l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• দিল্লি পুরসভা ভোটের ফলাফল
LIVE
• প্রাক্তন বিজ্ঞানী ও তাঁর মেয়েকে ‘হেনস্থা’র অভিযোগ
• কমল রেপো ও রিভার্স রেপো রেট
বিস্তারিত...
ব্যঙ্গচিত্র রুখতে চিঠি সরাসরি ফেসবুককে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি
অম্বিকেশ মহাপাত্রের ঘটনা থেকে যার সূত্রপাত, তাকে আরও ‘এগিয়ে নিয়ে যেতে’ সক্রিয় হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সূত্রেই ইন্টারনেটে ক্রমাগত ছড়াতে থাকা মুখ্যমন্ত্রীর বিভিন্ন ‘ব্যঙ্গচিত্র’ মুছতে সোমবার সিআইডি সরাসরি চিঠি দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক-কে। তাতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রের উৎস খুঁজে বার করতে হবে। আগামী দিনে মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর কিছু থাকলে তা ‘সেন্সর’-ও করতে হবে। যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র একটি ই-মেল পাঠানোয় প্রথমে তৃণমূল কর্মীদের হাতে হেনস্থা হন। পরে গ্রেফতারও হন। সঙ্গে গ্রেফতার হন তাঁর প্রতিবেশী সত্তরোর্ধ্ব সুব্রত সেনগুপ্ত। পরে অবশ্য জানা যায়, এর পিছনে সিন্ডিকেট-চক্রের স্বার্থও কাজ করেছে। অম্বিকেশবাবুকে হেনস্থা ও গ্রেফতারের ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, তাঁদের বিরুদ্ধে পুলিশ যে সব অভিযোগ এনেছে, তা কতটা যুক্তিযুক্ত? আইনজীবী মহলের বক্তব্য ছিল, এর আইনগত দিকটি খুবই দুর্বল। এ বারে সরাসরি ফেসবুক থেকে ব্যঙ্গচিত্র মুছতে সিআইডি যে উদ্যোগী হয়েছে, সে প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা হচ্ছে, কাকে ছেড়ে কাকে ধরবে পুলিশ? সাইবার আইন সম্পর্কে ওয়াকিবহাল আইনজীবীদের মতে, এ ধরনের ব্যঙ্গচিত্রকে ‘বেআইনি’ প্রমাণ করা কঠিন। বস্তুত, সোমবার এই খবর মেলার পর রাতের মধ্যেই ফেসবুকে আরও বহু ব্যঙ্গচিত্র ছড়িয়ে পড়েছে।
বিস্তারিত...
অভিযোগের গুরুত্ব মাপেন এক জনই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
কোথাও লঘু অভিযোগ ঘিরে ব্যাখ্যাতীত সক্রিয়তা। আবার কোথাও গুরুতর অভিযোগ নিয়ে বিস্ময়কর নিষ্ক্রিয়তা। গত চার দিনে কলকাতার দুই থানায় এ হেন পুলিশি-কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে উঠে আসছে আরও গুরুতর অভিযোগ, যার অভিমুখ খোদ পুলিশেরই দিকে। প্রশ্ন উঠেছে, নিউ গড়িয়া আবাসনের নেট-কাণ্ডে ‘কার্যত ধোপে না-টেকা’ অভিযোগের ভিত্তিতে চটজলদি এফআইআর করে এক অধ্যাপককে তড়িঘড়ি হাজতে পুরেছিল যে পুলিশ, কালিকাপুরে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তারাই কেন এত নিস্পৃহ রইল? যার ফলে এফআইআর তো হলই না, এমন গুরুতর অপরাধে অভিযুক্ত ছাড়া পেয়ে গেল থানা থেকেই? বস্তুত, কোনও অভিযোগ সম্পর্কে পুলিশের ‘বিশেষ’ তৎপরতা বা নিষ্ক্রিয়তার বিভিন্ন নজির বিভিন্ন সময়ে দেখা গিয়েছে ও যাচ্ছে। যার অধিকাংশ ক্ষেত্রে ‘বাইরে থেকে আসা চাপ’ই দায়ী বলে জানিয়েছেন পুলিশ-প্রশাসনের কর্তা ও আইনজীবী মহলের একাংশ। তবে তাঁরা এ-ও বলছেন, থানায় দায়ের অভিযোগের ভবিতব্যটা অধিকাংশ সময়ে যে প্রাথমিক ভাবে এক জনেরই ‘মর্জি’র উপরে নির্ভর করে, কালিকাপুরের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
অবশেষে ধৃত গরফার অভিযুক্ত,
সাসপেন্ড সেই ডিউটি অফিসার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
নববর্ষের রাতে মোটরবাইক-আরোহী এক যুবক তাঁর শ্লীলতাহানি করেছে বলে গরফা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন এক তরুণী। যুবকটিকে ‘হাতে-নাতে’ ধরে থানায় জমা দিয়েছিলেন এক পুলিশ অফিসারই। কিন্তু রাতেই সেই ‘দুষ্কৃতী’কে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে গরফা থানার এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করল লালবাজার। রমেশচন্দ্র দাস নামে ওই পুলিশ অফিসার শনিবার রাতে গরফা থানায় ‘ডিউটি অফিসার’-এর দায়িত্বে ছিলেন। পাশাপাশি ‘গাফিলতি’ ঢাকতে রবিবার রাতে মেয়েটির বাড়িতে গিয়ে নতুন করে অভিযোগ লেখান পুলিশকর্তারা। যার ভিত্তিতে রবিবার রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। লালবাজার সূত্রের খবর: ধৃতের নাম অরিজিৎ বসু, বাড়ি গরফা থানা-এলাকার পূর্বাচল খালপাড় বস্তিতে। ঘটনার পরে অভিযোগকারিণী জানিয়েছিলেন, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি ও তাঁর সঙ্গী দেবাঞ্জন ব্রহ্ম যখন ইএম বাইপাসের কালিকাপুরে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন, তখন মোটরবাইকে চেপে ওই যুবক সেখানে এসে তাঁকে উত্ত্যক্ত করতে থাকে।
বিস্তারিত...
