব্যবসায় এলেন মুকেশ অম্বানী। ফরাসি সংস্থা এএক্সএ-র সঙ্গে সাধারণ ও জীবন বিমা, দুই ক্ষেত্রের যৌথ উদ্যোগে নিজেদের ৭৪% মালিকানাই বেচে দিল ভারতী। যা কিনে নিয়ে এ ক্ষেত্রে পা রাখল মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ।

Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.