নেট-রঙ্গ কাণ্ডে লালু বিঁধলেন মমতাকে
নেট-রঙ্গ কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের গ্রেফতার নিয়ে দেশের অন্য প্রদেশ থেকেও সমালোচনা আসতে শুরু করল। এই ঘটনায় এ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব।
আজ এই প্রসঙ্গে লালু বলেন, “ওই অধ্যাপককে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ সরকার মানুষের ভাব প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে।” তিনি কার্টুন প্রসঙ্গে বলতে গিয়ে জানান, এটি একটি শিল্পকলা। এই শিল্প দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এই ব্যাপারে তাঁর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে লালু বলেন, “আমাকে নিয়েও অনেক কার্টুন হয়েছে। আমি কখনও এই নিয়ে প্রতিবাদ করিনি।” একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে মমতার উপস্থিত না থাকারও সমালোচনা করেছেন লালুপ্রসাদ। তিনি বলেন, “মমতার উচিত ছিল ওই বৈঠকে উপস্থিত থাকা। এ রকম একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মতামত দেওয়া উচিত ছিল মমতার।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কড়া সমালোচনা করেছেন লালু। বিহারের শতবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের অনুষ্ঠানে নীতীশ কুমারের যোগ দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কে লালু স্পষ্ট করে দিয়েছেন তাঁর দলের মতামত। বিহারের শতবার্ষিকী অনুষ্ঠান মুম্বইয়ে হওয়ার ব্যাপারে মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে প্রতিবাদ জানিয়েছিলেন। কয়েক দিন ধরে এই উত্তপ্ত বাদানুবাদের মধ্যে রবিবার নির্বিঘ্নে ওই অনুষ্ঠান হয়। তার আগে রাজ ঠাকরে বলেছিলেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমাদের কোনও সমস্যা নেই।
এই প্রসঙ্গে লালু বলেন, “নীতীশ বিহারের মানুষকে অপমান করেছেন। তিনি রাজ ঠাকরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন। এটা রাজ্যের মানুষের কাছে অপমানকর।” আরজেডি-র নেতারা বলছেন, টেলিফোনে নীতীশ কুমার রাজ ঠাকরের সঙ্গে কথা বলে সমঝোতা করেছেন। লালুর বক্তব্য, “নীতীশ কুমার ওই অনুষ্ঠানে ‘জয় বিহার’ না বলে ‘জয় মহারাষ্ট্র’ বলেছেন। এতে কী বোঝায়?”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.