মাওবাদী দমনেও অর্থ মকুব করার দাবি মমতার
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
মাওবাদী সমস্যা মোকাবিলার দায় শুধু রাজ্যের নয়। সেই দায়িত্ব সমান ভাবে ভাগ করে নিক কেন্দ্রও। আজ দিল্লিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কেন্দ্রকে ফের এই বার্তা দিল পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে আরও একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে এ দিন স্পষ্ট করে দেওয়া হল। রাজ্যের দাবি না মানা হলে আগামিদিনে কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়া করবে পশ্চিমবঙ্গ। তীব্র আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে মাওবাদী মোকাবিলায় মোতায়েন আধা সামরিক বাহিনীর খরচ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় বলে জানিয়ে ওই অর্থ মকুবের দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ। এর পাশাপাশি আজ মুখ্যমন্ত্রী সম্মেলনে রাজ্যের তরফে মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে কেন্দ্রীয় সুসংহত পরিকল্পনা রূপায়ণ করার ক্ষেত্রে অর্থ সাহায্য প্রায় দশ গুণ বাড়ানোর দাবিও জানানো হয়েছে। দিল্লিতে এই বৈঠকে পূর্ব ঘোষণা মতোই গরহাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লিখিত বক্তৃতা সম্মেলনে পাঠ করেন রাজ্যের প্রতিনিধি তথা অর্থমন্ত্রী অমিত মিত্র।
বিস্তারিত...
বিজ্ঞান ও প্রযুক্তি
গবেষণায় নজর কাড়ছেন ভাস্কর
১৮ ঘণ্টা লড়াইয়ের পরে জঙ্গি-মুক্ত কাবুল
সংবাদসংস্থা • কাবুল
শেষ হল ১৮ ঘণ্টার মরণপণ লড়াই। আপাতত ইতি পড়ল হামলাকারী তালিবানের ‘বসন্ত অভিযানে।’ আজ সকালে, ৪৭ জনের প্রাণের বিনিময়ে। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী বিসমিল্লাহ মহম্মদি বলেন, “নিহতদের মধ্যে ৩৬ জন তালিবান জঙ্গি, ৮ জন আফগান নিরাপত্তারক্ষী এবং ৩ জন সাধারণ মানুষ।” সেনা-জঙ্গি লড়াইয়ে ৬৫ জন জখম হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এটাকেই আতঙ্কের অবসান বলে মনে করতে পারছে না হামিদ কারজাইয়ের সরকার। কবে কখন তালিবান জঙ্গিরা তাদের ‘বসন্ত অভিযান’-এর দ্বিতীয় পর্ব শুরু করবে, তা নিয়ে উদ্বেগে ন্যাটো ও আন্তর্জাতিক মহলও। এই হামলার ঘটনায় নঙ্গরহর প্রদেশ থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। আফগান সরকারের দাবি, জেরায় তারা স্বীকার করেছে, কাবুলে হামলার পিছনে রয়েছে তালিবান-সহযোগী হক্কানি গোষ্ঠী। দায় যারই থাক, এই হামলার জন্য গোয়েন্দা বিভাগ, বিশেষ করে ন্যাটোকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি জানান, এই জঙ্গি হানা দুই দফতরের ‘ব্যর্থতাকেই’ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
বিস্তারিত...
