l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
বিসি রায়ে ফের শিশু মৃত্যু
সুন্দরবনে মুখ্যমন্ত্রী
জল সরবরাহ বন্ধ
বিস্তারিত
...
ধান কেনাবেচা বন্ধ, আত্মঘাতী ব্যবসায়ী
রানা সেনগুপ্ত • গলসি
বাড়ির কড়িকাঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক ধান ব্যবসায়ী। সোমবার তাঁর মৃত্যুর পরে রাজ্যের খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেন ধান ব্যবসায়ীরা। বর্ধমানের গলসিতে পারাজ গ্রামের কাঞ্চন রুইদাস (৩১) নামে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার বিকেলে। বর্ধমান শহরে একটি নার্সিংহোমে ভর্তি করানো হলেও সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ও পুলিশ সুপার সৈয়দ হোসেন মির্জা জানান, ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত ‘রিপোর্ট’ মেলেনি। কাঞ্চনের বাবা সুদন রুইদাসের অভিযোগ, “আমাদের জমি নেই। ছেলে ধান কেনাবেচার কাজ করে সংসার চালাত। গত তিন মাস কাজ বন্ধ। বিভিন্ন জনের কাছে প্রায় দেড় লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে ও আত্মহত্যা করেছে।” রাজ্য ধান ব্যবসায়ী সমিতির আহ্বায়ক প্রশান্ত লাহাও দাবি করেন, “ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সঙ্কট সামলাতে না পেরে উনি আত্মঘাতী হয়েছেন।” কাঞ্চনের বাড়িতে তাঁর দু’টি নাবালিকা মেয়ে এবং অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছেন। স্থানীয় ধান-চালের ব্যবসায়ী হারাধন সাহা, দুঃখীরাম হাজরার খেদ, “গত সাত-আট বছর ধরে এই গ্রামে আমাদের মতো প্রায় দেড়শো পরিবারের মূল রুজিই হল ধান কেনাবেচা। নতুন সরকার এসে চালকলগুলিকে আমাদের থেকে ধান কিনতে বারণ করায় এক ছটাক ধানও বিক্রি হচ্ছে না।
বিস্তারিত...
অভয়কে সঙ্গে নিয়ে গোঘাট থেকে উদ্ধার বন্দুক
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
গোঘাট সিপিএমের প্রাক্তন জোনাল সম্পাদক অভয় ঘোষের ‘দেখিয়ে দেওয়া’ জায়গা থেকে জিলেটিন স্টিক, বন্দুক উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে ওই ঘটনার সূত্র ধরেই পুলিশ তাঁর বিরুদ্ধে একটি নতুন মামলা শুরু করেছে। আজ, মঙ্গলবার আদালতে অভয়বাবুকে ফের নিজেদের হেফাজতে চাওয়া হবে বলে জানিয়েছে হুগলি পুলিশ। জিলেটিন স্টিক ছাড়াও অভয়বাবুকে নিয়ে তল্লাশিতে নেমে ৬টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছেন তদন্তকারীরা। গড়বতার নানা ঘটনায় তাঁর যে সরাসরি যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি। এমনকী, চমকাইকাইতলা কাণ্ড-সহ হুগলির নানা রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ব্যবহৃত অস্ত্রের একটা বড় অংশ যে গড়বেতা থেকেই আসত, সে কথা ধৃত অভয়বাবুই জানিয়েছেন বলে দাবি জেলা পুলিশের। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ধৃত নেতাকে জেরা করে অস্ত্র-সহ অন্যান্য বিস্ফোরক দফায় দফায় উদ্ধার হচ্ছে। তবে তদন্তের স্বার্থে সংবাদমাধ্যমকে এখনই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়।” গোঘাটের ‘ডাকাবুকো’ সিপিএম নেতা অভয় ঘোষকে গত ২৩ তারিখে রিষড়ায় দলের জেলা সম্মেলনে যাওয়ার পথে উত্তরপাড়ায় জিটি রোড থেকে গ্রেফতার করে পুলিশ। জেলা সিপিএম নেতৃত্ব তখন অভিযোগ তুলেছিলেন, তৃণমূল এবং পুলিশ ‘ষড়যন্ত্র করে’ মামলা সাজিয়ে অভয়বাবুকে গ্রেফতার করেছে।
বিস্তারিত...
