টুকরো খবর |
হাফলংয়ে ধৃত ২ নাগা জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
হাফলংয়ে ধরা পড়ল মুইভা গোষ্ঠীর দুই নাগা জঙ্গি। তাদের কাছ থেকে মিলেছে চারটি এ কে ৫৬ রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ৫১৫ রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ ভোরে আসাম রাইফেলস এবং আসাম পুলিশ হাফলং থানার লোদিগ্রামে যৌথ অভিযান চালায়। গ্রেফতার করা হয় এনএসসিএন (আইএম) ক্যাডার কাইসিং জেমি এবং তাদের লিঙ্কম্যান চুঙলুবে নিয়ামেকে। পরে কাইসিংয়ের ঘরে তল্লাশি চালিয়ে একটি এ কে ৫৬ রাইফেল উদ্ধার করা হয় এবং নিয়ামের ঘরে মেলে আরও তিনটি। তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং দুটি সিমকার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। পালানোর চেষ্টায় কাইসিং আসাম রাইফেলসের এক মেজরের আঙুল কামড়ে দেয়। যদিও তার সে চেষ্টা সফল হয়নি। ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ সিংহ পানিসর জানান, এরা জেপি সিমেন্টের উমরাংশু ইউনিটের জেনারেল ম্যানেজার যতীন্দ্র সিংহ সাঁধু এবং আসাম মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার রমেন শর্মাকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত। পানিসরের অনুমান, লোদিগ্রামে আরও আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এর আগেও এই এলাকায় বেশ কয়েক জন সশস্ত্র নাগা জঙ্গি ধরা পড়ে।
|
বিহারে দু’টি পথ দুর্ঘটনায় মৃত ৬ জন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। গত রাতে একটি দুর্ঘটনা ঘটে খগাড়িয়া জেলায়। বিয়েবাড়ি থেকে ফেরার পথে বালহা গ্রামের কাছে ট্রাক্টর উল্টে মারা গিয়েছেন ৩ জন। আহত আরও ১৫। পুলিশ সুপার মিঠু প্রসাদ জানান, কাল বসবত্তি গ্রামে বিয়েবাড়ি সেরে এঁরা ধানচৌরে ফিরছিলেন। মৃতদের শনাক্ত করা গিয়েছে, তাঁরা হলেন অবধেশ চৌধুরি (২০), জিতেন্দ্র চৌধুরি (১৮) ও সতীশ (১৮)। আহতেরা স্থানীয় হাসপাতালে ভর্তি। অন্য দুর্ঘটনাটি ঘটেছে বিহারের জামুই জেলার নবিনগর অঞ্চলে। তীর্থযাত্রী বোঝাই একটি জিপ আজ সকালে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে মৃত্যু হয় ৩ জনের। গুরুতর আহত হন আরও ৪ পুণ্যার্থী। দেওঘরের শিব মন্দিরে পুজো দিয়ে নেপালের জনকপুরে ফিরছিলেন তাঁরা। আহতদের পটনা হাসপাতালে চিকিৎসা চলছে।
|
শিক্ষামন্ত্রীর ছেলে পাশ অন্যের লেখা উত্তরে
সংবাদসংস্থা • শ্রীনগর |
নিজের ছেলেকে অন্যায় ভাবে পরীক্ষায় পাশ করানোর অভিযোগ উঠল জম্মু-কাশ্মীরের খোদ শিক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা পিরজাদা সইদের বিরুদ্ধে। স্থানীয় একটি সংবাদপত্র আজ ফাঁস করে দিয়েছে যে, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষা বিভাগের এক কর্তা পিরজাদার ছেলের উর্দু খাতার কিছু উত্তর লিখে দিয়েছিলেন। অন্য এক শিক্ষক স্কুল শিক্ষা পর্ষদকে তা জানিয়ে ফলপ্রকাশ আটকানোর পরামর্শ দেওয়ার পরেও মন্ত্রীর ছেলেকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্রটি পরীক্ষার খাতার প্রতিলিপিও ছেপে দেওয়ার ফলে, পিরজাদা কোনও সাফাই-ই দিয়ে উঠতে পারেননি এখনও। ২০১০ সালেই কংগ্রেসের জি এম সারুরকে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল এই জাতীয় দুর্নীতির কারণে। সে বার ‘মুন্নাভাই এমবিবিএস’ কায়দায় জাল পরীক্ষার্থীর দেওয়া পরীক্ষার জোরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়েছিলেন সারুরের মেয়ে। পিরজাদার ‘কীর্তি’-ও গোটা রাজ্যে এত চাঞ্চল্য তৈরি করেছে যে, তাঁর পক্ষেও এখন মন্ত্রিত্ব বাঁচানো শক্ত।
