|
|
|
|
নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত পাক প্রধানমন্ত্রীর |
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
নির্বাচন এগিয়ে আনার ইঙ্গিত দিলেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। দাভোস শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে আজ সাংবাদিকদের এ কথাই জানালেন তিনি। এর আগেও সেনা ও সুপ্রিম কোর্টের চাপে কোণঠাসা গিলানি সরকারকে ভোট এগিয়ে আনার প্রস্তাব দিয়েছিল বিরোধী দলগুলি। কিন্তু পার্লামেন্টের আস্থাভোটে গিলানি বিপুল সমর্থন পাওয়ার পর বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তবে ভোট তাড়াতাড়ি সারার পথ যে খোলাই রয়েছে, আজ সে কথা জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী।
আগামী বছর মার্চে সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু গিলানি জানিয়েছেন, চলতি বছরের মে মাসে বাজেটের পরই নির্বাচনের কথা ভাবা করা হচ্ছে। গিলানির দল পাকিস্তান পিপলস পার্টি অবশ্য বলছে, অক্টোবর-নভেম্বর নাগাদ ভোট হতে পারে।
আইএসআই প্রধান সুজা পাশার চাকরির মেয়াদ দু’মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু গত কয়েক দিনে শোনা যায়, মেয়াদ বাড়িয়ে দিতে পারেন গিলানি। সাংবাদিকদের কাছে অবশ্য সে কথা অস্বীকার করেছেন তিনি। বলেন, “ঠিক সময়ে এ বিষয়ে জানানো হবে।” এ দিকে, মেমোগেট-কাণ্ডে পদচ্যুত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হক্কানির দেশের বাইরে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে, কমিশনের কাছে তদন্ত শেষ করার সময়সীমা আরও দু’মাস বাড়িয়ে দিল আদালত।
|
গিলানির সরকারকে
হুমকি জামাত-উদ-দাওয়ার |
সংবাদসংস্থা • লাহৌর |
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পাক সরকারকে হুঁশিয়ার করে দিল জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া। সংগঠনের প্রধান হাফিজ মহম্মদ সইদের কথায়, ভারতকে এমএফএন স্বীকৃতি দেওয়া হলে পাকিস্তানের অর্থনীতিই ভেঙে পড়বে। গত কাল মূলতান শহরে আমেরিকা, ভারত ও ইজরায়েলের বিরুদ্ধে একটি মিছিলের আয়োজন করে ‘ডিফা-ই-পাকিস্তান কাউন্সিল’। দেশের প্রায় ৪০টি জঙ্গি সংগঠন নাম লিখিয়েছে ওই কাউন্সিলে। সরকারি সূত্রের খবর, মূলতানের প্রশাসন মিছিলের অনুমতি দেয়নি। যদিও অসংখ্য মানুষ যখন মিছিল করে স্থানীয় ময়দানে জমায়েত হয় এবং ভারত-আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে প্রশাসন তাদের বাধাও দেয়নি। জামাত নেতা সইদ আজ বলে, পাকিস্তানের সীমান্ত যদি ন্যাটোর জন্য ফের খুলে দেওয়া হয়, সে ক্ষেত্রে ইসলামাবাদে গিয়ে পার্লামেন্টের সামনে ধর্নায় বসবে তাদের কাউন্সিল। |
|
|
|
|
|