l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• দিল্লি পুরসভা ভোটের ফলাফল
LIVE
• প্রাক্তন বিজ্ঞানী ও তাঁর মেয়েকে ‘হেনস্থা’র অভিযোগ
• কমল রেপো ও রিভার্স রেপো রেট
বিস্তারিত...
মাঝ-মাসে
খানা তল্লাশি
থেকে
আপনার রান্নাঘর
, এমনকী
স্বাদবদল
-এও চুটিয়ে
গরম পড়ার আগে নানা পদের লোভনীয় উঁকিঝুঁকি। সঙ্গে
সংবাদের হাওয়াবদল
।
বাবার ‘প্রেমে’ বাধা দিয়ে গুলিবিদ্ধ ছেলে
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল
বাবার ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্কের প্রতিবাদ করে গুলিবিদ্ধ হলেন এক যুবক। অভিযোগ, গুলি চালিয়েছে বাবার ‘প্রেমিকা’র ভাই। ঘটনাস্থলে ওই মহিলার ছেলেও ছিল বলে জানা গিয়েছে। রবিবার রাতে হুগলির ব্যান্ডেল স্টেশন সংলগ্ন লালবাবা আশ্রমের কাছে ওই ঘটনায় গুলিবিদ্ধ যুবক নীতীশ পাসোয়ান চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাঁর বাবা উমাশঙ্কর পাসোয়ান ও বাবার ‘প্রেমিকা’ ধীরা পাসোয়ানকে গ্রেফতার করেছে। ধরা হয়েছে ওই মহিলার ছেলে অমিতকেও। মূল অভিযুক্ত ধীরার ভাই টিঙ্কু পলাতক। হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অশেষ বিশ্বাস জানান, টিঙ্কুর খোঁজ চলছে।
বিস্তারিত...
সর্বদল বৈঠকে ঐকমত্য,
রাজ্য রাজি হলে বর্ধমান ভাগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও কলকাতা
সর্বদল বৈঠকে পাশ হয়ে গেল বর্ধমান জেলা ভাগের প্রস্তাব। সোমবার ওই বৈঠকের পরে জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা বলেন, “আগেই সর্বদল বৈঠকে আলোচনা হয়েছিল। সেটিই চূড়ান্ত রূপ পেয়েছে। রাজনৈতিক দলগুলি মোটামুটি রাজি। কয়েকটি দলের তরফে কিছু বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষত কাঁকসা ব্লক ভাগ নিয়ে। সেই প্রস্তাবও আমরা রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছি। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” রাজ্যের বড় জেলাগুলিকে ভাগ করার সিদ্ধান্ত বস্তুত অনেক দিনের। ইতিমধ্যে মেদিনীপুর বা ২৪ পরগনার মতো জেলা দ্বিখণ্ডিত হয়েছে। জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের মাঝামাঝি সময়ে প্রাক্তন অর্থমন্ত্রী অশোক মিত্রের নেতৃত্বাধীন প্রশাসনিক সংস্কার কমিটি যে সুপারিশ করে, তাতেও বর্ধমান জেলা ভাগ করার কথা বলা হয়েছিল।
বিস্তারিত...
মালগাড়ি বেলাইন, বিপর্যস্ত ট্রেন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
জবলপুর থেকে চুনাপাথর বোঝাই করে জামশেদপুর যাচ্ছিল ৬৯ বগির বিশাল মালগাড়িটি। পুরুলিয়ার সুইসা ও তোড়াং স্টেশনের মাঝখানে রবিবার গভীর রাতে সেটি বেলাইন হয়ে যাওয়ায় বিপর্যস্ত হল ট্রেন চলাচল। দু’টি ইঞ্জিন-সহ ৩২টি বগি লাইনচ্যুত হয়। প্রাণহানি না-হলেও রেলের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। দীর্ঘ লাইন ভেঙে এবং ওভারহেড তার ছিঁড়ে জট পাকিয়ে গিয়েছে। এটা নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে নাশকতা আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল মাওবাদী এলাকায়। তাই নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।
বিস্তারিত...
পঞ্চাশ কিমি লাইন টেনে গোসাবার কিছু ঘরে বিদ্যুৎ
পিনাকী বন্দ্যোপাধ্যায় • গোসাবা
প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সুন্দরবনের গোসাবায় বিদ্যুৎ পৌঁছে দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। তবে পুরো গোসাবায় নয়। সোমবার এই এলাকার কিছু বাসিন্দার বাড়িতে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হয়। এক থেকে দেড় মাসের মধ্যে আরও ৩০০ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। এত দিন গোসাবা অঞ্চলে সমবায়ের মাধ্যমে প্রতিদিন ১১ ঘণ্টা করে প্রায় দেড় হাজার পরিবারকে গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ দেওয়া হত। কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা অতি সামান্য। এখানকার অধিকাংশ বাসিন্দাই বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন।
বিস্তারিত...
