পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও তাঁর নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কড়া সমালোচনা করেছেন লালু। বিহারের শতবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের অনুষ্ঠানে নীতীশ কুমারের যোগ দেওয়াকে কেন্দ্র করে সাম্প্রতিক বিতর্কে লালু স্পষ্ট করে দিয়েছেন তাঁর দলের মতামত। বিহারের শতবার্ষিকী অনুষ্ঠান মুম্বইয়ে হওয়ার ব্যাপারে মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার নেতা রাজ ঠাকরে প্রতিবাদ জানিয়েছিলেন। কয়েক দিন ধরে এই উত্তপ্ত বাদানুবাদের মধ্যে রবিবার নির্বিঘ্নে ওই অনুষ্ঠান হয়। তার আগে রাজ ঠাকরে বলেছিলেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমাদের কোনও সমস্যা নেই।
এই প্রসঙ্গে লালু বলেন, “নীতীশ বিহারের মানুষকে অপমান করেছেন। তিনি রাজ ঠাকরের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছেন। এটা রাজ্যের মানুষের কাছে অপমানকর।” আরজেডি-র নেতারা বলছেন, টেলিফোনে নীতীশ কুমার রাজ ঠাকরের সঙ্গে কথা বলে সমঝোতা করেছেন। লালুর বক্তব্য, “নীতীশ কুমার ওই অনুষ্ঠানে ‘জয় বিহার’ না বলে ‘জয় মহারাষ্ট্র’ বলেছেন। এতে কী বোঝায়?” |