l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
আমরি-কাণ্ডে গ্রেফতার আরও ২
মালদহে বাস-লরির সংঘর্ষ
ডাকাতিতে বাধা, খুন গৃহকর্তা
মধ্যপ্রদেশে স্কুলবাস দুর্ঘটনা
পঞ্জাবে মহিলাকে মার পুলিশের
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
জল ছিল অঢেল, তবু বস্তি পুড়ে ছাই বাইপাসে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সামনেই খাল। পিছনেও বিশাল জলাশয়। তা সত্ত্বেও বিধ্বংসী আগুনের গ্রাস থেকে কালিকাপুরে মন্দিরপাড়ার তিন নম্বর বস্তিকে বাঁচানো গেল না। উত্তুরে হাওয়ার দাপটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ছাই হয়ে গেল ওই বস্তির অন্তত ১২০টি ঝুপড়ি। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের ওই বস্তিতে আগুন লাগে রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ। দমকলের ১৫টি ইঞ্জিন যায়। ঘণ্টা দেড়েকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণ করলেও তত ক্ষণে ছাই হয়ে গিয়েছে শ’খানেকের বেশি ঝুপড়ি। অগ্নিদগ্ধ হয়েছেন কয়েক জন বাসিন্দাও। অগ্নিকাণ্ডের জেরে বাইপাসের ওই এলাকায় যান নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। যানজটে কিছু ক্ষণের জন্য থমকে যায় ওই ব্যস্ত সড়ক। দমকল ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম ছাড়াও রাত সওয়া ৯টা নাগাদ ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের গায়ের চাদরটি জড়িয়ে দেন এক দমকলকর্মীর গায়ে। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। অনেক মাধ্যমিক পরীক্ষার্থীর বইপত্রও পুড়ে গিয়েছে। তাদের বই দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসার ব্যবস্থা করারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত...
‘সংঘাতের’ আবহেই আজ নেতাজি-স্মরণ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সরকার-বিরোধীদের ‘সংঘাতে’র আবহে আজ, সোমবার ময়দানে উদযাপিত হতে চলেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৬তম জন্মদিন। শুধু ‘সংঘাত’ই নয়, নেতাজি-জয়ন্তী পালনে ‘নাটকীয়তা’র উপাদানও থাকছে যথেষ্ট!দুপুর ১২টা ১৫ মিনিটে রেড রোডের নেতাজি মূর্তিতে মাল্যদানের সুযোগ তাঁরা পাবেন কি না, রবিবার পর্যন্ত জানেন না বামফ্রন্ট নেতৃত্ব! অন্যান্য বছরের মতো এ বারও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নেতাজি জন্মোৎসব কমিটি এক সঙ্গেই রেড রোডের মঞ্চে নেতাজির জন্মদিন পালন করুক, স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে প্রস্তাব পাঠিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষ। কিন্তু তিন দিনের মধ্যে অশোকবাবুর দু’টি চিঠির একটিরও উত্তর মুখ্যমন্ত্রী নিজে দেননি। উপরন্তু, পুলিশের তরফে জন্মোৎসব কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত মঞ্চ থাকবে সরকারের হাতেই। তার পরে তা কমিটিকে ছাড়া হবে। এই ‘জটিলতা’র জেরে এ দিনও ঘরোয়া বৈঠকে বসেছিল বামফ্রন্ট। সেখানে ঠিক হয়েছে, প্রতি বছর যে সময়ে মালা দেন, সেই সময়েই মাল্যদান করতে চেয়ে এ দিন কার্জন পার্কে উপস্থিত থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বাম নেতৃত্ব। ‘যথাযোগ্য মর্যাদায় ঠিক সময়ে’ মালা দেওয়ার সুযোগ না-পেলে তাঁরা ময়দান থেকে চলে এসে রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করে নেতাজি-স্মরণ করবেন।
বিস্তারিত...
শিক্ষক নিগ্রহ বন্ধে কড়া হোক রাজ্য, চান প্রণব
নিজস্ব প্রতিবেদন
রাজ্যে শিক্ষক নিগ্রহের ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা মোকাবিলায় রাজ্য প্রশাসনের ‘কঠোর’ ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন তিনি। শিক্ষায় বিশৃঙ্খলা সামাল দিতে রাজ্য প্রশাসনের ‘ব্যর্থতা’র দিকেই প্রকারান্তরে প্রণববাবু ইঙ্গিত করেছেন বলে প্রশাসনিক মহলের একাংশের ব্যাখ্যা। বহরমপুরে রবিবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “কলেজে শিক্ষক নিগ্রহের ঘটনা অবাঞ্ছিত। কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র-শিক্ষকের মধ্যে মনোমালিন্য হতে পারে। কিন্তু ওই ঘটনার জেরে শিক্ষক নিগৃহীত হবেন, তা কাঙিক্ষত নয়। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। কলেজের আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের উচিত কঠোর ভাবে দমন করা।” শাসক জোটে টানাপাড়েনের আবহে প্রণববাবুর এই মন্তব্য যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই রাজনৈতিক শিবিরের অভিমত। তা-ও আবার প্রণববাবু ওই মন্তব্য করেছেন অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে গিয়ে। প্রণববাবুর লোকসভা কেন্দ্রও অবশ্য সেই জেলাতেই। বস্তুত, প্রণববাবু এ দিন যে কথা বলেছেন, কলেজে শিক্ষক নিগ্রহের প্রেক্ষিতে প্রায় একই বক্তব্য ছিল রাজ্যপাল এম কে নারায়ণনেরও। রাজ্যপালের সেই বক্তব্য এবং শিক্ষামন্ত্রীকে তাঁর চিঠিকে ঘিরে রাজভবনের সঙ্গে মহাকরণের সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল।
বিস্তারিত...
