l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
লজ্জিত গিল্ড
বিসি রায়ে ফের শিশু মৃত্যু
সুন্দরবনে মুখ্যমন্ত্রী
এমএএমসির পুনরুজ্জীবন
বিস্তারিত
...
শিক্ষার নবাবিয়ানাকে সেলাম ইমরানের
গৌতম চক্রবর্তী • কলকাতা
প্রেক্ষাপটে ধ্রুপদী খেয়ালের মূর্চ্ছনা। আর অডিও-ভিস্যুয়ালের পর্দায় সাদা-কালো ছবির নস্টালজিয়া। কখনও ক্রিকেট ব্যাট হাতে কিশোর মনসুর আলি খান পটৌডি, কখনও বা সিপিয়া রঙে পটৌডি আর শর্মিলা ঠাকুর। আর সেই স্মৃতিমুখর ছবিতে কখনও রঙিন সেফ আলি খান। বাবার সম্বন্ধে বলছেন, ‘ওঁকে অনেকটা আল পাচিনোর মতো মনে হত।’ স্মৃতি সততই সুখের! গত বছর ৫ জানুয়ারি, স্বামী মনসুর আলি খান পটৌডির জন্মদিনে উপহার দেওয়ার জন্য ওই ছবি তৈরি করেছিলেন শর্মিলা ঠাকুর। মাত্র ৩৯০ দিনের ব্যবধানে সেই ‘জন্মদিনের উপহার’ই হয়ে গেল শ্রদ্ধার্ঘ্য। সোমবার সন্ধ্যায় মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলের বলরুমে সেই ছবি দেখিয়েই শুরু হল ‘টাইগার পটৌডি স্মারক বক্তৃতা’। ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘বেঙ্গল ক্লাব’-এর উদ্যোগে প্রথম বছরেই সেই বক্তৃতা দিতে পাকিস্তান থেকে কলকাতায় উড়ে এলেন ইমরান খান!
বিস্তারিত...
দালালের উৎপাত, জমি
কিনতে বিপাকে এনটিপিসি
সৌমেন দত্ত • কাটোয়া
বণিকমহল এবং অর্থনীতিবিদদের আশঙ্কাই সত্যি হল। বর্ধমানের কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য চাষিদের কাছ থেকে সরাসরি জমি কিনতে নেমে দালালদের উৎপাতের সম্মুখীন হল এনটিপিসি। অগত্যা তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। কিন্তু রাজ্যে শিল্প গড়তে গেলে শিল্পোদ্যোগীদেরই জমি কিনতে হবে বলে যে নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তা নিয়ে ফের বিতর্কের অবকাশ তৈরি হল। জমি আন্দোলনকে পুঁজি করে রাজ্যে ক্ষমতায় এসেই মমতা শিল্পের জন্য অধিগ্রহণ রদ করে দেওয়ায় বেশ কিছু প্রস্তাবিত প্রকল্পের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এনটিপিসি-ই প্রথম সংস্থা যারা তাঁর শর্ত মেনে সরাসরি প্রায় ৫০০ একর জমি কেনার চেষ্টা করছে। কিন্তু প্রথমেই বাদ সেধেছে দালালদের দৌরাত্ম্য। সোমবার কাটোয়ায় সংস্থার জেনারেল ম্যানেজার রামানুজ মিশ্র বলেন, “দালালদের ঠেকাতে আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা চেয়েছি। জেলা ও মহকুমা প্রশাসনকেও এ ব্যাপারে চিঠি দেওয়া হচ্ছে।”
বিস্তারিত...