|
উত্তরাখণ্ডে ভোট ৭০%, পঞ্জাবে ৭৭%
সংবাদসংস্থা • চণ্ডীগড় ও দেরাদুন |
মোটামুটি শান্তিতেই মিটল পঞ্জাব ও উত্তরাখণ্ডের বিধানসভা ভোট। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, পঞ্জাব ও উত্তরাখণ্ডে ভোটদানের হার যথাক্রমে ৭৭ শতাংশ ও ৭০ শতাংশ।
দিনের শুরুতে দুই রাজ্যেই ভোটদানের হার ছিল কম। পরে ক্রমশ বুথে ভিড় জমান ভোটাররা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বি সি খান্ডুরি-সহ কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল সোমবার। লাম্বি বিধানসভার অন্তর্গত বাদল গ্রামে সোমবার ভোট দেন প্রকাশ সিংহ বাদল ও তাঁর পরিবারের সদস্যরা। পাটিয়ালায় ভোট দেন কংগ্রেস নেতা অমরিন্দর সিংহ। তাঁর দাবি, নির্বাচনে কংগ্রেসকে সমর্থন জানিয়েছে ধর্মীয় গোষ্ঠী ডেরা সাচা সৌদা। তবে ওই গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, কোনও দলকে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেওয়া হয়নি। পঞ্জাবের লুধিয়ানা, ভাটিন্ডা ও অমৃতসরে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। ফিরোজপুর কেন্দ্রের একটি গ্রামে দুই রাজনৈতিক দলের সংঘর্ষে নিশান্ত সিংহ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
|
শিক্ষামন্ত্রীর ছেলে পাশ অন্যের লেখা উত্তরে
সংবাদসংস্থা • শ্রীনগর |
নিজের ছেলেকে অন্যায় ভাবে পরীক্ষায় পাশ করানোর অভিযোগ উঠল জম্মু-কাশ্মীরের খোদ শিক্ষামন্ত্রী তথা কংগ্রেস নেতা পিরজাদা সইদের বিরুদ্ধে। স্থানীয় একটি সংবাদপত্র আজ ফাঁস করে দিয়েছে যে, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষা বিভাগের এক কর্তা পিরজাদার ছেলের উর্দু খাতার কিছু উত্তর লিখে দিয়েছিলেন। অন্য এক শিক্ষক স্কুল শিক্ষা পর্ষদকে তা জানিয়ে ফলপ্রকাশ আটকানোর পরামর্শ দেওয়ার পরেও মন্ত্রীর ছেলেকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। সংবাদপত্রটি পরীক্ষার খাতার প্রতিলিপিও ছেপে দেওয়ার ফলে, পিরজাদা কোনও সাফাই-ই দিয়ে উঠতে পারেননি এখনও। ২০১০ সালেই কংগ্রেসের জি এম সারুরকে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল এই জাতীয় দুর্নীতির কারণে। সে বার ‘মুন্নাভাই এমবিবিএস’ কায়দায় জাল পরীক্ষার্থীর দেওয়া পরীক্ষার জোরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ‘উত্তীর্ণ’ হয়েছিলেন সারুরের মেয়ে। পিরজাদার ‘কীর্তি’-ও গোটা রাজ্যে এত চাঞ্চল্য তৈরি করেছে যে, তাঁর পক্ষেও এখন মন্ত্রিত্ব বাঁচানো শক্ত।
|
আদনান মামলায় বেকসুর চার
সংবাদসংস্থা • মুম্বই |