পোষালে উঠুন, না হলে নামুন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
বহরমপুরে অস্বাভাবিক রিকশার ভিড়, ভাড়াও। যা নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের বচসা প্রায় নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কথা কাটাকাটি কখনও হাতাহাতিতেও গড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদাদের কথায়, এখন রিকশায় উঠতেই ভয় লাগে। ভাড়া নিয়ে এই বুঝি ‘যুদ্ধ’ শুরু হল! কিন্তু সব জেনেও পুরকর্তৃপক্ষের উদাসীনতা ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁরা বলছেন, ‘এ ব্যাপারে পুর উদ্যোগ না থাকাতেই বিষয়টা ক্রমশ জটিল হয়ে পড়ছে।’ বহরমপুর স্টেশন থেকে গোরাবাজার নিমতলা মোড়ের ভাড়া ১০ টাকা। ছ-মাস আগেও রিকশা চালকেরা ওই ভাড়াই যেতেন। পুজোর পর থেকেই ওই ভাড়া দিনের বেলায় বেনে দাঁনিয়েছে ২০ টাকা। রাতে তা কখনও ৩০ টাকা কখনও বা ৪০টাকা। যাত্রী বুজে দর হাঁকেন রিকশা চালকেরা। এ’টা নিছকই একটা উদাহরণ। শহরের যে কোনও প্রান্ত থেকে অন্য প্রান্তে যে ভাড়া গুনতে হত পুজোর সময়ে তা এখন তিন তেকে চার গুন বেনে গিয়েছে। কেন? প্রশ্ন করলে রিকশাচালকদের কাছ থেকে শুনতে হয়, জিনিষ পত্রের দাম বেড়েছে। কিন্তু তা বলে ১০ টাকা ভাড়া ৩০ টাকা? উত্তর মেলে, ‘পোষালে যান। না হলে নেমে যান।’ বিষয়টি বহরমপুর পুর-কর্তৃপক্ষের অজানা নয়। বহরমপুর পুরসভার পক্ষ থেকে অবশ্য রাতে স্টেশন থেকে শহরের রাস্তায় বাস সার্ভিস চালু হয়েছিল। কিন্তু তাতেও ভাড়া কমেনি।
বিস্তারিত...
গাদিয়াড়ার সৌন্দর্যায়নের কাজ শুরুই হয়নি
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর
টাকা এসে পড়ে রয়েছে। কথা ছিল, সেই টাকায় গাদিয়াড়ার ভগ্নপ্রায় জেটিঘাটটি সংস্কার করা হবে। তার সঙ্গে জেটিঘাট-সংলগ্ন নদীর পাড়ের সৌন্দর্যায়ন করা হবে। কিন্তু কাজটি শুরু করার আগে যা অতি প্রয়োজনীয় সেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) এখনও তৈরিই হয়নি। সে কারণেই জেটিঘাট সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ শুরু করা যায়নি। জেটিঘাটটির সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজটি করার কথা হাওড়া জেলা পরিষদের। টাকা এসে পড়ে রয়েছে তাদেরই কাছে। শ্যামপুরের গাদিয়াড়া হল জেলার অন্যতম সেরা পর্যটনকেন্দ্র। বছরভর বহু পর্যটক আসেন এখানে। এ ছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মানুষ গাদিয়াড়ার মাধ্যমে নিয়মিত হাওড়ার বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। একই সঙ্গে, হাওড়া থেকেও বহু মানুষও প্রতিদিন গাদিয়াড়া হয়ে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। গাদিয়াড়া থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালিতে যাতায়াত করা যায় রূপনারায়ণ নদ পার হয়ে। অন্য দিকে, হুগলি নদ পার হয়ে যাওয়া যায় নুরপুরে। নিত্যযাত্রী ছাড়া নদীপথে বহু পর্যটকও গাদিয়াড়া আসেন। কিন্তু গাদিয়াড়ায় জেটিঘাটটির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না-হওয়ার ফলে জেটিঘাটটির এই হাল হয়েছে বলে নিত্যযাত্রীদের অভিযোগ।
বিস্তারিত...
