বিধাননগরের রাস্তায় দোতলা বাস নামানোর চিন্তাভাবনা করছে পরিবহণ দফতর। পাশাপাশি, কলকাতার রাস্তাতেও ফের দোতলা বাস পথে নামানোর বিষয়ে আগ্রহী সরকার। সোমবার বিধাননগরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’টি পুরনো বাস নতুন করে চালু করে তেমন ইঙ্গিত দিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।
এ দিন লাবণি বাসস্ট্যান্ড থেকে দু’টি বন্ধ হয়ে যাওয়া সরকারি রুটে (এস ১৬ ও এস ২৩) বাস চালু করা হয়। সেই অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী বিধাননগরের পরিবহণ সমস্যা মেটাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিধাননগরের ভিতরে দোতলা বাস চালু করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “বিধাননগরে দোতলা বাসের চাহিদা আছে।” কলকাতার রাস্তাতেও ফের ডবল ডেকার নামানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
দোতলা বাস চালু নিয়ে অবশ্য ইতিমধ্যেই সংশয় দেখা দিয়েছে। কেননা আদালতের নির্দেশে ১৫ বছরের পুরনো কোনও বাস চালানো হচ্ছে না। সিএসটিসি সূত্রে খবর, দোতলা বাসগুলি সবই ১৫ বছরের বেশি পুরনো। পরিবহণমন্ত্রী ওই অনুষ্ঠানেই সিএসটিসির এমডি প্রসন্নকুমার মণ্ডলকে ডবল ডেকারগুলি কী অবস্থায় রয়েছে, তা জানতে নির্দেশ দেন। বিধাননগরের প্রতিটি রাস্তার মোড়ে আইল্যান্ড থাকায় দোতলা বাস চালাতে সমস্যা হবে বলেই মনে করছেন পরিবহণ কর্মীদের একাংশ। মদনবাবু বলেন, “বিধাননগরে আইল্যান্ড জনিত সমস্যা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তবে দোতলা বাস পথে নামাতে আমরা আগ্রহী।” |
বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, “দীর্ঘ দিনের এই সমস্যা মেটাতে কয়েকটি রুটে বাস চালুর প্রস্তাব করেছিলাম। রাজ্য সরকার তা মেনে নেওয়ায় সমস্যা মিটবে।”
এ দিকে উপনগরী হিসেবে সল্টলেক পঞ্চাশে পা দিলেও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের স্বপ্ন যে কার্যত অধরাই থেকে গিয়েছে তেমন দাবিই করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সৌগত রায়। এ দিন সন্ধ্যায় বিধাননগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিধানচন্দ্র রায় মধ্যবিত্তদের বসবাসের জন্য এই উপনগরীর পরিকল্পনা করেছিলেন। তাঁর সেই স্বপ্ন কতটা পরিপূর্ণ হয়েছে তা ভেবে দেখতে হবে।” মন্ত্রীর কথারই প্রতিধ্বনি শোনা গিয়েছে বাসিন্দাদের সংগঠনের কথায়। বাসিন্দাদের একটি সংগঠন বিধাননগর (সল্টলেক) ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি নারায়ণ বসুর দাবি, মধ্যবিত্তদের সংখ্যা কমেছে এই শহরে। ফলে এই উপনগরীকে ঘিরে রূপকারের স্বপ্ন কার্যত অধরাই থেকে গিয়েছে বলে মনে করছেন বাসিন্দাদের একাংশ। অনুষ্ঠানে হাজির শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, বিধাননগরের পরিকাঠামোর উন্নয়নে ব্যর্থ প্রাক্তন বাম সরকার। তাঁদের দাবি, গত দশ মাসে বিধাননগরের উন্নয়নে কাজে হাত দিয়েছে নতুন সরকার। |