পাশাপাশি শব্দছক ৪৭৩৯ উপর নীচে
গরু-মোষের চর্বিতচর্বণ।
রাষ্ট্র বা দেশ পরিচালনা।
১০ তুষারের মতো ঠান্ডা।
১১ বলা হয়েছে এমন।
১২ উড়িধান।
১৪ চোখ আবার অপাঙ্গদৃষ্টি।
১৫ রজোগুণরহিত।
১৬ গ্রন্থে লিখিত বা বিবৃত।
১৭ খান্ত, নিবৃত্ত।
১৮ দাম বাড়া কমা এর
উপরেই নির্ভর করে।
২০ লম্বা ও উঁচু গলার বড় হাঁস।
২২ প্রাচীনকালের গল্প বা ইতিহাস।
২৪ সহ্যসীমার বাইরে।
২৬ ধারণ।
২৭ অবলম্বিত, ধৃত।
২৮ রক্তবাহী নাড়ি।
২৯ ‘সংকেত’।
৩০ রীতি বা নিয়ম।
৩২ এর সঙ্গে কান্ত যোগ হলেই
একজন কবি বা গীতিকার।
৩৪ বহু বিচিত্র কিংবদন্তির
প্রাচীন নৃপতি।
৩৫ পুচ্ছ বিস্তার করা।
৩৬ লাল আভাযুক্ত।
নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি।
বিবাহ দেওয়া।
পুরানো কালের গান।
আহার বর্জনের সংকল্প।
বর্ধমানের বিখ্যাত মিষ্টান্ন।
গভীর রাত্রির মতো নিঃশব্দ।
এখন নয় পরে করা যাবে, গড়িমসি।
১৩ রঙ্গরস, রসকেলি।
১৬ ফুলের গন্ধ।
১৮ কেটে পড়া, আলবোলার নল।
১৯ স্তম্ভিত, হতভম্ব।
২১ সবুজ বর্ণ আবার সূর্যের অশ্ব।
২২ পুরাণ-রচয়িতা।
২৩ বিশ্ববিধাতা।
২৫ জলের মধ্যে হাবুডুবু খাওয়া অবস্থা।
২৬ যে রাষ্ট্রের নীতি কোনও
ধর্মদ্বারা নিয়ন্ত্রিত নয়।
২৮ ভুতলে বা মাটিতে পতিত।
২৯ নত, আনত।
৩১ এই নদীর উপরেই আছে
ম্যাসাঞ্জোরের বাঁধ।
৩৩ নীরোগ বা সুস্থ।
সমাধান ৪৭৩৮
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.