আজকের শিরোনাম
দিল্লি পুরসভা ভোটের ফলাফল

বিজেপি

কংগ্রেস

বহুজন সমাজ পার্টি

অন্যান্য
এলাকা মোট আসন এগিয়ে জিতেছে এগিয়ে জিতেছে এগিয়ে জিতেছে এগিয়ে জিতেছে
পূর্ব দিল্লি
উত্তর দিল্লি
দক্ষিণ দিল্লি
 
প্রাক্তন বিজ্ঞানী ও তাঁর মেয়েকে ‘হেনস্থা’র অভিযোগ
ইন্ডিয়ান ইনস্টিউট অফ কেমিক্যাল বায়োলজির অবসরপ্রাপ্ত এক বিজ্ঞানী ও তাঁর মেয়েকে চূড়ান্ত নিগ্রহের অভিযোগ উঠল। শুধু নিগ্রহের ঘটনাই নয়, ব্যপক মারধর-সহ উঠল ওই মহিলাকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগও। তবে ঘটনায় কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি। এমনকী পুলিশ এফআইআর নিতে অস্বীকার করেছে বলেও অভিযোগ করেছেন ওই বিজ্ঞানী অপরেশ ভট্টাচার্য। গত রবিবারে এই ঘটনাটি ঘটে শহরতলীর বারুইপুরে।
কী হয়েছিল সে দিন? অপরেশবাবু জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ প্রায় জনা তিরিশেক লোক তাঁদের বাড়ির সামনে ইট-পাটকেল, লাঠিসোটা এমনকী ধারাল অস্ত্র নিয়ে হাজির হয়। অকথ্য ভাষায় বাবা-মেয়েকে গালিগালাজ করতে করতে দরজার আগল ভেঙে ফেলে তারা। তার পরেই শুরু হয় তুমুল মারধর। লোহার রড দিয়েও পেটানো হয়। এর পর অপরেশবাবুর মেয়ে অদিতিকে বিবস্ত্র করে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়। বাড়ির পরিচারিকার এগিয়ে দেওয়া পোশাক দিয়ে তখনকার মতো লজ্জা নিবারণ করেন ওই মহিলা। আক্রমণকারীরা এর পর অপরেশবাবুকেও বাড়ির বাইরে বের করে দেয় এবং দরজায় তালা লাগিয়ে দেয়। বার বার বারুইপুর থানায় ফোন করা সত্ত্বেও পুলিশ কোনও রকম সাহায্য করতে এগিয়ে আসেনি। বেলা তিনটে নাগাদ পুলিশ এলেও কোনও রকম অভিযোগ নিতে চাননি তাঁরা। উল্টে অভিযুক্তদের সঙ্গে হাসি মুখে কথা বলে তাঁরা চলে যান বলেও জানিয়েছেন অদিতিদেবী। তিনি আরও জানিয়েছেন, তাঁদের সামান্য চিকিত্সার ব্যবস্থাও করেনি পুলিশ। পরে তাঁরা এসএসকেএম হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিত্সা করান।
আক্রমণকারী কারা? এ বিষয়ে অপরেশবাবু জানিয়েছেন, তারা সবাই স্থানীয় ভাই ভাই সংঘের সদস্য। ওই জনা তিরিশেক লোকের মধ্যে তিনি শুধু গৌতম পাল বলে এক ব্যক্তিকেই চিনতে পেরেছেন।
কিন্তু আক্রমণ করার কারণ কী? অপরেশবাবু জানিয়েছেন, অবসর গ্রহণের পর তিনি একটি বাড়ির খোঁজ করছিলেন। তখন তাঁর সঙ্গে পরিচারিকার মাধ্যমে পরিচয় হয় বারুইপুরের গৌতম পালের। গৌতমবাবু তাঁদের বাড়ি ভাড়া দিতে রাজি হওয়ায় ওই বিজ্ঞানী বারুইপুরে ভাড়াটে হিসেবে চলে আসেন। কিছু দিন পর অপরেশবাবু জানতে পারেন, গৌতমবাবু ওই বাড়ি বিক্রি করতে আগ্রহী। সে কথা জেনে তিনি নিজেই বাড়িটি কেনার প্রস্তাব দেন এবং গৌতম পাল তাতে রাজিও হয়ে যান। দু’লাখ টাকা অগ্রীম বাবদ দিয়েও দেন অপরেশবাবু। বাড়ির কাগজপত্র তৈরি হয়ে যায়। কিন্তু অপরেশবাবু কাগজপত্র হাতে পেয়ে দেখেন সেটি ভুয়ো। উকিলের মাধ্যমে এই ঘটনা গৌতমবাবুকে জানানো হয়। তার পর ঠিক হয় যে গৌতমবাবু অগ্রীম নেওয়া টাকা ফেরত দিয়ে দেবেন, পাশাপাশি অপরেশবাবুও ওই বাড়ি ছেড়ে দেবেন। এর মধ্যেই গত রবিবার দুপুরে ঘটে যাওয়া এই আকস্মিক আক্রমণে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন অপরেশ ভট্টাচার্য। তাঁদের পোষ্য কুকুররা ওই বাড়িতে আটকে রয়েছে এবং তাঁরা ওই বাড়িতে ঢুকতেও পারছেন না। অন্য দিকে অপরেশ ভট্টাচার্য ও তাঁর মেয়ের আনা অভিযোগ কার্যত অস্বীকার করেছেন গৌতম পাল। তাঁর পাল্টা অভিযোগ, ওই দিন কোনও প্ররোচনা ছাড়াই তাঁর স্ত্রী ও দিদিদের মারধর করে ওই পরিবার এবং তাঁদের দিকে কুকুর লেলিয়েও দেওয়া হয়।