কর্মীকে রাস্তায় এনে মার, পুলিশের দ্বারস্থ পুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বালি পুরসভায় ঢুকে এক কর্মীকে টেনে রাস্তায় এনে বেধড়ক মারধর করা হল সোমবার বিকেলে। এই ঘটনায় তৃণমূলের কিছু কর্মী-সমর্থকের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ওই ঘটনার পরেই পুরসভার সম্পত্তি এবং সেখানকার কর্মীদের জন্য নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানা ওই পুরসভার চেয়ারম্যান, সিপিএমের অরুণাভ লাহিড়ী। পুর চেয়ারম্যান বলেন, “এর আগেও ওরা নানা ভাবে ঝামেলা করেছে। কিন্তু কর্মীকে টেনে বার করে মারধরের পরে আর নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। তাই পুলিশের দ্বারস্থ হয়েছি। অফিসে নিরাপত্তা চেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানাব।” হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ অবশ্য বলেন, “পুর-কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও লিখিত আবেদন পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” কী ঘটেছিল এ দিন?
বিস্তারিত...
‘দুর্নীতি’, নন্দীগ্রামে তৃণমূল
প্রধানের নামে এফআইআর
আনন্দ মণ্ডল • তমলুক
নন্দীগ্রামের একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশের তোলা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে এফআইআর হল থানায়। গোকুলনগর পঞ্চায়েতের প্রধান অশোক মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, বন দফতরের কোনও অনুমতি ছাড়াই তিনি সরকারি জমির গাছ কেটে ফেলেছিলেন। এই নিয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ হাইকোর্টেরও দ্বারস্থ হন। হাইকোর্ট পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে শুনানি করে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেয়। গত ১৩ এপ্রিল জেলা-প্রশাসন অভিযুক্ত এবং অভিযোগকারীদু’পক্ষকে শুনানিতে ডাকে। তার পরেই জেলাশাসক পারভেজ আহেমদ সিদ্দিকি-র নির্দেশে রবিবার জেলা বনাধিকারিক পঞ্চায়েত প্রধান অশোক মণ্ডলের বিরুদ্ধে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ দায়ের করেন নন্দীগ্রাম থানায়।
বিস্তারিত...
ঠিকাদারদের বাড়তি টাকা পাওয়ানোর অভিযোগ
কিশোর সাহা • শিলিগুড়ি
‘শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি’র (এসজেডিএ) একাধিক ঠিকাদারকে মাটি ফেলার বরাত বাবদ অন্তত দেড় কোটি টাকা বাড়তি ‘পাইয়ে দেওয়ার’ অভিযোগ উঠেছে। সরকারি সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বাধীন সরকার রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পরে বিশেষ আর্থিক তদন্তে ওই অভিযোগের সপক্ষে কিছু তথ্য মিলেছে। এসজেডিএ-এর পদস্থ ইঞ্জিনিয়ারদের একাংশের মদত ছাড়া ঠিকাদারেরা ওই ‘বাড়তি’ টাকা তোলার সাহস পেতেন কি না, তা নিয়ে সরকারি মহলেরই একাংশে প্রশ্ন উঠেছে। এসজেডিএ-র চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য বলেছেন, এখনও পর্যন্ত বিশেষ তদন্তে দেখা গিয়েছে, মাটি ফেলা বাবদ ঠিকাদারদের প্রায় দেড় কোটি টাকা বাড়তি দেওয়া হয়েছে। ঘটনাটি উদ্বেগজনক।
বিস্তারিত...
পরস্পরের বিরুদ্ধে মারের
অভিযোগ দুই চিকিৎসকের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ জানালেন আসানসোল মহকুমা হাসপাতালের দুই চিকিৎসক। তাঁরা দু’জনেই তৃণমূল প্রভাবিত চিকিৎসক সংগঠনের নেতা। সিপিএম প্রভাবিত রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দাবি, এই ঘটনায় তৃণমূল প্রভাবিত সংগঠনের অভ্যন্তরীন দ্বন্দ্বই প্রকাশ পেয়েছে। ঘটনা সোমবার সকালের। পরে দুই চিকিৎসকই হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাসের কাছে লিখিত অভিযোগ জানান। এক জন আসানসোল (দক্ষিণ) থানাতেও অভিযোগ দায়ের করেছেন। নিখিলবাবু বলেন, “দু’জনেরই অভিযোগ পেয়েছি। আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করছি।” অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
‘কোর ব্যাঙ্কিং’ ব্যবস্থা
চায় দক্ষিণ দিনাজপুর
অবৈধ নির্মাণ ভাঙতে
‘বাধা’, ধৃত ব্যবসায়ী
দক্ষিণবঙ্গ
সেতু ও রাস্তা সংস্কারের
দাবিতে অনশন হিঙ্গলগঞ্জে
গোঘাটের গ্রামে ধানখেত
থেকে উদ্ধার আহত ছাত্র
বর্ধমান
তৃণমূলের মার মঙ্গলকোটে,
কাটোয়ায় অবরোধে কংগ্রেস
রাস্তাই নেই, হচ্ছে ‘উন্নয়ন’
পুরুলিয়া
দেউলঘাট সংস্কারে
আশ্বাস পর্যটনমন্ত্রীর
রামপুরহাটে নতুন পুরপ্রধান
মুর্শিদাবাদ
সপ্তাহভর উৎসবে নববর্ষ
মেদিনীপুর
বাঁকেই ‘বধ্যভূমি’
দিঘার রাস্তা
লোধা-বাড়ি তৈরিতে
গড়িমসির অভিযোগ
কলকাতা
৩৫.৬ /২৬.৯
আজকের দিনে
বিশ্ব হিমোফিলিয়া দিবস।
•
১৭৯০:
মার্কিন বিজ্ঞানী
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের দিনে
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.