চার্জশিটে লক্ষ্মণ-সহ সিপিএমের
৮৮ নেতা, কর্মীর নাম
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও হলদিয়া
সুশান্ত ঘোষের পরে লক্ষ্মণ শেঠ। দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে বন্দি রয়েছেন পশ্চিম মেদিনীপুরের একদা ‘দাপুটে’ নেতা, প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। আর এ বার নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে সিআইডি চার্জশিট দিল পূর্ব মেদিনীপুরের একদা ‘দোর্দণ্ডপ্রতাপ’ সিপিএম নেতা, প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের নামে। নিখোঁজ-কাণ্ডে সিআইডি তদন্ত শুরু করার পর থেকেই প্রায় তিন মাস ধরে ‘আত্মগোপন’ করেছেন লক্ষ্মণবাবু। এমনকী, দলের সদ্য-সমাপ্ত জেলা সম্মেলনেও গরহাজির থেকেছেন। তাঁকে ‘ফেরার’ দেখিয়েই চার্জশিট দিয়েছে সিআইডি। আদালতের কাছে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে বলেও সিআইডি-সূত্রের খবর। চার বছর আগে সিপিএমের ‘পুনর্দখল’-পর্বে নন্দীগ্রাম থেকে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির যাঁরা ‘নিখোঁজ’ হন, তাঁদের খুন করে দেহ লোপাট করা হয়েছে বলেই চার্জশিটে উল্লেখ করেছে সিআইডি। খুন, প্রমাণ লোপ, ষড়যন্ত্র, অস্ত্র আইন-সহ একগুচ্ছ ধারায় মোট ৮৮ জন সিপিএম নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়েছে চার্জশিটে।
বিস্তারিত...
বিনোদন
• ফারহার স্বামীকে ‘চড়’ শাহরুখের, উত্তাল বলিউড
অযথা দোষারোপ নয় মমতাকে,
কর্মিসভায় পরামর্শ গৌতমের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পদে আসীন হয়েই ‘দায়িত্বশীল’ বিরোধী নেতার ভূমিকা পালনের চেষ্টা শুরু করে দিলেন সিপিএম নেতা গৌতম দেব। সোমবার কামারহাটিতে এক কর্মিসভায় গৌতমবাবু বলেন, হাসপাতালে শিশু মারা গেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দোষ চাপানো ঠিক নয়। একই ভাবে সরকার ভুল করলে যাতে কথায় কথায় পার্টি কর্মীরা বন্ধ-অবরোধ না করেন, সে ব্যাপারেও সতর্ক করে দেন তিনি। কলেজে গণ্ডগোল হলেই ভাঙচুর বা সরকারের উপর দোষ না চাপিয়ে বরং প্রয়োজনে ‘সহযোগিতা’ করার উপরেও জোর দেন গৌতমবাবু। তবে মুখ্যমন্ত্রীকেও বিভিন্ন ব্যাপারে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানান রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। সিপিএমের একটি বড় অংশ মনে করছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই পুরোপুরি মমতা-বিরোধিতায় নামা উচিত।
বিস্তারিত...
‘টানাটানি’র সংসারেও ৮০০ ক্লাবকে ১৬ কোটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
এক দিকে তিনি জানালেন, সরকারের কোষাগারে অভাব রয়েছে। পরক্ষণে একই মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের প্রায় আটশো ক্লাবের মধ্যে তিনিই বিতরণ করলেন ১৬ কোটি টাকা! জানালেন, জেলায়-জেলায় খেলাধুলোর উন্নয়নের স্বার্থেই এই অনুদান দেওয়া হচ্ছে। ভাল কাজ করলে পরের বছরও আর্থিক সাহায্য মিলবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার সঙ্গে একেবারেই মিলল না অনুদান-প্রাপক কয়েক জন ক্লাব-কর্তার বক্তব্য। যেমন, সরকারি সাহায্যের টাকা কী ভাবে খরচ করবেন জানতে চাইলে কোচবিহারের এক ক্লাবের কর্মকর্তা নিরঞ্জন দে বলে গেলেন, “ক্লাব প্রাঙ্গণে একটি মুক্তমঞ্চ তৈরির ইচ্ছে রয়েছে। পুজোর সময়ে প্যান্ডেলের খরচটা তো বাঁচবে!” যার প্রেক্ষিতে প্রশ্ন জেগেছে, খেলাধুলোর উন্নয়নের লক্ষ্যে সরকার টাকা বিলোলেও সে উদ্দেশ্য কতটা সার্থক হবে? সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়া দফতর আয়োজিত ‘বিবেকানন্দ স্মারক আর্থিক অনুদান’ শীর্ষক অনুষ্ঠানে রাজ্যের ১৯টি জেলার প্রায় আটশো ক্লাবের প্রতিটিকে সরকারের তরফে দু’লক্ষ টাকার চেক দেওয়া হয়।
বিস্তারিত...