আক্রমণ প্রাক্তন পুরপ্রধানকে,
কংগ্রেসের প্রতি নরম তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
তিন দিন আগে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল পরিচালিত খড়গপুর পুরবোর্ডের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল কংগ্রেস। সোমবার পাল্টা সাংবাদিক বৈঠক করে তৃণমূল দাবি করল, কংগ্রেস সমর্থন প্রত্যাহার করলেও বোর্ড চালাতে অসুবিধা হবে না। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরই নাকি পুরবোর্ডের পাশে আছেন। এমনকী কংগ্রেস-শিবিরের মধ্যেই বিভাজনের ইঙ্গিত দিয়ে তৃণমূল-নেতৃত্বের দাবি, কংগ্রেসের নেতৃত্ব পুরবোর্ড ফেলতে চান না। প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডেই মূলত বোর্ড ফেলার চক্রান্ত করছেন। বর্তমান পুরপ্রধান জহরলাল পালের সরাসরি অভিযোগ, “প্রাক্তন পুরপ্রধানই ষড়যন্ত্র করছেন।” তাঁর দাবি, “কংগ্রেস নেতৃত্ব কিন্তু বোর্ডে অস্থিরতা চাইছেন না।” জহরবাবুর বক্তব্য, “পুর-প্রশাসন দুর্নীতিমুক্ত ভাবে উন্নয়নের কাজ করছে। সেই কাজে বাধা সৃষ্টি করতেই সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়েছে।” যা শুনে প্রাক্তন পুরপ্রধান রবিবাবুর প্রতিক্রিয়া, “আমার একার সিদ্ধান্ত নয়, দলীয় কাউন্সিলর ও শহর কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্ত মতোই পুরবোর্ডের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছে কংগ্রেস।” পুর-প্রশাসন দুর্নীতিগ্রস্ত, এই অভিযোগ তুলেই গত শুক্রবার খড়্গপুর পুরবোর্ডের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে কংগ্রেস। তাদের বক্তব্য, বোর্ড এমন কিছু অনৈতিক কাজকর্ম করছে, যা কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
বিস্তারিত...
বিল মেটানোয় হুঁশিয়ারি বোলপুর পুরসভাকে
নিজস্ব সংবাদদাতা • বোলপুর ও রামপুরহাট
বকেয়া বিল মেটানো হয়নি। এই কারণে আগেই তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভায় বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল বিদ্যুৎ বণ্টন কোম্পানি। ঠিক একই কারণে বিদ্যুৎ দফতরের হুঁশিয়ারির মুখে পড়ল বোলপুর পুরসভা। এই পুরসভাও তৃণমূল পরিচালিত। যদিও বিদ্যুৎ দফতরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া টাকার কিছু অংশ পরিশোধ করার আশ্বাস দেওয়ায় রবিবার রাতেই বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়া হয় রামপুরহাট পুরসভায়। বোলপুর পুরসভার ১৯টি ওয়ার্ড। পথবাতি, ঘরেঘরে এবং পাড়ায় পানীয় জল সরবরাহ, প্রশাসনিক ভবন-সহ একাধিক কাজে বিদ্যুৎ ব্যবহার করে পুরকর্তৃপক্ষ। বড় এলাকা হওয়ায় শান্তিনিকেতন গ্রুপ সাপ্লাই দফতর ছাড়াও বোলপুর গ্রুপ সাপ্লাই দফতরও বিদ্যুৎ সরবরাহ করে পুর-এলাকায়। বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, ২০০৭ সাল থেকে এখনও পর্যন্ত বোলপুর পুরসভার বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা বাকি আছে। বকেয়া বিল মেটানোর জন্য বারে বারে চিঠি, ফোন করা হয়েছে। কিন্তু পুর-কর্তৃপক্ষ তাতে কোনও গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। শেষ বারের মতো সতর্ক করা হয়েছে। কাজ না হলে বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথা ভাবছেন শান্তিনিকেতন ও বোলপুর গ্রুপ ইলেকট্রিক সাপ্লাই কর্তৃপক্ষ।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অপবাদে অবসাদে
ছাত্রী, তদন্ত
বাবার খোঁজে পুলিশ
দক্ষিণবঙ্গ
দু’টি দুর্ঘটনায় দু’জনের
মৃত্যু, সড়ক অবরোধ
স্কুলঘর তৈরির জন্য
আড়াই লক্ষ টাকা দিলেন
অবসরপ্রাপ্ত সন্তোষ
বর্ধমান
পরীক্ষায় খারাপ নম্বর,
ভারপ্রাপ্ত উপাচার্যকে
ঘেরাও টিএমসিপি-র
মাঝরাতে দূরপাল্লার
বাসে হঠাৎ উঠে
দাঁড়াল ডাকাতেরা
পুরুলিয়া
মেলেনি ধড়, খুন
বলেই সন্দেহ পুলিশের
সরকারি হোমে
ঠাঁই হল সোহাগির
মুর্শিদাবাদ
ছিল স্কুল, হয়ে
গেল ভোজবাড়ি
ইট-বালির আড়ালে
নবদ্বীপের ‘শিরদাঁড়া’
মেদিনীপুর
সিপিএমের জেলা
সম্মেলন শুরু পশ্চিমে
‘আক্রান্ত’ দাবি করে
আইটাকের থানা ঘেরাও
কলকাতা
২৫.৭/১৩.৬
আজকের দিনে
•
১৯৮১:
মার্কিন গায়ক
জাস্টিন টিম্বারলেকের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.