|
|
|
|
বিজ্ঞান ও প্রযুক্তি |
চাঁদের পূর্ণ গ্রহণে বুধবার কার্যত অমাবস্যা |
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
পূর্ণিমার রাতেই অমাবস্যার আঁধার!
কোনও কল্পকাহিনি নয়। একেবারেই বাস্তব। আগামী বুধবার, ১৫ জুন মাঝরাতের পরে আকাশে চোখ রাখুন। দেখা যাবে, সোনার থালার মতো চাঁদ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এক সময় পুরো চাঁদই গায়েব হয়ে যাবে। পুরো চাঁদকে ঢেকে ফেলবে পৃথিবীর ছায়া। দু’-এক মিনিট নয়, ওই রাতে দেড় ঘণ্টারও বেশি সময় আকাশে থাকবে না চাঁদ।
১৫ জুন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ওই পূর্ণিমায় রাত ১২টা ৫২ মিনিট থেকে ২টো ৩৩ মিনিট এই এক ঘণ্টা ৪১ মিনিট চাঁদের পূর্ণগ্রাস চলবে। অর্থাৎ পৃথিবীর ছায়ায় ওই সময়টা পুরোপুরি ঢাকা পড়ে থাকবে চাঁদ। কেন্দ্রীয় সরকারের সংস্থা পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন বলেন, “এত ক্ষণ ধরে পূর্ণগ্রাস সাধারণত হয় না। বহু বছর অন্তর এই মহাজাগতিক ঘটনা ঘুরে ঘুরে আসে। শেষ বার এত দীর্ঘ সময়ের জন্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল ২০০০ সালের ১৬ জুলাই। সে-বার এক ঘণ্টা ৪৬ মিনিট স্থায়ী হয়েছিল পূর্ণগ্রাস।”
ফের এত বেশি সময় চাঁদের পূর্ণগ্রাস দেখা যাবে ২০১৮ সালের ১৬ জুলাই। তার আগে এ বছরেরই ১০ ডিসেম্বর কলকাতা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে সেটা অতি সংক্ষিপ্ত সময়ের জন্য।
১৫ জুন রাতে চাঁদের গ্রহণ শুরু হবে রাত ১১টা ৫৩ মিনিটে। গ্রহণ থেকে চাঁদের মুক্তি ঘটবে ৩টে ৩৩ মিনিটে। অর্থাৎ তিন ঘণ্টা ৪০ মিনিট ধরে চলবে গ্রহণ। ১১টা ৫৩ মিনিট থেকে ধীরে ধীরে চাঁদের একটু একটু করে অংশ পৃথিবীর ছায়ায় ঢুকতে থাকবে আর সেই অংশটা পৃথিবী থেকে দেখা যাবে না। আর এই ভাবেই চাঁদ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকবে পৃথিবীর ছায়ায়। ১২টা ৫২ মিনিটে চাঁদের পুরোটাই ঢাকা পড়ে যাবে পৃথিবীর ছায়ায়। তার কোনও অংশই আর দেখা যাবে না। ২টো ৩৩ মিনিটে গ্রহণমুক্তি শুরু হবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এ বার এত দীর্ঘ সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে কী ভাবে?
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীববাবু বলেন, “গ্রহণের সময় চাঁদ যখন পৃথিবীর ছায়া-কোণের কেন্দ্রস্থল দিয়ে সরতে থাকে, তখন তাকে দীর্ঘপথ অতিক্রম করতে হয়। তাতেই পূর্ণগ্রাসের সময় বেড়ে যায়। এ বার ঠিক সেটাই হচ্ছে। তাই পূর্ণগ্রাসের মেয়াদ এত বেশি।”
রাত জেগে আগামী বুধবারের ওই মহাজাগতিক দৃশ্য দেখার ইতিমধ্যেই প্রস্তুতিতে নেমে পড়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে পূর্ণিমার রাতে ওই ‘অমাবস্যা’ দেখার সুযোগে কিন্তু বাদ সাধতে পারে আবহাওয়া। উত্তরবঙ্গের আকাশে ওই সময় ঘন মেঘ থাকবে বলে জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। তাঁদের পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও ওই সময় রাতের আকাশে যথেষ্ট মেঘসঞ্চারের পরিস্থিতি তৈরি হতে চলেছে। |
|
|
|
|
|