বিসি রায়ে মৃত্যু আরও তিন শিশুর, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
রোগ পুরনো। কিন্তু চিকিৎসা না-হওয়ায় রোগ এখন হাতের বাইরে চলে গিয়েছে। শিশুমৃত্যু নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে জমা দেওয়া রিপোর্টে ওই রোগের দাওয়াই খুঁজতে স্বাস্থ্যকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের কর্তৃপক্ষ। তাঁরা জানান, চিকিৎসক বা নার্সদের গাফিলতি নয়, জেলা হাসপাতাল থেকে মাত্রাছাড়া হারে রোগী ‘রেফার’ করায় প্রতিটি অসুস্থ শিশুকে সমান পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে উঠেছে। এই ব্যবস্থার পরিবর্তন চাই। এর মধ্যেই তৃণমূল নেতা তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লিতে দাবি করেছেন, অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে শিশুমৃত্যুর হার অনেক কম। তিনি জানান, গোটা দেশে প্রতি হাজার জনে শিশুমৃত্যুর হার ৪৭। পশ্চিমবঙ্গে সেটা ৩১। সুদীপবাবুর দাবি, “নতুন সরকার ক্ষমতায় আসার পরে ওই গড় আরও তিন সূচক কমেছে। আগামী বছরের পরিসংখ্যানে সেটা বোঝা যাবে।” তিনি জানান, পশ্চিমবঙ্গে এক মাস বয়সের শিশুর মৃত্যুর হার জাতীয় গড়ের থেকে অনেক কম।
বিস্তারিত...
এক নজরে
• ভাসান ঘিরে বাড়ি-গাড়ি ভাঙচুর পদ্মপুকুরে
•
ইউপিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়, ইঙ্গিত মমতার
•
রাজনীতির বিষাক্ত প্রশ্ন সামলালেন ক্রিকেটীয় লাবণ্যে
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
নিয়ম ভাঙার দাবিতে অবরোধ
বাইপাসে বধূকে নগ্ন করে
পুলিশি তল্লাশি, ক্রুদ্ধ কোর্ট
রাজ্য
সরকার যথাসাধ্য করছে,
সুর বদলালেন নারায়ণন
রাজ্য মন্ত্রিসভায় সদস্য
পাঠাতে চায় না কংগ্রেস
দেশ
কী করবেন মায়াবতী,
উদ্বিগ্ন সব পক্ষই অপেক্ষায়
জয়রামের পথে বোমা,
মাওবাদীরা বুঝিয়ে দিল
সারান্ডায় ওরা আছে
বিদেশ
নির্বাচন এগিয়ে আনার
ইঙ্গিত পাক প্রধানমন্ত্রীর
ব্যবসা
সেনসেক্স নামল ৩৭১
খেলা
এমন টিম বানাব যা পাকিস্তানকে এই অন্ধকার থেকে উদ্ধার করবে
ক্রেস্পো বারাসতে,
কানাভারো শিলিগুড়িতে
স্বাস্থ্য
ধার করা শয্যায় ‘কলেজ’
হবে সাগর দত্ত হাসপাতাল
বহির্বিভাগ খুলতে দেরি, হাসপাতালে ভাঙচুর
জীবজগত্
হাতির হানায় চাষির
মৃত্যু সোনামুখীতে
দূষণে ক্ষোভ
বাড়ছে শহরে
সম্পাদকীয়
ভারতের, ভারতীয় নহে
ঘুণ ঐতিহ্যেই, দল বদলে
তা দূর করা যাবে না
কলকাতা
২৫.৭/১৩.৬
আজকের দিনে
•
১৯৮১:
মার্কিন গায়ক
জাস্টিন টিম্বারলেকের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.