ঋণনীতিতে আজ সুদ কমার ইঙ্গিত
মূল্যবৃদ্ধি কমে ৬.৮৯ শতাংশে
সার্বিক মূল্যবৃদ্ধির হার সামান্য কমলো মার্চে। সোমবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে মূলত শিল্পপণ্যের দাম কমার হাত ধরেই তা নেমে এসেছে ৬.৮৯ শতাংশে। ফেব্রুয়ারির হার ৬.৯৫%।
এক বছর আগে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল অনেকটাই চড়া, ৯.৬৮%। এই পরিপ্রেক্ষিতে অর্থনীতিতে প্রাণ ফেরাতে রিজার্ভ ব্যাঙ্ক আজ তার বার্ষিক ঋণনীতিতে সুদ কমানোর পথেই হাঁটবে বলে আশা করছে শিল্প ও ব্যাঙ্কিং মহল, অর্থনীতিবিদ, এমনকী কেন্দ্রও।
এ দিন শীর্ষ ব্যাঙ্কও তার অর্থনীতি ও মুদ্রা সংক্রান্ত ২০১১-’১২ সালের রিপোর্টে ইঙ্গিত দিয়েছে, বৃদ্ধির পথে অর্থনীতিকে ফেরাতে নীতির অভিমুখ কিছুটা বদল করতে চলেছে তারা। প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে রিজার্ভ ব্যাঙ্ক গত ২০১০-এর মার্চ থেকে সুদ বাড়িয়েছে ১৩ বার। কিন্তু এ বার মুদ্রাস্ফীতিকে বাগে রেখেই আর্থিক বৃদ্ধি কমার প্রবণতা রুখতে চায় তারা। শিল্প ও ব্যাঙ্কিং মহল এটাকেই সুদ কমানোর সঙ্কেত বলে মনে করছে। সাধারণ ভাবে তাদের প্রত্যাশা, শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাবে। যদিও তারা আগেই জানিয়েছে, মূল্যবৃদ্ধি ৫-৬ শতাংশে থাকলে, তবেই তা স্বস্তিজনক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, “সার্বিক মূল্যবৃদ্ধি ৬.৫ শতাংশের মধ্যে বেঁধে রাখা গেলে আরও ভাল হত।”
তবে অত্যাবশ্যক খাদ্য সামগ্রীর দাম ‘অস্বস্তিজনক’ ভাবে বাড়ায় উদ্বিগ্ন প্রণববাবু বলেন, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দূর করে মূল্যবৃদ্ধি কমাতে কেন্দ্র ব্যবস্থা নেবে। রিজার্ভ ব্যাঙ্কও জানিয়েছে, চলতি ২০১২-’১৩ অর্থবর্ষে মূল্যবৃদ্ধি কিছুটা একগুঁয়ে ভাবে এখনকার মতো ৭ শতাংশের আশেপাশেই ঘোরাফেরা করবে। কারণ অশোধিত তেলের চড়া দাম। আর্থিক বৃদ্ধিও ৭.৫ শতাংশে সীমিত থাকবে বলে পূর্বাভাস আরবিআইয়ের।
গত অর্থবর্ষ জুড়েই সার্বিক মূল্যবৃদ্ধি ছিল চড়া। পাশাপাশি, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি মার্চে এক লাফে ৬.০৭% (ফেব্রুয়ারির হার) থেকে বেড়ে হয়েছে ৯.৯৪%। শুধু শাক-সব্জির দাম বেড়েছে ৩০.৫৭%, ফেব্রুয়ারিতে যা ছিল মাত্র ১.৫২%। মূল্যবৃদ্ধির পরিস্থিতি খুব স্বস্তিজনক না-হলেও ৪.১ শতাংশে নেমে আসা শিল্প বৃদ্ধির হারকে টেনে তুলতেই রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে বলে মনে করছে শিল্পমহল। প্রণববাবুও বলেছেন, এ বিষয়টি মাথায় রেখেই ঋণনীতি ঘোষণা করা হবে। অর্থনীতির চাকাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সরকার ও রিজার্ভ ব্যাঙ্ক যৌথ ভাবেই উদ্যোগী হবে বলে মন্তব্য করেছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.