আদনান পাতরাওয়ালাকে অপহরণ ও হত্যা মামলায় ৪ অভিযুক্তকে বেকসুর খালাস করল মুম্বইয়ের আদালত। সোমবার আদালত জানায়, প্রমাণের অভাবেই তাঁদের নির্দোষ ঘোষণা করা হল। অভিযুক্ত পঞ্চম জন নাবালক হওয়ায় জুভেনাইল জাস্টিস বোর্ডে বিচার চলছে। রায়কে ‘হতাশাজনক’ বলেছে আদনানের পরিবার। ২০০৭ সালের অগস্টে ভাসি এলাকার পাম বিচ রোডে গাড়ির মধ্যে উদ্ধার হয় ১৬ বছরের কিশোর আদনানের দেহ। অভিযোগ, ২০০৭-এর ১৯ অগস্ট আদনানের পাঁচ ‘বন্ধু’ তাকে টাকার লোভে অপহরণ করেন। দু’কোটি টাকা দাবি করে আদনানের বাবার কাছে ফোনও আসে। কিন্তু বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসায় তারা আদনানকে খুন করে বলে অভিযোগ।
|
ক্লাসে ছাত্রীদের নাচিয়ে সাসপেন্ড হলেন শিক্ষক
সংবাদসংস্থা • ভোপাল |
এর আগেও একাধিক অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকের বিরুদ্ধে। এ বার ক্লাসের মধ্যে ছাত্রীদের নাচতে বাধ্য করার অভিযোগ উঠল মহেশ মালব্যর বিরুদ্ধে। শুধু তাই নয়, নাচ পছন্দ না হওয়ায় বেশ কিছু ছাত্রীকে তিনি শাস্তি দিয়েছেন বলেও অভিযোগ! মধ্যপ্রদেশের বিতুল জেলার দেবচৌকি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ঘটনাটি সামনে আসে ২৩ জানুয়ারি। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মালব্যকে সাসপেন্ড করেছেন বেতুল জেলার কালেক্টর। মনে করা হচ্ছে মত্ত অবস্থাতেই মালব্য ঘটনাটি ঘটিয়েছেন। কারণ এক ছাত্রের অভিযোগ, ঘটনার দিন শিক্ষক তাকে ৩০ টাকা দিয়ে দোকান থেকে মদ আনতে বলেছিলেন। মালব্যর দাবি, স্কুলেরই এক শিক্ষিকা তাঁকে ফাঁসিয়েছেন।
|
শাস্তি তুলতে মনমোহনকে আর্জি মাধবনের
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
এস ব্যান্ড অনুমোদন নিয়ে চার বিজ্ঞানীর শাস্তি প্রত্যাহারের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন প্রধান জি মাধবন। মাধবন-সহ চার বিজ্ঞানীর সরকারি পদে যুক্ত থাকার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। আজ মাধবন বলেন, “সরকারি পদের প্রয়োজন নেই। সরকারের কাছে শুধু সম্মান ফেরত চাই। এ জন্য ব্যাপারটার তদন্তের অনুরোধও জানিয়েছি প্রধানমন্ত্রীকে।” কাল প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী জানান, বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের বক্তব্যও শোনা হবে। সে প্রসঙ্গে মাধবন বলেন, “সংবাদমাধ্যমে এ সব না বলে কেন্দ্র সরাসরি আমাদেরই ডেকে পাঠাক।”
|
আগুন কলেজ ল্যাবরেটরিতে
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
দমকলের তৎপরতায় আগুনের গ্রাস থেকে রক্ষা পেল রাঁচির নির্মলা কলেজ। আজ দুপুর ১২টা নাগাদ আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে কলেজ ভবনের একতলায় অবস্থিত রসায়ন ল্যাবরেটরির কম্প্রেসার বার্নার লাইন। রাঁচির ডোরান্ডা দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ এবং দমকল সূত্রে জানানো হয়েছে, আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
|
বিজেডি মন্ত্রীর মাথায় রডের আঘাত, ধৃত ১
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
পঞ্চায়েত মন্ত্রী মহেশ্বর মোহান্তি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন। পিছন থেকে মহিলার বেশে এসে এক যুবক লোহার রড বসিয়ে দিলেন মন্ত্রীর মাথায়। ঘটনাটি ঘটে পুরীর আলানদিয়া গ্রামে। রক্তাক্ত মন্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ধৃত যুবকের নাম বলভদ্র ভোয়। পুলিশ মনে করছে, রাজনৈতিক বিরোধিতাই এই আক্রমণের কারণ।
