নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গত লোকসভা ভোটের পর কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে থেকেই মরিয়া তিনি। রামদেব থেকে অণ্ণা হজারে পর্ব ইদানীং কংগ্রেসের সঙ্কটের সব মুহূর্তেই তিনি সনিয়া-মনমোহনের পাশে দাঁড়িয়েছেন। এ বার তাঁর চতুর্থ কন্যার বিয়ের পর রাজধানীতে জল্পনা কংগ্রেসকে আরও এক বার বার্তা দিলেন লালু প্রসাদ! মেয়ে রাগিনীর বিয়ে দিলেন কংগ্রেসের ঘরে!
রাগিনীর বিয়ে হয়েছে গত পরশু। পাত্র সিকান্দ্রাবাদে কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক জিতেন্দ্র যাদবের পুত্র রাহুল। এর আগে গাজিয়াবাদে সমাজবাদী পার্টির বিধায়ক ছিলেন জিতেন্দ্র। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন এবং টিকিটও পেয়েছেন। লালু প্রসাদের ঘনিষ্ঠ সূত্রে খবর, হরিয়ানার বিদ্যুৎ মন্ত্রী অজয় সিংহ যাদবের ছেলে চিরঞ্জীবের সঙ্গে ছোট মেয়ে অনুষ্কার বিয়ের পাকা কথা হয়ে গিয়েছে। চিরঞ্জীব হরিয়ানা যুব কংগ্রেসের সভাপতিও। কংগ্রেসের এক নেতা হালকা চালে বলেন, “কংগ্রেসের ঘরে মেয়েদের বিয়ে দিয়ে ভিত তৈরি করতে চাইছেন লালু। যাতে পরের ভোটে ফের জোট হয়।”
এর আগে দুই মেয়ে মিশা ও রোহিনীর বিয়ে যখন হয়, তখন রাবড়ী দেবী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। তৃতীয় কন্যা চন্দার বিয়ের সময় বিহারে ক্ষমতাচ্যুত হলেও রেলমন্ত্রী ছিলেন লালু। এ বার কোথাওই তাঁরা ক্ষমতায় নেই। এবং তাঁর মেয়ের বিয়েতে সাধারণত যা জাঁকজমক হয়, এ বার তা দেখা যায়নি। যেটুকু খোশগল্প রাজনৈতিক শিবিরে চলছে তা হল, কংগ্রেসের সঙ্গে লালুর ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা প্রসঙ্গ। গত লোকসভা ভোটে বিহারে কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে যাওয়ার পর থেকে আরজেডি-র বিপর্যয় শুরু। বিধানসভা ভোটে কংগ্রেস একলা চলার ফলেও লালু বিপদে পড়েন। পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেসের সঙ্গে জোট গড়তে পারলে ফের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তাঁর। সেটা বুঝতে পেরেই কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে মরিয়া লালু। |