রেডিও-বার্তা পাঠানোর নিয়ম বদলাচ্ছেন ডিজি
কিশোর সাহা • কলকাতা
বিতর্কিত রেডিওগ্রাম নিয়ে সরকারি মহলে হইচই চলছে। চলছে তদন্তও। তবে রেডিওগ্রামে ডিজি-র উদ্ধৃতিতে রাজনৈতিক দলের নামোল্লেখ করার আগে বার্তাপ্রেরক কোন পদস্থ অফিসারকে দেখিয়ে ছাড়পত্র নিয়েছেন, তা রবিবার পর্যন্ত পুলিশকর্তাদের কাছে স্পষ্ট নয়। রবি ও সোমবার ছুটি থাকায় মঙ্গলবারের আগে এই নিয়ে প্রাথমিক তদন্ত রিপোর্ট ডিজি-র কাছে পৌঁছনোর সম্ভাবনাও নেই। এই অবস্থায় ওই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই ডিজি-র দফতর থেকে পুলিশের টেলিকম বিভাগের কর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে জেলাগুলিতে আইনশৃঙ্খলা বিষয়ক ওই ধরনের কোনও নির্দেশনামা পাঠানোর আগে তা ন্যূনতম গেজেটেড পদমর্যাদার পুলিশ অফিসারকে দেখিয়ে অনুমোদন নিতে হবে। বিভিন্ন জেলা সদর দফতর থেকে থানাগুলিতে রেডিওগ্রাম পাঠানোর আগেও ওই নিয়ম মেনে চলতে হবে। এত দিন পর্যন্ত উচ্চপদস্থ কোনও অফিসারকে দেখিয়ে রেডিওগ্রাম পাঠানোর নিয়মটি ছিল। কিন্তু পুলিশ সূত্রেই খবর, সেই নিয়ম মানা হোত না। এত দিন এএসআই বা এসআই পর্যায়ের কেউ দেখে দিলেই বার্তা পাঠানো যেত। স্বরাষ্ট্র দফতরের এক কর্তার কথায়, রেডিওগ্রামে এমন বার্তাই পাঠানো উচিত যা দ্রুত সব জায়গায় পৌঁছনো দরকার। কিন্তু তা না করে রোজই শতাধিক এমন বার্তা যায়, যা রেডিওগ্রামে পাঠানোর মতো জরুরি নয়। অনেক সময় কেউ কাউকে খুঁজলে, এমনকী ছুটি সংক্রান্ত খবরও রেডিওগ্রামের মাধ্যমে পাঠানো হয়।
বিস্তারিত...
রাজস্থান পুলিশকে তোপ রুশদির
সংবাদসংস্থা • জয়পুর
ফের বিতর্ক এবং সেই সলমন রুশদি। জয়পুর সাহিত্য উৎসবের তৃতীয় দিনেও রুশদিকে নিয়ে বিতর্ক জারি থাকল। ওপরা উইনফ্রে যতই ‘শো স্টপার’ হোন না কেন, ‘মিডনাইটস চিলড্রেন’-এর লেখকের অনুপস্থিতি রোজই সব কিছুকে ছাপিয়ে যাচ্ছিল, আজ আরও এক বার সেটাই হল। টুইটারে সরাসরি আজ রাজস্থান পুলিশকে এক হাত নিয়েছেন রুশদি। আর জানিয়েছেন, সাহিত্য উৎসবে তাঁর না আসার পিছনে মূলত তাদেরই একাংশের ‘হাত’ রয়েছে। কারণ রুশদি মনে করেন, মুম্বইয়ের অন্ধকার জগতের ভাড়াটে খুনিদের ‘খবর’ প্রচার আসলে রাজস্থান পুলিশেরই মস্তিষ্কপ্রসূত। তিনি যাতে উৎসবে না আসেন, তাই এই ‘ব্যবস্থা’। এই বিষয়ে টুইটারে একটি লিঙ্কও পোস্ট করেছেন তিনি। “রাজস্থান পুলিশ একটা গল্প তৈরি করেছিল রুশদিকে দূরে রাখতে। আমি জানতে পেরেছি, আর বিশ্বাস করি আমাকে মিথ্যে বলা হয়েছিল। খুব রাগ হচ্ছে।” টুইট করেছেন রুশদি। উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই যে এমনটা হয়েছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন রুশদি। লিখেছেন, “জানি না কে এমন নির্দেশ দিয়েছে, নিশ্চয়ই সেই পুলিশ যারা হরি, অমিতাভ, জিৎ আর রুচিরকে (লেখক) গ্রেফতার করতে চায়। বিরক্তিকর।” আসলে এই চার জন লেখকের বিরুদ্ধেও পুলিশে অভিযোগ জমা পড়েছে। রুশদির নিষিদ্ধ বই ‘স্যাটানিক ভার্সেস’-এর অংশ পাঠ করার জন্য। সব মিলিয়ে রুশদি আজ ক্ষোভটা উগরে দিয়েছেন রাজস্থান পুলিশেরই বিরুদ্ধে।
বিস্তারিত...