|
পুলিশকে চড়
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
স্থানীয় তারকাদের এক ক্রিকেট ম্যাচ দেখা নিয়ে গণ্ডগোলের জেরে চড় খেলেন এক পুলিশ ইন্সপেক্টর। অঞ্জুমালা টি নাইক নামের ওই পুলিশের অভিযোগ, এক আইএএস অফিসারের স্ত্রী তাঁকে চড় মেরেছেন। রবিবার ক্রিকেট ম্যাচের একটি টিকিট নিয়ে ওই মহিলা ও তাঁর মেয়ে ঢুকতে গেলে নাইক বাধা দেন। এই নিয়ে কথাকাটাকাটি হলে অঞ্জুমালাকে চড় মারেন তিনি।
|
হিমঘর ভেঙে মৃত দুই কর্মী
সংবাদসংস্থা • নাগপুর |
সোমবার রাতে চিকলি এলাকায় চারতলা একটি হিমঘর ভেঙে পড়লে দু’জন কর্মী মারা যান। ন’জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও আরও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়িটি ভেঙে পড়ায় হিমঘরের যন্ত্রপাতি থেকে অ্যামোনিয়া এবং কার্বন-ডাই-অক্সাইড গ্যাসও ছড়িয়ে পড়ে। বিষাক্ত গ্যাসের প্রভাবে অনেকের চোখ জ্বালা করতে থাকে। তবে গ্যাস ছড়িয়ে পড়া আটকাতে দ্রুত উদ্যোগ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি।
|
অন্ধ্রের স্বরাষ্ট্রসচিব গ্রেফতার জমি কেলেঙ্কারিতে
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
জমি-দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল অন্ধ্রপ্রদেশের মুখ্য স্বরাষ্ট্রসচিব বি পি আচার্যকে। তাঁর বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ২০০২ সালে মণিকোন্ডার কাছে ৫০০ একর জমিতে কৃষকদের কাছ থেকে ‘শিল্পের নামে’ জোর করে জমি নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তৈরি হয় বাড়ি, হোটেল ইত্যাদি, যা বিক্রিও করা হয়েছিল চড়া দামে। কিন্তু কাগজপত্রে অত্যন্ত নামমাত্র বিক্রয়মূল্য দেখানোয় সরকারের প্রায় কোটি টাকা ক্ষতি হয়। অভিযোগ, এই সমস্ত প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত ছিলেন ওই উচ্চপদস্থ আমলা।
|
আগাম জামিন স্বামীর
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিতর্কিত প্রবন্ধ সংক্রান্ত মামলায় দিল্লি হাইকোর্টে আগাম জামিন পেলেন জনতা পার্টির নেতা সুব্রহ্মণ্যম স্বামী। নিম্ন আদালতে এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত জামিনের আদেশ বলবৎ থাকবে। একটি সংবাদপত্রে স্বামীর লেখা প্রবন্ধ বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ। দিল্লি হাইকোর্টে জামিনের আবেদনে স্বামী জানান, তিনি টু-জি কেলেঙ্কারিতে অনেক তথ্য ফাঁস করেছিলেন। তাই এই মামলায় তাঁকে গ্রেফতার করার ছক কষতে পারে দিল্লি পুলিশ। ভবিষ্যতে এই ধরনের প্রবন্ধ আর লিখবেন না বলে মুচলেকাও দিয়েছিলেন তিনি।
|
বিস্ফোরণে হত দুই
সংবাদসংস্থা • আহমেদনগর |
সেনাবাহিনীর গুলিচালনা প্রশিক্ষণ কেন্দ্রে হঠাৎ বিস্ফোরক ফেটে মারা গেলেন দুই শ্রমিক। ঘটনাটি ঘটে নগর তেহসিলের খারে খরজুনে গ্রামে। রোশন রাজপুত ও সোনু জলারাম তারক নামে ওই দু’জনকে বিস্ফোরকের ধাতব অংশ সংগ্রহ করতে বলা হয়েছিল বলে জানা গিয়েছে। সেই সময়ই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। |
|