নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য না পাওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করতে পারেন। নানা বিষয়ে কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্বও বাড়তে পারে। কিন্তু তিনি যে ইউপিএ থেকে কোনও ভাবেই গাঁটছড়া ছিন্ন করতে চান না, তা-ও আজ মমতা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া এ দিনের সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন? তিনি রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছেন। কেন্দ্রীয় সাহায্য চেয়েছেন। কেন্দ্র সাহায্য না করলে তার জবাব সাধারণ মানুষ দেবেন এমন কথা বলে উষ্মাও প্রকাশ করেছেন। এর পাশাপাশি তাঁর অতীত অনশনের সময়কার স্মৃতিচারণ করে জানিয়েছেন, সেই সময়ে মনমোহন সিংহের সঙ্গে সিপিএমের শরিকি সম্পর্ক ছিল। তাই প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতৃত্ব তাঁর পাশে দাঁড়াতে পারেননি। এ কথা তিনি তাঁর সদ্য প্রকাশিত আত্মজীবনীতেও জানিয়েছেন।
কংগ্রেসের সঙ্গে তাঁর মতপার্থক্যের কথা জানালেও মমতা কিন্তু এখনই তা নিয়ে সংঘাতে যেতে চান না। তবে মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লিতে প্রশ্ন ওঠে, তবে কি তিনি রেল বাজেটের আগেই সমর্থন প্রত্যাহার করে নিতে চলেছেন? উত্তরপ্রদেশের নির্বাচনের পরে মুলায়ম সিংহের সঙ্গে কংগ্রেস জোটের কথা মাথায় রেখে এটি কি মমতার আগাম চাল? মুখ্যমন্ত্রী অবশ্য আজ এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন, “আমি বিশ্বাসভঙ্গের কাজ করি না।” কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “তৃণমূল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিক। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার প্রশ্নই উঠছে না।” |