টুকরো খবর |
স্টার আনন্দ ১ জুন থেকে এবিপি আনন্দ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগামী ১ জুন থেকেই স্টার আনন্দ হবে এবিপি আনন্দ। একই সঙ্গে, নাম বদলে পুরোপুরি এবিপি ব্র্যান্ডের ছত্রচ্ছায়ায় চলে আসবে স্টার নিউজ এবং স্টার মাঝা-ও। এই দুই হিন্দি এবং মরাঠি খবরের চ্যানেলের নাম হবে যথাক্রমে এবিপি নিউজ ও এবিপি মাঝা। আট বছর আগে এবিপি এবং স্টারের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল মিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন সার্ভিসেস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড। এবং তারই অধীনে ছিল ওই তিনটি খবরের চ্যানেল। কিন্তু স্টার চায়, আরও বেশি করে তাদের বিনোদন ব্যবসায় মনোযোগ দিতে। অন্য দিকে, এবিপি-র মূল ব্যবসাই হল সংবাদ পরিবেশন। আর এই পরিপ্রেক্ষিতেই খবরের চ্যানেল তিনটি সম্পূর্ণ ভাবে এবিপি-র ব্র্যান্ড-নামে পরিচালিত হবে বলে জানিয়েছেন মিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন সার্ভিসেস-এর চিফ এগজিকিউটিভ অফিসার অশোক বেঙ্কটরামনি।
|
ভারতে অ্যাপলের নতুন আইপ্যাড |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আগামী ২৭ এপ্রিল ভারতে আসতে চলেছে অ্যাপল গোষ্ঠীর নতুন আইপ্যাড। এর দাম শুরু ৩০ হাজার ৫০০ টাকা থেকে। সাদা ও কালো এই দুটি রঙে পাওয়া যাবে নতুন আইপ্যাড। রয়েছে ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই প্লাস ফোর জি মডেল। ১৬ জিবি, ৩২ জিবি ও ৬৪ জিবি ক্ষমতাসম্পন্ন আইপ্যাডের দাম যথাক্রমে ৩০ হাজার ৫০০ টাকা, ৩৬ হাজার ৫০০ টাকা ও ৪২ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। |
|