মাথায় ‘ভগবানের হাত’, দেবের ‘শত্রু’-দমন

ড়াইটাকে যদি একটা লম্বা টেনিস ম্যাচের সঙ্গে তুলনা করা যায়, তাহলে বলতেই হবে, প্রথম সেট কিন্তু ৬-৪ জিতে নিয়েছেন দেব।
সামনে আরও চারটি সেট বাকি।
‘শত্রু’ আর ‘পাগলু’-র প্রথম সপ্তাহের বাণিজ্য মোটামুটি এ রকম একটা ছবিই দিচ্ছে।
৩ জুন একই সঙ্গে মুক্তি পায় এই সময়কার সবচেয়ে বড় মাপের ছবি দু’টি। ‘শত্রু’তে নায়ক জিৎ, ‘পাগলু’তে দেব। প্রথম সপ্তাহের ব্যবসার অঙ্ক যা বলছে, তাতে ‘পাগলু’ ইতিমধ্যেই নতুন রেকর্ড গড়ে ৪ কোটি ১৫ লক্ষ টাকা তুলে ফেলেছে। তুলনায় অনেকটাই পিছিয়ে ‘শত্রু’। তার ঝুলিতে এখনও পর্যন্ত ২ কোটি ৬৫ লক্ষ টাকা উঠেছে।
তা সত্ত্বেও ‘ম্যাচ’ এখনও শেষ হয়নি। কারণ, প্রথম সপ্তাহে দর্শক ‘পাগলু’ দেখতে বেশি ভিড় জমিয়েছেন ঠিকই। কিন্তু ছবির রিপোর্ট কার্ডে এগিয়ে রয়েছে ‘শত্রু’। অর্থাৎ হলফেরত দর্শক ‘শত্রু’-কে বেশি পছন্দ নম্বর দিয়েছেন। ‘পাগলু’র চেয়ে বেশি সংখ্যক দর্শক জানিয়েছেন, ‘শত্রু’ তাঁদের মনে ধরেছে।

তা হলে? প্রথম সেট ৬-৪। আরও চার সেট খেলা বাকি।
প্রথম সেটে অবশ্য ‘পাগলু’র আধিপত্য নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। প্রিয়া এন্টারটেনমেন্ট-এর তরফে অরিজিৎ দত্ত জানাচ্ছেন, “বোলপুরের গীতাঞ্জলি থেকে ইলামবাজারের বলাকা, গুসকরা-র বিদ্যাসাগর সিনেমা থেকে মেমারি-র কৃষ্টি ‘পাগলু’ সর্বত্রই অত্যন্ত ভাল ব্যবসা করেছে। কলকাতায় প্রিয়া বা স্টার-এর মতো প্রেক্ষাগৃহেও বাণিজ্যিক ছবি হিসেবে ‘পাগলু’ অভূতপূর্ব সাড়া পেয়েছে।” ‘পাগলু’ শিবির স্বভাবতই এতে উচ্ছ্বসিত। প্রযোজক নিসপাল রানে এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন দেব, কোয়েল এবং সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি বললেন, ‘‘এই তিন জন ‘টিম’ হিসেবে অত্যন্ত ভাল। তাঁরা তাঁদের সেরাটা দিয়েছেন বলেই ছবিটা এত জনপ্রিয় হতে পেরেছে।”
‘শত্রু’ শিবির কী বলছে? পরিচালক রাজ চক্রবর্তী পিছিয়ে পড়ার কারণ সম্পর্কে সোজাসাপ্টা মতামতই দিলেন। বললেন, “পাগলু’ ১৭৪টি হলে মুক্তি পেয়েছে। সেখানে ‘শত্রু’ চলছে ১২৩টি হলে। ‘পাগলু’ শুধু যে সংখ্যায় বেশি হল পেয়েছে তা-ই নয়, গুণমানের দিক থেকেও আমাদের হলগুলো পিছিয়ে রয়েছে। সর্বোপরি ওদের মাথার উপরে ভগবানের হাত রয়েছে।” তার মানে? রাজের সটান জবাব, “ভগবানের হাত মানে ভেঙ্কটেশ ফিল্মস। ‘পাগলু’র উপরে তার আশীর্বাদ রয়েছে। আমাদের জন্য রয়েছে বদ দুয়া।”
হাল কি তবে ছেড়েই দিচ্ছে ‘শত্রু’? তা নয়। এর পরেও রাজ মনে করেন, চূড়ান্ত পর্বে জিতে যাবে তাঁর ছবিই। “ভাল ব্যবসাও করবে, সুনামও কুড়োবে।” প্রযোজক অশোক ধানুকা কী বলছেন? তিনি মেনে নিয়েছেন, প্রথম সপ্তাহের ব্যবসায় এগিয়ে গিয়েছে ‘পাগলু’। কিন্তু তাই বলে নিজের ছবিকে খাটো করতে রাজি নন। অশোকের সাফ কথা, “শত্রু’-র ব্যবসা নিয়ে আমি যথেষ্টই খুশি। ‘ফাইটার’-এর চেয়ে ৩০ শতাংশ বেশি ব্যবসা ‘শত্রু’ এখনই করে ফেলেছে। প্রথম সপ্তাহের অঙ্কে ‘পাগলু’ এগিয়ে রয়েছে ঠিকই। কিন্তু আমি নিশ্চিত, লম্বা লড়াইয়ের শেষে ‘শত্রু’ অনেক বেশি সাফল্য পাবে। কারণ, ‘শত্রু’ অনেক ভাল ছবি।”
তা হলে কী দাঁড়াল? ওই যে! প্রথম সেট ৬-৪। কিন্তু ম্যাচ এখনও ফুরোয়নি।


First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.