কলকাতা থেকে সরাসরি তাইল্যান্ডের ফুকেতে উড়ান চালাতে চায় মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়া। সংস্থা জানিয়েছে, কলকাতা থেকে ব্যাঙ্কক যাত্রীদের ৪৪% যান ফুকেতে। ভারতে সংস্থার আঞ্চলিক ম্যানেজার সুরেশ নায়ার শুক্রবার বলেন, “সমীক্ষা চালাচ্ছি। এখন ফুকেত গেলে ব্যাঙ্ককে বিমান বদলাতে হয়। সরাসরি উড়ান থাকলে খরচ ৩০% কমবে।” কলকাতা থেকে সপ্তাহে কুয়ালা লামপুরে ৩টি ও ব্যাঙ্ককে ৭টি উড়ান চালায় সংস্থা। তাদের দাবি, দু’টি উড়ানেই নিয়মিত ৮০% যাত্রী হচ্ছে। শুক্রবার থেকে তিন দিনের জন্য দক্ষিণ কলকাতার একটি শপিং মলে স্টল করা হয়েছে। যেখানে সরাসরি ওই দুই রুটের বিমান টিকিট মিলবে ২৫% কম দামে।
|