কৃষক-মৃত্যু চললে মুখ বন্ধ নয়, সাফ কথা বুদ্ধের
নিজস্ব প্রতিবেদন
একের পর এক কৃষিজীবীর আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকারের সমালোচনায় সুর চড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। বললেন, “আমরা চাই, চাষির মৃত্যু বন্ধ হোক। এ জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। চাষি মারা যাবে, আর আমরা মুখ বুজে থাকব, এ চলতে পারে না!” তাঁর কথায়, “কৃষকেরাই এ রাজ্যের রাজনীতির মূল ভিত্তি। কৃষকদের দুর্দিন নেমে এলে আমাদেরও আন্দোলনে নামতে হবে।” বস্তুত, নানা ক্ষেত্রে রাজ্য সরকারের ‘ভুল-ভ্রান্তি’র বহর দেখে আট মাসের মাথায় সুর চড়াতে শুরু করেছে প্রধান বিরোধী দল সিপিএম। দলের ২১ তম হুগলি জেলা সম্মেলন উপলক্ষে রবিবার রিষড়ার সমাবেশে বুদ্ধবাবুর ‘আক্রমণাত্মক’ ভঙ্গিও সেই কৌশলের স্পষ্ট ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনার পাশাপাশিই আত্মসমালোচনাও উঠে এসেছে বুদ্ধবাবুর কথায়। এবং তা-ও সেই ‘দৃপ্ত’ ভঙ্গিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এ দিন বলেছেন, “কিছু মানুষ আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। তার কারণ খুঁজতে হবে। সরকার, পুরসভা, পঞ্চায়েতে কী ভুল করেছি, তা শোধরাতে হবে। কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি হয়েছিল। মানুষ সে সব ভাল ভাবে নেয়নি। সব ভুল ধুয়ে-মুছে সাফ করে দিতে হবে!” রিষড়ার পোড়ামাঠে এ দিনের সমাবেশে বুদ্ধবাবু বলেন, “ধান কেটে কৃষক ঘুরে বেড়াচ্ছেন। কোথায় বিক্রি হবে, জানেন না। সারের কালোবাজারি হচ্ছে। রাজ্যে ২৪ জন কৃষিজীবী ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন। সব থেকে বেশি আত্মহত্যা করেছেন বর্ধমানে। ধানের ফলন ভাল হল, অথচ বিক্রি হল না। প্রচুর আলু এখনও হিমঘরে। নতুন আলুর কী হবে, কী দাম পাবেন চাষিরা, কেউ জানে না!” দিন কয়েক আগেই এই জেলারই হরিপালে আত্মঘাতী হন কৃষিজীবী গণেশ দুর্লভ।
বিস্তারিত...
এক নজরে...
•
জীবনটাই তাজমহল হয়ে গিয়েছে, বললেন ওপরা
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
অগ্নি-নিরাপত্তায় তৎপরতা এ বার খাস মহাকরণে
রাজ্য
ফিরে এসে তৃতীয় ইনিংস, ফের মারমুখী শীত
নয়া বদলি নীতি স্বচ্ছ হবে,
দাবি কমিটি-প্রধানের
দেশ
দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ তিন রাজ্যে অস্ত্র কংগ্রেসের
হত্যাকাণ্ডে জড়াল গগৈয়ের মন্ত্রীর নাম
বিদেশ
বর্ণবিদ্বেষের মুখে ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী
ব্যবসা
পাল্টানো পরিস্থিতিতে অতিথির অপেক্ষায় বন্ধ
পর্যটক আবাস
‘কার-পাশ’-এ আপত্তি,
বন্ধ আমদানি-রফতানি
খেলা
বাতিলের বুলেটেই
বিদ্ধ মোহন-স্বপ্ন
সুব্রতর সঙ্গে তর্ক করে মাঠ ছাড়লেন হাদসন
স্বাস্থ্য
মালদহের শিশু ওয়ার্ডে
সিঁদুরে মেঘ দেখছে
টাস্ক ফোর্স
হাসপাতাল ঘুরে
ক্ষোভ সাবিত্রীর
জীবজগত্
পর্যটকদের ফেলা আবর্জনায় ভরে উঠেছে লালবাগ চত্বর
সম্পাদকীয়
আদর্শের নাম চিন
‘জনাদেশ’!
কলকাতা
২৩.০/১২.২
আজকের দিনে
•
১৯৩০:
ওয়েস্ট ইন্ডিজের লেখক
ডেরেক ওয়ালকটের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.