কমল রেপো ও রিভার্স রেপো রেট
আজ মঙ্গলবার দেশের ঋণনীতির কথা ঘোষণা করলেন ডঃ ডি সুব্বারাও। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ০.৫ শতাংশ কমিয়ে ৮ শতাংশের সিদ্ধান্ত নিল। কমলো রিভার্স রেপো রেটও। এর ফলে গৃহ ঋণ ও অন্যান্য ঋণে সুদের হার কমার সম্ভাবনা। বিভিন্ন ব্যাঙ্ক সুদের যে হারে রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা নেয়, তাকেই রেপো রেট বলে। অন্য দিকে অপরিবর্তিত রয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও (৪.৭৫ শতাংশ)।

ফের আগুন শহরে
ফের শহরে আগুন লাগার ঘটনা ঘটল। এ বার ৭৬-ই আচার্য জগদীশচন্দ্র বসু রোডে। আজ সকালে সেখানে একটি চামড়ার গুদামে আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল-সূত্রে জানা গিয়েছে। আগুনের কোনও শিখা বাইরে থেকে দেখা না গেলেও প্রচুর ধোঁয়ায় বিপর্যস্ত এলাকা। ধোঁয়ায় তিন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার
নদিয়ার হরিণঘাটা থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সামনে এক বাড়ির মধ্যে থেকে পাওয়া গেল একই পরিবারের চারজনের মৃতদেহ। পেশায় চা ব্যবসায়ী গৃহকর্তা রবি পাত্র-সহ তাঁর স্ত্রী মাম্পি, কন্যা রিমা ও মা রীনা দেবীর দেহ উদ্ধার হল। প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহগুলি বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্ত করেছে হরিণঘাটা থানার পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইট নোট মেলেনি। তাই ঘটনাটি আত্মহত্যা না খুন, তা নিয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে পুলিশ।

দিনহাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড
আজ ভোরে কোচবিহারের দিনহাটার চওড়াহাট বাজার এলাকায় ভয়াবহ আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান। ক্ষতিগ্রস্ত হয় বাজার লাগোয়া বেশ কিছু বাড়িও। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

১৮জন ছাত্রের শাস্তি ঘোষনা
গত ১২ এপ্রিল মদ্যপ অবস্থায় পুলিশকে মারধর করার অভিযোগে ১৮ জন ছাত্রের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল বেসু কর্তৃপক্ষ । এক জনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, দু’জনকে দু’বছরের জন্য বহিষ্কার, ছ’জনকে তিনটি পরীক্ষায় বসতে না দেওয়া এবং বাকি ন’জনকে মুচলেকা দেওয়ার শাস্তি ঘোষণা করা হয়। অর্থাত্ এই ন’জন ভবিষ্যতে তারা যেন এই ধরনের অপরাধমূলক কাজ না করে সে বিষয়ে লিখিত দিয়ে তবেই বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে পারবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.