সরকার ১০০-য় ১০০, বললেন মুখ্যমন্ত্রী মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ইতিমধ্যেই তিনি বলেছেন, “সরকারে এসে যা প্রতিশ্রুতি দিয়েছি, তার ৯০% কাজই করে ফেলেছি।” সোমবার, সরকারের বর্ষপূর্তির মাসখানেক আগে মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একধাপ এগিয়ে গেলেন “সরকারের কাজের যদি বিচার করতে হয়, তা হলে আমরা ১০০-তে ১০০ পাব!” গত বছর ২০ মে মমতার নেতৃত্বে শপথ নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সে হিসেবে দেখতে গেলে তাঁর সরকারের বর্ষপূর্তি আগামী ১৯ মে। এখনও বাকি ৩৩ দিন। তবে বছর ঘোরার পর বা তার অব্যবহিত আগে মুখ্যমন্ত্রী কী বলবেন, তা তাঁর এ দিনের বক্তব্য থেকেই স্পষ্ট। গত ১১ মাসে মুখ্যমন্ত্রী বারবারই বিভিন্ন সভা-সমাবেশে জানিয়েছেন, তাঁরা ‘ঝড়ের গতিতে’ কাজ করছেন। ক্ষমতায় আসার আগে যা-যা বলেছিলেন, তার অধিকাংশ কাজই শেষ! প্রশাসনের মতে, সরকারের বর্ষপূর্তিতে তার পূর্ণ খতিয়ান পেশ করবেন মুখ্যমন্ত্রী। বস্তুত, নতুন সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হল সরকারের ‘সাফল্যে’র খতিয়ান দিয়ে পুস্তিকা প্রকাশ। এর আগে সরকারের ১০০ দিন এবং ২০০ দিন উপলক্ষেও একই রকমের পুস্তিকা প্রকাশিত হয়েছে। এ বার বর্ষপূর্তির পুস্তিকার সঙ্গে অবশ্য গত দু’টি পুস্তিকার তফাৎ থাকছে।
বিস্তারিত...
গেইলকে আক্রমণের দায়িত্ব আজ
হয়তো ‘বন্ধু’ দিন্দার কাঁধেই
সুমিত ঘোষ • বেঙ্গালুরু
চলতি আইপিএলে ক্রিকেট আবেগের জায়গা বাছতে হলে এই মুহূর্তে বেঙ্গালুরুর কোনও বিকল্প নেই। মাত্র চব্বিশ ঘণ্টা আগে রাহুল দ্রাবিড় অন্য শহরের জার্সি গায়ে চাপিয়ে চিন্নাস্বামীতে উড়িয়ে দিয়ে গেলেন মাল্যর বেঙ্গালুরুকে। আর মঙ্গলবার নামছেন কি না ‘গাঙ্গুলি’! প্রতিপক্ষ সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যাদের মালিক বিজয় মাল্য গত বছর আইপিএল নিলামে সৌরভ অবিক্রীত রইলেন দেখে তীব্র ব্যাঙ্গাত্মক হাসি হেসেছিলেন। সেই মাল্য যাঁর নির্মম ফ্র্যাঞ্চাইজি- পেশাদারিত্বে ভিটে ছেড়ে যেতে হয়েছিল দ্রাবিড়ের মতো ক্রিকেট-নিবেদিত প্রাণকে? ‘দেওয়াল’ জবাব দিয়ে গেলেন। সৌরভ পারবেন? এমনিতে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সৌরভের রেকর্ড অসামান্য নয়, গড় বেশ খারাপ। ২৩.২৮। এমনিতে এক দিনের ক্রিকেটে গড় যেখানে ৪১-এর বেশি। কোনও ওয়ান ডে সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৬২। তুলনায় টেস্ট-কীর্তি অনেক ভাল। গড় ৪১.০৯। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র ডাবল সেঞ্চুরি। কেরিয়ারের সর্বোচ্চ ২৩৯। কিন্তু পরিসংখ্যান দিয়ে সৌরভের বেঙ্গালুরু আগমন বিচার করলে ভুল হবে।
বিস্তারিত...
এক নজরে...
• তিক্ততার স্মৃতি নিয়ে আজ
যুদ্ধ রিয়াল ও বায়ার্নের
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
নোনাডাঙায় বিজ্ঞানী
ধৃত, ক্ষুব্ধ চমস্কির
চিঠি মনমোহনকে
সল্টলেকে দোতলা
বাস চালুর ভাবনা
রাজ্য
মুসলিম ছাত্রীদের সাইকেল
দেবে রাজ্য সরকার
‘প্রতিবাদ’ না হলে ‘বিপদ’
বাড়বে, হুঁশিয়ারি বিশিষ্টদের
দেশ
কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী-বৈঠকে
নেট-রঙ্গ কাণ্ডে
লালু বিঁধলেন মমতাকে
বিদেশ
শান্তিপ্রক্রিয়া ভেস্তে
দিতেই হানা হক্কানির
ব্যবসা
মূল্যবৃদ্ধি কমে ৬.৮৯ শতাংশে
খেলা
মর্গ্যান-ফতোয়া এ বার
কেকেআর শিবিরেও
ডেম্পো ম্যাচে স্বপ্ন থাকল,
ওপারা থাকলেন না
স্বাস্থ্য
গুরুতর জখমকে ভর্তি
করতে হন্যে পুলিশও
হাসপাতাল ‘ফিরিয়ে’
দেওয়ায় বৃদ্ধার মৃত্য
জীবজগত্
ভারসাম্যে ভিনরাজ্যে
সীমান্ত পেরিয়ে
দাপাল হাতি
সম্পাদকীয়
দুঃসাহস
ব্যঙ্গরসের অপরাজেয়
সফলতাই এতে প্রমাণিত
কলকাতা
৩৫.৬ /২৬.৯
আজকের দিনে
বিশ্ব হিমোফিলিয়া দিবস।
•
১৭৯০:
মার্কিন বিজ্ঞানী
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের দিনে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.